ETV Bharat / sitara

টিম 'ধকড়'-এর জন্য নতুন বছরের পার্টি কঙ্গনার - kangana upcouming film dhaakad

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে নিজের টিমের সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে ঘর সাজাতে দেখা গিয়েছে তাঁকে ।

asd
asdf
author img

By

Published : Jan 1, 2021, 4:35 PM IST

মুম্বই : কয়েকদিন আগেই মানালি থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন কঙ্গনা রানাওয়াত । আর এবার নিজের আপকামিং ছবি 'ধকড়'-এর গোটা টিমের জন্য নিউ ইয়ার পার্টি রাখলেন তিনি ।

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে নিজের টিমের সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে ঘর সাজাতে দেখা গিয়েছে তাঁকে । সাদা রঙের গাউন পরে রয়েছেন তিনি । আর একটি বোর্ডকে সাজাচ্ছেন তাঁরা । সেই বোর্ডের উপর লেখা রয়েছে "2021 সালকে স্বাগত"। বোর্ডের চারিপাশ ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ।

এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "টিম ধকড়ের জন্য একটা ছোটো পার্টির আয়োজন করেছি । ছুটির আমেজের মধ্যেও গোটা টিম কাজ করে চলেছে । এতদিন পর বাড়িতে ফিরে খুবই ভালো লাগছে ।" আর পোস্টের শেষে লেখেন, "2021 তোমার দিকে তাকিয়ে রয়েছি ভালো হয়ে থেকো ।"

  • Hosting a small brunch for my #Dhaakad team, whole team is working tirelessly even through holiday season. Feels so good to be back home ❤️
    P.S looking at you 2021 be good 🌹 pic.twitter.com/8LEftbzkAz

    — Kangana Ranaut (@KanganaTeam) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রজ়নীশ ঘাই পরিচালিত এই ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে কঙ্গনাকে । ছবিটির স্ক্রিনপ্লে লিখেছেন রীতেশ শাহ । আর এই ছবি প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবামাধ্যমকে অভিনেত্রী বলেছিলেন, "আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি 'ধাকড়'। এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এই প্রথম ।"

সম্প্রতি জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । তার মধ্যে 'তেজস' অন্যতম । সেখানে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : কয়েকদিন আগেই মানালি থেকে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন কঙ্গনা রানাওয়াত । আর এবার নিজের আপকামিং ছবি 'ধকড়'-এর গোটা টিমের জন্য নিউ ইয়ার পার্টি রাখলেন তিনি ।

টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে নিজের টিমের সদস্যদের সঙ্গে হাত মিলিয়ে ঘর সাজাতে দেখা গিয়েছে তাঁকে । সাদা রঙের গাউন পরে রয়েছেন তিনি । আর একটি বোর্ডকে সাজাচ্ছেন তাঁরা । সেই বোর্ডের উপর লেখা রয়েছে "2021 সালকে স্বাগত"। বোর্ডের চারিপাশ ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে ।

এই ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "টিম ধকড়ের জন্য একটা ছোটো পার্টির আয়োজন করেছি । ছুটির আমেজের মধ্যেও গোটা টিম কাজ করে চলেছে । এতদিন পর বাড়িতে ফিরে খুবই ভালো লাগছে ।" আর পোস্টের শেষে লেখেন, "2021 তোমার দিকে তাকিয়ে রয়েছি ভালো হয়ে থেকো ।"

  • Hosting a small brunch for my #Dhaakad team, whole team is working tirelessly even through holiday season. Feels so good to be back home ❤️
    P.S looking at you 2021 be good 🌹 pic.twitter.com/8LEftbzkAz

    — Kangana Ranaut (@KanganaTeam) January 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রজ়নীশ ঘাই পরিচালিত এই ছবিতে অ্যাকশন অবতারে দেখা যাবে কঙ্গনাকে । ছবিটির স্ক্রিনপ্লে লিখেছেন রীতেশ শাহ । আর এই ছবি প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবামাধ্যমকে অভিনেত্রী বলেছিলেন, "আমার ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি 'ধাকড়'। এরকম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ফিল্ম এই প্রথম ।"

সম্প্রতি জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং শেষ করেছেন কঙ্গনা । এছাড়াও একাধিক ছবি রয়েছে তাঁর হাতে । তার মধ্যে 'তেজস' অন্যতম । সেখানে একজন পাইলটের চরিত্রে দেখা যাবে তাঁকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.