মুম্বই : বলিউডের অন্যতম ফ্যাশনিস্তা কঙ্গনা রানাওয়াত । স্টাইলকে সাহসের সঙ্গে ক্যারি করার ক্ষমতা আছে তাঁর । ছোটো থেকেই সাজগোজের দিকে ঝোঁক ছিল কঙ্গনার । কিন্তু, সেই সময় তাঁকে নিয়ে হাসাহাসি করত লোকে । মনে করে দেখলেন অভিনেত্রী ।
ছোটোবেলার একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা । সেখানে ছোট্টো অভিনেত্রী মুক্তোর মালায় সাজিয়েছেন নিজেকে । ক্যামেরার দিকে মুখ করে বেশ পোজ়ও দিয়েছেন কায়দায় ।
ছবিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "যখন ছোটো ছিলাম, আমি নিজেকে মুক্তোয় সাজাতাম, নিজের চুল নিজে কাটতাম, থাই-হাই মোজার সঙ্গে হিল জুতো পরতাম । তখন আমার সাজ দেখে লোকে হাসত ।"
তারপর ? গল্পটা পালটে গেল কিছু সময়ের মধ্যেই । কঙ্গনা লিখেছেন, "গ্রামের সেই ভাঁড় এখন লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক ফ্যাশন উইকের প্রথম সারিতে বসে । আর এই বছরগুলোয় আমি উপলব্ধি করেছি যে, ফ্যাশন শুধুমাত্র নিজেকে প্রকাশ করার মাধ্যম মাত্র ।"
ফ্যাশন শব্দটির একটি সুন্দর মানে শেয়ার করেছেন কঙ্গনা । ফ্যাশন উইকের প্রথম সারিতে বসে কেমন লাগছে তাঁকে ? সেই ঝলকও দিয়েছেন অভিনেত্রী । দেখে নিন পোস্ট...
-
When I was a little girl I decorated myself with pearls, cut my own hair, wore thigh high socks and heels. People laughed at me. From being a village clown to attending front rows of London, Paris, New York Fashion weeks I realised fashion is nothing but freedom of expression ❤️ pic.twitter.com/EHW6wUZnNi
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">When I was a little girl I decorated myself with pearls, cut my own hair, wore thigh high socks and heels. People laughed at me. From being a village clown to attending front rows of London, Paris, New York Fashion weeks I realised fashion is nothing but freedom of expression ❤️ pic.twitter.com/EHW6wUZnNi
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020When I was a little girl I decorated myself with pearls, cut my own hair, wore thigh high socks and heels. People laughed at me. From being a village clown to attending front rows of London, Paris, New York Fashion weeks I realised fashion is nothing but freedom of expression ❤️ pic.twitter.com/EHW6wUZnNi
— Kangana Ranaut (@KanganaTeam) September 30, 2020