ETV Bharat / sitara

আক্রমণ জারি, আক্রান্ত নিশ্চুপ - কঙ্গনা রানাওয়াতের খবর

ফের একবার কৃষক আন্দোলন প্রসঙ্গে দিলজিৎ দোসাঞ্জ এবং প্রিয়াঙ্কা চোপড়াকে কটাক্ষ কঙ্গনা রানাওয়াতের ।

kangana ranaut to priyanka chopra
kangana ranaut to priyanka chopra
author img

By

Published : Jan 26, 2021, 4:47 PM IST

মুম্বই : সাধারণতন্ত্র দিবসে কৃষক আন্দোলন জোরালো রূপ ধারণ করেছে । সরকার আর কৃষকের মধ্যে সংঘর্ষ চলছে অবিরাম । আর এদিকে সোশাল মিডিয়ায় কঙ্গনার আক্রমণও চলছে লাগাতার । ফের একবার তাঁর নিশানায় দিলজিৎ আর প্রিয়াঙ্কা ।

কঙ্গনা একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । এক আন্দোলনকারী খালিস্তানি পতাকা পোঁতার চেষ্টা চালাচ্ছেন সেই ছবিতে । কঙ্গনার বক্তব্য় যে, পুরো পৃথিবীর সামনে ভারতকে এভাবে হাস্যকর করে তোলাই উদ্দেশ্য ছিল দিলজিৎ আর প্রিয়াঙ্কার ।

তিনি লিখেছেন, "দিলজিৎ আর প্রিয়াঙ্কা, তোমাদের এটার জবাবদিহি করতেই হবে । পুরো দুনিয়া এখন আমাদের দেখে হাসছে । এটাই তো চেয়েছিলে তোমরা । কনগ্র্যাচুলেশনস ।"

প্রসঙ্গত, কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন দিলজিৎ আর প্রিয়াঙ্কা । দিলজিৎ তো কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য আর্থিক সাহায্যও করেছেন । আর সেই থেকেই কঙ্গনার সঙ্গে তাঁদের বিরোধ ।

মুম্বই : সাধারণতন্ত্র দিবসে কৃষক আন্দোলন জোরালো রূপ ধারণ করেছে । সরকার আর কৃষকের মধ্যে সংঘর্ষ চলছে অবিরাম । আর এদিকে সোশাল মিডিয়ায় কঙ্গনার আক্রমণও চলছে লাগাতার । ফের একবার তাঁর নিশানায় দিলজিৎ আর প্রিয়াঙ্কা ।

কঙ্গনা একটি ছবি শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় । এক আন্দোলনকারী খালিস্তানি পতাকা পোঁতার চেষ্টা চালাচ্ছেন সেই ছবিতে । কঙ্গনার বক্তব্য় যে, পুরো পৃথিবীর সামনে ভারতকে এভাবে হাস্যকর করে তোলাই উদ্দেশ্য ছিল দিলজিৎ আর প্রিয়াঙ্কার ।

তিনি লিখেছেন, "দিলজিৎ আর প্রিয়াঙ্কা, তোমাদের এটার জবাবদিহি করতেই হবে । পুরো দুনিয়া এখন আমাদের দেখে হাসছে । এটাই তো চেয়েছিলে তোমরা । কনগ্র্যাচুলেশনস ।"

প্রসঙ্গত, কৃষক আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন দিলজিৎ আর প্রিয়াঙ্কা । দিলজিৎ তো কৃষকদের শীতবস্ত্র কেনার জন্য আর্থিক সাহায্যও করেছেন । আর সেই থেকেই কঙ্গনার সঙ্গে তাঁদের বিরোধ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.