ETV Bharat / sitara

কঙ্গনা বিষাক্ত, বিস্ফোরক মন্তব্য স্বরার - স্বরা ভাস্করের খবর

কঙ্গনা রানাওয়াতের পাশে ইন্ডাস্ট্রির খুব বেশি সংখ্যক মানুষ নেই আজ । আর স্বরা ভাস্করের সঙ্গে কঙ্গনার সম্পর্ক অনেকদিনই খারাপ । তাই কোনও রাখঢাক না করেই স্বরা বললেন, "কঙ্গনা বিষাক্ত" ।

Swara Bhaskar calls kangana poisonous
Swara Bhaskar calls kangana poisonous
author img

By

Published : Dec 5, 2020, 12:36 PM IST

Updated : Dec 5, 2020, 2:29 PM IST

মুম্বই : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । তবে এখন তাঁর অভিনয়ের থেকে বেশি করে তাঁর টুইট নিয়ে চর্চা চলছে দেশজুড়ে । এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন স্বরা ভাস্কর ।

স্বরা নিজেও স্পষ্টবক্তা । তবে তিনি সবসময় যুক্তি দিয়ে এবং একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখে কারও ব্যাপারে মন্তব্য করেন । তাছাড়া স্বরাকে প্রশ্ন না করলে তিনি সাধারণত নিজের মত প্রকাশ করেন না । সম্প্রতি কঙ্গনার সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন করা হল তাঁকে ।

স্বরা বললেন, "কঙ্গনার মন্তব্যগুলো নৃশংস । কঙ্গনার বলা কাল্পনিক গল্পগুলো আস্তে আস্তে বিষাক্ত হয়ে উঠছে । ওর যাবতীয় পোস্ট হয় ইতিহাস নিয়ে কিংবা কোনও সাম্প্রতিক ঘটনা নিয়ে লেখা । তবে প্রতিটা পোস্টই কোনও বিশেষ উদ্দেশে বানিয়ে লেখা হয়, যার কোনও বাস্তব ভিত্তি থাকে না ।"

স্বরা আরও বলেন, "যেটা আমায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হল, বয়স্ক মানুষদের প্রতি ওর অশ্রদ্ধা । সেটা জয়া বচ্চন হোক বা বিলকিস বানো, শাহিনবাগের বৃদ্ধারা হোক বা মহিন্দর কৌর জী । এটা মেনে নেওয়া যায় না । নিতান্ত অসভ্য ও বিকৃত ভাবনা ।"

কোনও রাখঢাক না করেই কঙ্গনার বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন স্বরা । দিলজিৎ, তাপসী পান্নু, রিচা চড্ডার মতো অভিনেতা-অভিনেত্রীদের সৎসাহস দেখে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন ভাস্কর ।

মুম্বই : অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । তবে এখন তাঁর অভিনয়ের থেকে বেশি করে তাঁর টুইট নিয়ে চর্চা চলছে দেশজুড়ে । এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন স্বরা ভাস্কর ।

স্বরা নিজেও স্পষ্টবক্তা । তবে তিনি সবসময় যুক্তি দিয়ে এবং একটা সম্মানজনক দূরত্ব বজায় রেখে কারও ব্যাপারে মন্তব্য করেন । তাছাড়া স্বরাকে প্রশ্ন না করলে তিনি সাধারণত নিজের মত প্রকাশ করেন না । সম্প্রতি কঙ্গনার সোশাল মিডিয়া অ্যাক্টিভিটি নিয়ে প্রশ্ন করা হল তাঁকে ।

স্বরা বললেন, "কঙ্গনার মন্তব্যগুলো নৃশংস । কঙ্গনার বলা কাল্পনিক গল্পগুলো আস্তে আস্তে বিষাক্ত হয়ে উঠছে । ওর যাবতীয় পোস্ট হয় ইতিহাস নিয়ে কিংবা কোনও সাম্প্রতিক ঘটনা নিয়ে লেখা । তবে প্রতিটা পোস্টই কোনও বিশেষ উদ্দেশে বানিয়ে লেখা হয়, যার কোনও বাস্তব ভিত্তি থাকে না ।"

স্বরা আরও বলেন, "যেটা আমায় সবচেয়ে বেশি ভাবাচ্ছে সেটা হল, বয়স্ক মানুষদের প্রতি ওর অশ্রদ্ধা । সেটা জয়া বচ্চন হোক বা বিলকিস বানো, শাহিনবাগের বৃদ্ধারা হোক বা মহিন্দর কৌর জী । এটা মেনে নেওয়া যায় না । নিতান্ত অসভ্য ও বিকৃত ভাবনা ।"

কোনও রাখঢাক না করেই কঙ্গনার বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিয়েছেন স্বরা । দিলজিৎ, তাপসী পান্নু, রিচা চড্ডার মতো অভিনেতা-অভিনেত্রীদের সৎসাহস দেখে তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন ভাস্কর ।

Last Updated : Dec 5, 2020, 2:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.