ETV Bharat / sitara

বিক্ষোভের মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা

সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিমানবন্দর চত্বর । বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । তার মাঝেই মুম্বই পৌঁছালেন কঙ্গনা ।

asd
asd
author img

By

Published : Sep 9, 2020, 3:15 PM IST

Updated : Sep 9, 2020, 5:29 PM IST

মুম্বই : হুঁশিয়ারি দিয়েছিল শিবসেনা । পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, 9 তারিখ মুম্বই আসবেন । কেউ আটকালে আটকে দেখাক । আর সেই মতো আজ মুম্বইয়ে পৌঁছালেন কঙ্গনা রানাওয়াত ।

সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর । আর দুপুরে নির্ধারিত সময় বিমানবন্দরে নামেন কঙ্গনা । তিনি যখন বিমানবন্দরে নামেন সেই সময় বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । অন্যদিকে কঙ্গনার সমর্থনে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল করনি সেনা । এরপর বিমানবন্দর থেকে সোজা খারে নিজের বাড়িতে যান অভিনেত্রী । সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেলও ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।

কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।

যদিও এই হুমকিগুলিকে বিশেষ গুরুত্ব দেননি কঙ্গনা । বরং 9 সেপ্টেম্বর তিনি মুম্বই ফিরবেন বলে সোশাল মিডিয়ায় সাফ জানিয়ে দেন । বলেন, "আমি ঠিক করেছি 9 সেপ্টেম্বর মুম্বই ফিরব । কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।" আর এভাবেই সঞ্জয় রাউতের দিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেত্রী । আর সেই মতো আজ মুম্বই পৌঁছান তিনি ।

এদিকে আজ সকালে কঙ্গনার মুম্বইয়ের পালি হিলের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী । সেই মামলায় ওই অফিসে ভাঙচুরের উপর স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট । পাশাপাশি BMC-র কাছে অফিস ভাঙার পিছনে সঠিক কী কারণ রয়েছে তা জানতে চেয়েছে আদালত।

মুম্বই : হুঁশিয়ারি দিয়েছিল শিবসেনা । পালটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন, 9 তারিখ মুম্বই আসবেন । কেউ আটকালে আটকে দেখাক । আর সেই মতো আজ মুম্বইয়ে পৌঁছালেন কঙ্গনা রানাওয়াত ।

সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর চত্বর । আর দুপুরে নির্ধারিত সময় বিমানবন্দরে নামেন কঙ্গনা । তিনি যখন বিমানবন্দরে নামেন সেই সময় বাইরে বিক্ষোভ দেখাচ্ছিল শিবসেনা প্রভাবিত ভারতীয় কামগড় সেনার সদস্যরা । অন্যদিকে কঙ্গনার সমর্থনে বিমানবন্দরে উপস্থিত হয়েছিল করনি সেনা । এরপর বিমানবন্দর থেকে সোজা খারে নিজের বাড়িতে যান অভিনেত্রী । সঙ্গে ছিলেন দিদি রঙ্গোলি চান্দেলও ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই একের পর এক বিষয় নিয়ে সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । কখনও বলিউডের নেপোটিজ়ম আবার কখনও ইন্ডাস্ট্রির সঙ্গে মাদক যোগের অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি । প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্র পুলিশ ও মহারাষ্ট্র সরকারের ভূমিকা নিয়েও । আর এতেই অভিনেত্রীর উপর চটে যায় শিবসেনা । এ নিয়ে একাধিকবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি । চলছিল আক্রমণ পালটা আক্রমণের পালা ।

কয়েকদিন আগে সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনায় লেখেন, "কঙ্গনা রানাওয়াতের মনে যদি মহারাষ্ট্র পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে তাহলে যেন তিনি মুম্বইতে না ফেরেন । উনি মহারাষ্ট্র পুলিশের অপমান করেছেন ।" এরপর থেকেই সোশাল মিডিয়ায় একাধিক হুমকি পাচ্ছিলেন কঙ্গনা । অনেকেই তাঁকে মুম্বইতে ফিরতে বারণ করেন । কয়েকজন আবার তাঁকে মারার হুমকিও দেন ।

যদিও এই হুমকিগুলিকে বিশেষ গুরুত্ব দেননি কঙ্গনা । বরং 9 সেপ্টেম্বর তিনি মুম্বই ফিরবেন বলে সোশাল মিডিয়ায় সাফ জানিয়ে দেন । বলেন, "আমি ঠিক করেছি 9 সেপ্টেম্বর মুম্বই ফিরব । কারও বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক ।" আর এভাবেই সঞ্জয় রাউতের দিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিনেত্রী । আর সেই মতো আজ মুম্বই পৌঁছান তিনি ।

এদিকে আজ সকালে কঙ্গনার মুম্বইয়ের পালি হিলের অফিসে বুলডোজ়ার দিয়ে ভাঙচুর চালায় বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC) । এরপরই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী । সেই মামলায় ওই অফিসে ভাঙচুরের উপর স্থগিতাদেশ দেয় বম্বে হাইকোর্ট । পাশাপাশি BMC-র কাছে অফিস ভাঙার পিছনে সঠিক কী কারণ রয়েছে তা জানতে চেয়েছে আদালত।

Last Updated : Sep 9, 2020, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.