ETV Bharat / sitara

মাতৃদিবসে মা-কে নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা - মাদার্স ডে-তে কঙ্গনা রানাওয়াত

আজ আন্তর্জাতিক মাতৃদিবস । এই বিশেষ দিনে মা-কে নিয়ে কবিতা লিখলেন কঙ্গনা রানাওয়াত ।

kangna ranaut poem to mother
kangna ranaut poem to mother
author img

By

Published : May 10, 2020, 12:17 PM IST

মুম্বই : একটা মাত্র কোষ থেকে পূর্ণ শরীর হয়ে ওঠার পিছনে আমাদের মায়েদের কতটা অবদান থাকে, কতটা যন্ত্রণা, কতটা রক্তপাত থাকে, সেটা নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা ।

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মায়ের কোল, মায়ের গন্ধকে মিস করেন কঙ্গনা । সুন্দর লেখনীতে মনের ভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী ।

kangna ranaut poem to mother
মায়ের সঙ্গে..

ক্যাপশনে লিখেছেন, "সবাই বলে, মুখে কিছু না বললেও মা নাকি সব বুঝে ফেলে । তবে আজ সেই কথা বলে ফেলা যাক । আমাদের হৃদয়ে কী আছে, সেটা প্রকাশ করে আজকের দিনটাকে মায়েদের কাছে স্পেশাল করে তোলা যাক..."

শুনে নিন কঙ্গনার সেই কবিতা...

মুম্বই : একটা মাত্র কোষ থেকে পূর্ণ শরীর হয়ে ওঠার পিছনে আমাদের মায়েদের কতটা অবদান থাকে, কতটা যন্ত্রণা, কতটা রক্তপাত থাকে, সেটা নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা ।

পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মায়ের কোল, মায়ের গন্ধকে মিস করেন কঙ্গনা । সুন্দর লেখনীতে মনের ভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী ।

kangna ranaut poem to mother
মায়ের সঙ্গে..

ক্যাপশনে লিখেছেন, "সবাই বলে, মুখে কিছু না বললেও মা নাকি সব বুঝে ফেলে । তবে আজ সেই কথা বলে ফেলা যাক । আমাদের হৃদয়ে কী আছে, সেটা প্রকাশ করে আজকের দিনটাকে মায়েদের কাছে স্পেশাল করে তোলা যাক..."

শুনে নিন কঙ্গনার সেই কবিতা...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.