ETV Bharat / sitara

'আপনি মানুষ নন, আপনি দেবতা', কঙ্গনার মুখে কার নাম ? - kangana ranaut respects thalaivi director vijay

এত ভালো মানুষ নাকি আগে দেখেননি কঙ্গনা রানাওয়াত । তাঁর স্বভাব, তাঁর কাজ, তাঁর সংযম দেখে মুগ্ধ অভিনেত্রী । তাঁকে ছাড়ার কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে কঙ্গনার । কে বলুন তো ?

kangana ranaut respects thalaivi director vijay
kangana ranaut respects thalaivi director vijay
author img

By

Published : Mar 9, 2021, 7:21 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় সাধারণত আক্রমণাত্মক রূপেই দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে । সবার বিরুদ্ধে তাঁর রাশি রাশি অভিযোগ । কিন্তু, এহেন কঙ্গনার গলাতেই অন্য সুর । 'থালাইভি'-র পরিচালক বিজয়ের প্রশংসা করে অনেক কথা লিখলেন অভিনেত্রী ।

'থালাইভি'-র শুটিং প্রায় শেষ । বিজয়ের সঙ্গে এতগুলো দিন কাটিয়ে তাঁকে ছাড়ার কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে কঙ্গনার ।

প্রথম বিজয়কে দেখেই কঙ্গনার মনে হয়েছিল যে, এই মানুষটার কাছে যাওয়া দুষ্কর । কিন্তু, কিছুদিন কাটার পর তিনি বুঝতে পারেন যে, বিজয়ের কাছে পৌঁছনোর একটাই উপায়..ভালো অভিনয় । কঙ্গনার শট ভালো হলে বিজয়ের চোখ জ্বলজ্বল করে উঠত । দেখতে পেতেন অভিনেত্রী ।

চা-কফি-মদ-আমিষ-পার্টি কোনও কিছুতেই মন নেই বিজয়ের । কেবল নিষ্ঠার সঙ্গে তাঁর কাজটুকু করে যান পরিচালক । একজন আদ্যোপান্ত ভালো মানুষ বিজয়, দেখে বড় ভালো লাগল কঙ্গনার । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

kangana ranaut respects thalaivi director vijay
সৌজন্যে টুইটার..

মুম্বই : সোশাল মিডিয়ায় সাধারণত আক্রমণাত্মক রূপেই দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে । সবার বিরুদ্ধে তাঁর রাশি রাশি অভিযোগ । কিন্তু, এহেন কঙ্গনার গলাতেই অন্য সুর । 'থালাইভি'-র পরিচালক বিজয়ের প্রশংসা করে অনেক কথা লিখলেন অভিনেত্রী ।

'থালাইভি'-র শুটিং প্রায় শেষ । বিজয়ের সঙ্গে এতগুলো দিন কাটিয়ে তাঁকে ছাড়ার কথা ভাবলেই মন খারাপ হয়ে যাচ্ছে কঙ্গনার ।

প্রথম বিজয়কে দেখেই কঙ্গনার মনে হয়েছিল যে, এই মানুষটার কাছে যাওয়া দুষ্কর । কিন্তু, কিছুদিন কাটার পর তিনি বুঝতে পারেন যে, বিজয়ের কাছে পৌঁছনোর একটাই উপায়..ভালো অভিনয় । কঙ্গনার শট ভালো হলে বিজয়ের চোখ জ্বলজ্বল করে উঠত । দেখতে পেতেন অভিনেত্রী ।

চা-কফি-মদ-আমিষ-পার্টি কোনও কিছুতেই মন নেই বিজয়ের । কেবল নিষ্ঠার সঙ্গে তাঁর কাজটুকু করে যান পরিচালক । একজন আদ্যোপান্ত ভালো মানুষ বিজয়, দেখে বড় ভালো লাগল কঙ্গনার । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

kangana ranaut respects thalaivi director vijay
সৌজন্যে টুইটার..
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.