ETV Bharat / sitara

"কৃষক আন্দোলনের হাঁড়ি হাটে ভেঙে গেছে"

কৃষক আন্দোলনের হাঁড়ি হাটে ভেঙে গেছে, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের খেলা ছিল...দাবি করলেন কঙ্গনা রানাওয়াত । সদ্য শেয়ার করা ভিডিয়ো বার্তায় দিলজিৎ দোসাঞ্জ ও প্রিয়াঙ্কা চোপড়ার থেকেও জবাব চাইলেন ।

kangana ranaut slams diljit dosanjh
kangana ranaut slams diljit dosanjh
author img

By

Published : Dec 19, 2020, 3:12 PM IST

মুম্বই : পুরো কৃষক আন্দোলনটাই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য একটা পরিকল্পিত চাল ছিল, দাবি করলেন কঙ্গনা রানাওয়াত । সঙ্গে এটাও বললেন যে, এখন সত্যিটা সকলের সামনে এসে গেছে । সবাই জেনে গেছে যে, পঞ্জাবের সাদামাটা কৃষকদের ভুল বুঝিয়ে এই আন্দোলনের পথে চালিত করা হয়েছিল ।

আজ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা । সেখানে তিনি নিজেকে 'দেশভক্ত' হিসেবে দাবি করে তিনি জানিয়েছেন, "গত দশ-বারো দিন ধরে আমার উপরে যে ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তারপর আমি এই দেশকে কিছু প্রশ্ন করতেই পারি । কেন আমায় প্রতিদিন সকলের সামনে নিজের দেশভক্তি প্রমাণ করতে হবে ?"

প্রিয়াঙ্কা চোপড়া আর দিলজিৎ দোসাঞ্জকেও ঠুকতে ছাড়েননি কঙ্গনা । তাঁরা কী উদ্দেশে কৃষকদের সমর্থন করছেন সেটা জানতে চাওয়ার আবেদন জানিয়েছেন অভিনেত্রী । বলেছেন, "আমি যদি রাজনীতি করি, তাহলে ওরা কী নীতি করছেন ? কেউ সেটা জিজ্ঞাসা করছেন না কেন ?"

দেখে নিন কঙ্গনার ভিডিয়ো..

দেখে নিন ভিডিয়ো..

মুম্বই : পুরো কৃষক আন্দোলনটাই রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য একটা পরিকল্পিত চাল ছিল, দাবি করলেন কঙ্গনা রানাওয়াত । সঙ্গে এটাও বললেন যে, এখন সত্যিটা সকলের সামনে এসে গেছে । সবাই জেনে গেছে যে, পঞ্জাবের সাদামাটা কৃষকদের ভুল বুঝিয়ে এই আন্দোলনের পথে চালিত করা হয়েছিল ।

আজ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন কঙ্গনা । সেখানে তিনি নিজেকে 'দেশভক্ত' হিসেবে দাবি করে তিনি জানিয়েছেন, "গত দশ-বারো দিন ধরে আমার উপরে যে ধরনের মানসিক নির্যাতন করা হয়েছে, ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, তারপর আমি এই দেশকে কিছু প্রশ্ন করতেই পারি । কেন আমায় প্রতিদিন সকলের সামনে নিজের দেশভক্তি প্রমাণ করতে হবে ?"

প্রিয়াঙ্কা চোপড়া আর দিলজিৎ দোসাঞ্জকেও ঠুকতে ছাড়েননি কঙ্গনা । তাঁরা কী উদ্দেশে কৃষকদের সমর্থন করছেন সেটা জানতে চাওয়ার আবেদন জানিয়েছেন অভিনেত্রী । বলেছেন, "আমি যদি রাজনীতি করি, তাহলে ওরা কী নীতি করছেন ? কেউ সেটা জিজ্ঞাসা করছেন না কেন ?"

দেখে নিন কঙ্গনার ভিডিয়ো..

দেখে নিন ভিডিয়ো..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.