মুম্বই : সম্প্রতি জয়া বচ্চনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত । তা নিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন উর্মিলা মাতন্ডকর । আর তারপর উর্মিলাকে 'সফট পর্নস্টার' বলে পালটা কটাক্ষ করেন তিনি । যদিও এই নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হতেই সাফাই দিলেন কঙ্গনা ।
আজ টুইটারে কঙ্গনা লেখেন, "সানি লিওন কখনও আমাদের রোল মডেল হতে পারে না । এমন একটি মন্তব্য করে উদারবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল এক নামী লেখককে । সানিকে গোটা দেশ ও ইন্ডাস্ট্রি একজন শিল্পী হিসেবে গ্রহণ করেছে । কিন্তু, এখন নকল নারীবাদীরা পর্ন তারকাদের নিচ হিসেবে দেখে ।"
-
Liberal brigade once virtually lynched a renowned writer in to silence for saying people like Sunny Leone should not be our role models, Sunny is accepted by the industry and entire India as an artist, suddenly fake feminists equating being a porn star to something derogatory 🙂
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Liberal brigade once virtually lynched a renowned writer in to silence for saying people like Sunny Leone should not be our role models, Sunny is accepted by the industry and entire India as an artist, suddenly fake feminists equating being a porn star to something derogatory 🙂
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020Liberal brigade once virtually lynched a renowned writer in to silence for saying people like Sunny Leone should not be our role models, Sunny is accepted by the industry and entire India as an artist, suddenly fake feminists equating being a porn star to something derogatory 🙂
— Kangana Ranaut (@KanganaTeam) September 17, 2020
উর্মিলার সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু কয়েকদিন আগেই । সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা । এর প্রেক্ষিতে তাঁকে উর্মিলা বলেছিলেন, "কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত । গোটা দেশ মাদকচক্রের শিকার । কঙ্গনা কি জানেন না, হিমাচলই মাদক ব্যবসার উত্সস্থল ?"
এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, "উর্মিলা তো সফট পর্নস্টার ছিলেন । আর যাই হোক উনি অভিনয় দক্ষতার জন্য কোনওদিনই পরিচিত ছিলেন না । সফট পর্নে অভিনয় করার জন্যই তিনি বিখ্যাত হয়েছেন । সফট পর্ন করার পরও যদি তিনি নির্বাচনে টিকিট পেতে পারেন তাহলে আমিই বা কেন পাব না ?"
আরও পড়ুন : "উর্মিলা সফট পর্নস্টার হয়ে ভোটের টিকিট পেতে পারে, আমি পারব না ?"
এদিকে উর্মিলার এই অপমান মেনে নিতে পারেননি বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা । তাঁর পাশে দাঁড়ান স্বরা ভাস্কর থেকে শুরু করে অনুভব সিহনা, ফারহা খান, পূজা ভট্ট সহ আরও অনেকে । এমনকী, এই মন্তব্যের জন্য নেটিজ়েনদের একাংশের আক্রমণের মুখেও পড়েন কঙ্গনা । তারপরই টুইট করে সাফাই দেন তিনি ।