ETV Bharat / sitara

মোদির জয়কে চা-পাকোড়া দিয়ে সেলিব্রেট করলেন কঙ্গনা - bollywood

বলিউডের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কটা বেশ ভালো। বিপুল পরিমাণে আসনে জিতেছে BJP। সেই শুভেচ্ছায় গতকাল থেকেই সোশাল মিডিয়ায় চলছে শুভেচ্ছা বার্তা। তবে মোদির এই জয়কে একটু আলাদাভাবে পালন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

কঙ্গনা
author img

By

Published : May 24, 2019, 8:59 AM IST

Updated : May 24, 2019, 9:10 AM IST

মুম্বই : ১৭তম লোকসভা নির্বাচনের কাউন্টিং শুরু হতেই NDA জোট এগিয়ে যেতে থাকে। কয়েকঘণ্টার মধ্যেই স্পষ্ট হয় যায় যে এবারও সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন।

কঙ্গনা লেখেন, "মানুষের উচ্ছাঙ্খার জন্য মোদিজি আইডিয়া, ভিশন ও স্ট্রেনথের উপর স্ট্যান্ড নিয়েছেন।...আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, আগামীর স্বপ্ন দেখছি...মোদিজির সঙ্গে আমরা একটা দেশ হিসেবে তৈরি হচ্ছি।" পাশাপাশি তিনি আরও জানান যে BJP-র এই জয়কে পরিবারের সঙ্গে সেলিব্রেট করছেন।

কঙ্গনার বোন রঙ্গোলিও টুইট করেন। তিনি জানান, চা ও পাকোড়ার সঙ্গে মোদির জয় তাঁরা সেলিব্রেট করছেন।

কঙ্গনা এখন ব্যস্ত 'মেন্টার হ্যায় ক্যায়া' ও 'পাঙ্গা' ছবির কাজ নিয়ে। তাঁর শেষ ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি' বক্স অফিসে ভালোই হিট করেছিল।

মুম্বই : ১৭তম লোকসভা নির্বাচনের কাউন্টিং শুরু হতেই NDA জোট এগিয়ে যেতে থাকে। কয়েকঘণ্টার মধ্যেই স্পষ্ট হয় যায় যে এবারও সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন।

কঙ্গনা লেখেন, "মানুষের উচ্ছাঙ্খার জন্য মোদিজি আইডিয়া, ভিশন ও স্ট্রেনথের উপর স্ট্যান্ড নিয়েছেন।...আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, আগামীর স্বপ্ন দেখছি...মোদিজির সঙ্গে আমরা একটা দেশ হিসেবে তৈরি হচ্ছি।" পাশাপাশি তিনি আরও জানান যে BJP-র এই জয়কে পরিবারের সঙ্গে সেলিব্রেট করছেন।

কঙ্গনার বোন রঙ্গোলিও টুইট করেন। তিনি জানান, চা ও পাকোড়ার সঙ্গে মোদির জয় তাঁরা সেলিব্রেট করছেন।

কঙ্গনা এখন ব্যস্ত 'মেন্টার হ্যায় ক্যায়া' ও 'পাঙ্গা' ছবির কাজ নিয়ে। তাঁর শেষ ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি' বক্স অফিসে ভালোই হিট করেছিল।

Intro:Body:

মোদির জয়কে চা-পাকোড়া দিয়ে সেলিব্রেট করলেন কঙ্গনা



বলিউডের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কটা বেশ ভালো। বিপুল পরিমাণে আসনে জিতেছে BJP। সেই শুভেচ্ছায় গতকাল থেকেই সোশাল মিডিয়ায় চলছে শুভেচ্ছা বার্তা। তবে মোদির এই জয়কে একটু আলাদাভাবে পালন করছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।



মুম্বই : ১৭তম লোকসভা নির্বাচনের কাউন্টিং শুরু হতেই NDA জোট এগিয়ে যেতে থাকে। কয়েকঘণ্টার মধ্যেই স্পষ্ট হয় যায় যে এবারও সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন।



কঙ্গনা লেখেন, "মানুষের উচ্ছাঙ্খার জন্য মোদিজি আইডিয়া, ভিশন ও স্ট্রেনথের উপর স্ট্যান্ড নিয়েছেন।...আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, আগামীর স্বপ্ন দেখছি...মোদিজির সঙ্গে আমরা একটা দেশ হিসেবে তৈরি হচ্ছি।" পাশাপাশি তিনি আরও জানান যে BJP-র এই জয়কে পরিবারের সঙ্গে সেলিব্রেট করছেন।



কঙ্গনার বোন রঙ্গোলিও টুইট করেন। তিনি জানান, চা ও পাকোড়ার সঙ্গে মোদির জয় তাঁরা সেলিব্রেট করছেন।



কঙ্গনা এখন ব্যস্ত 'মেন্টার হ্যায় ক্যায়া' ও 'পাঙ্গা' ছবির কাজ নিয়ে। তাঁর শেষ ছবি 'মনিকর্নিকা-দা কুইন অফ ঝাঁসি' বক্স অফিসে ভালোই হিট করেছিল।


Conclusion:
Last Updated : May 24, 2019, 9:10 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.