ETV Bharat / sitara

দিদির জন্য ইন্টেরিয়র ডিজ়াইনার হলেন কঙ্গনা - রঙ্গোলির নতুন বাড়ির ইন্টেরিয়র ডিজ়াইন করছেন কঙ্গনা

দিদি রঙ্গোলি চান্দেলের নতুন বাড়ির ইন্টেরিয়র ডিজ়াইন করছেন কঙ্গনা রানাওয়াত । সম্প্রতি সেই সংক্রান্ত ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেন রঙ্গোলি নিজেই ।

dfg
dgf
author img

By

Published : May 31, 2020, 2:19 PM IST

মুম্বই : দিদি রঙ্গোলি চান্দেলের নতুন বাড়ির ইন্টেরিয়র ডিজ়াইন করছেন কঙ্গনা রানাওয়াত । ড্রইং থেকে ডাইনিং, বেডরুম, বাথরুম সহ প্রতিটা ঘরের অন্দরসজ্জা নিজে দাঁড়িয়ে থেকে করছেন অভিনেত্রী । আর সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রঙ্গোলি ।

ইনস্টাগ্রামে দুটি ছবি ও একটি ভিডিয়ো পোস্ট করেন রঙ্গোলি । একটি ছবিতে বাড়ির সাজানো ড্রইং রুমের ছবি তুলে ধরা হয়েছে । আর অন্যটিতে কঙ্গনাকে কাজের তদারকি করতে দেখা গিয়েছে । এছাড়া একটি ভিডিয়ো পোস্ট করেন রঙ্গোলি । সেখানে ক্যামেরাকে প্যান করিয়ে গোটা ঘরের ছবি তুলে ধরেন তিনি । আর সেখানেই কঙ্গনাকে সোফা গোছাতে দেখা গিয়েছে । ক্যামেরা তাঁর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জায় মুখ ঢেকে নেন অভিনেত্রী ।

এর ক্যাপশনে রঙ্গোলি লেখেন, "কঙ্গনা যখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কী ধরনের ইন্টেরিয়র পছন্দ করি, তখন বলেছিলাম ভাঙা, জরাজীর্ণ ও পুরোনো দেখতে জিনিস পছন্দ করি না । আমি জানি না যে কী পছন্দ করি । কিন্তু, চাই যা নতুন দেখতে লাগে । তখন ওর মুখটা আমার মনে আছে । আসলে কঙ্গনা ভাঙা, জরাজীর্ণ ও পুরোনো দেখতে জিনিস খুবই পছন্দ করে । তাও ও কাজ করে চলেছে...আর বাড়িতে এসে তার কাজ দেখে হতবাক হয়ে যাই । এটা দেখার পর একটাই কথা বলতে পারি । তা এটা আমার কাছে বাড়ি নয়, স্বর্গ ।"

তবে সাজানো এখনও পুরোপুরি তৈরি হয়নি বলে ক্যাপশনে জানিয়েছেন রঙ্গোলি । লেখেন, "দেওয়ালের রং এখনও বাকি রয়েছে , হিটার ঠিক করতে হবে । আমরা কেউই এতে কঙ্গনাকে খুব বেশি সাহায্য করিনি । সবটুকু ও নিজেই করছে । আমি আর অপেক্ষা করতে পারছি না । যখন বাড়ি সাজানো শেষ হয়ে যাবে তখন আরও ছবি পোস্ট করব ।"

সম্প্রতি মুম্বইয়ের পালি হিলে নতুন অফিস নিয়েছেন কঙ্গনা । যা তৈরি করতে খরচ হয়েছে 48 কোটি টাকা ।

মুম্বই : দিদি রঙ্গোলি চান্দেলের নতুন বাড়ির ইন্টেরিয়র ডিজ়াইন করছেন কঙ্গনা রানাওয়াত । ড্রইং থেকে ডাইনিং, বেডরুম, বাথরুম সহ প্রতিটা ঘরের অন্দরসজ্জা নিজে দাঁড়িয়ে থেকে করছেন অভিনেত্রী । আর সেই মুহূর্তের ভিডিয়ো ও ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রঙ্গোলি ।

ইনস্টাগ্রামে দুটি ছবি ও একটি ভিডিয়ো পোস্ট করেন রঙ্গোলি । একটি ছবিতে বাড়ির সাজানো ড্রইং রুমের ছবি তুলে ধরা হয়েছে । আর অন্যটিতে কঙ্গনাকে কাজের তদারকি করতে দেখা গিয়েছে । এছাড়া একটি ভিডিয়ো পোস্ট করেন রঙ্গোলি । সেখানে ক্যামেরাকে প্যান করিয়ে গোটা ঘরের ছবি তুলে ধরেন তিনি । আর সেখানেই কঙ্গনাকে সোফা গোছাতে দেখা গিয়েছে । ক্যামেরা তাঁর দিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই লজ্জায় মুখ ঢেকে নেন অভিনেত্রী ।

এর ক্যাপশনে রঙ্গোলি লেখেন, "কঙ্গনা যখন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কী ধরনের ইন্টেরিয়র পছন্দ করি, তখন বলেছিলাম ভাঙা, জরাজীর্ণ ও পুরোনো দেখতে জিনিস পছন্দ করি না । আমি জানি না যে কী পছন্দ করি । কিন্তু, চাই যা নতুন দেখতে লাগে । তখন ওর মুখটা আমার মনে আছে । আসলে কঙ্গনা ভাঙা, জরাজীর্ণ ও পুরোনো দেখতে জিনিস খুবই পছন্দ করে । তাও ও কাজ করে চলেছে...আর বাড়িতে এসে তার কাজ দেখে হতবাক হয়ে যাই । এটা দেখার পর একটাই কথা বলতে পারি । তা এটা আমার কাছে বাড়ি নয়, স্বর্গ ।"

তবে সাজানো এখনও পুরোপুরি তৈরি হয়নি বলে ক্যাপশনে জানিয়েছেন রঙ্গোলি । লেখেন, "দেওয়ালের রং এখনও বাকি রয়েছে , হিটার ঠিক করতে হবে । আমরা কেউই এতে কঙ্গনাকে খুব বেশি সাহায্য করিনি । সবটুকু ও নিজেই করছে । আমি আর অপেক্ষা করতে পারছি না । যখন বাড়ি সাজানো শেষ হয়ে যাবে তখন আরও ছবি পোস্ট করব ।"

সম্প্রতি মুম্বইয়ের পালি হিলে নতুন অফিস নিয়েছেন কঙ্গনা । যা তৈরি করতে খরচ হয়েছে 48 কোটি টাকা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.