ETV Bharat / sitara

রান্না করেন না কাজল, তবে অজয়কে রান্নার জন্য খোঁচাতে থাকেন

নিজে রান্না করেন না কাজল । তবে পুরো দিন অজয় দেবগনকে রান্না করার জন্য খোঁচাতে থাকেন । সম্প্রতি সোশাল মিডিয়া চ্য়াটে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে প্রকাশ করলেন কাজল ।

kajol latest news
kajol latest news
author img

By

Published : May 3, 2020, 7:19 PM IST

মুম্বই : সেলেব্রিটিরা এখন সোশাল মিডিয়ার মাধ্য়মেই ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলছেন । টুইটার বা ইনস্টাগ্রামই এখন তাঁদের জানলা হয়ে উঠেছে । সম্প্রতি কাজল টুইটারের মাধ্য়মে একটি প্রশ্নোত্তর পর্ব খেললেন ফ্যানেদের সঙ্গে । সেখানে সকলের করা প্রশ্নের উত্তর দিলেন কাজল ।

এক ফ্যান অভিনেত্রীকে প্রশ্ন করেন, "এখন কি আপনি রান্না করছেন ? সময় কাটাতে আপনি আর অজয় দেবগন কী করছেন ?"

উত্তরে কাজল বলেন, "আমি রান্না করি না । তবে আমি খেতে ভালোবাসি । সারাদিন নিজের ভালোলাগার কাজ করে আর একটু ওয়ার্কআউট করে সময় কাটছে আমার ।"

  • Reiterating I don’t cook ! But I do like to eat. Just spend time doing things that u love and work out every day https://t.co/PLL2b3EdDR

    — Kajol (@itsKajolD) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এক ফ্যান প্রশ্ন করেন, "এই লকডাউনে অজয় দেবগন কতবার রান্না করেছেন আপনার জন্য ?"

এরও উত্তর দেন কাজল । বলেন, "আমি ওকে সারাদিন ধরে খোঁচাই রান্না করার জন্য । তবে এখনও অবধি ও রান্নাঘরে ঢোকেনি ।"

  • I keep telling Ajay to cook for me but so far he hasn’t been inspired to go into the kitchen! ;) https://t.co/wscOeeaF7K

    — Kajol (@itsKajolD) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুকটাক প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ফ্যানেরা অজয়-কাজলের অন্দরমহলের একটা ঝলক পেলেন ।

মুম্বই : সেলেব্রিটিরা এখন সোশাল মিডিয়ার মাধ্য়মেই ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলছেন । টুইটার বা ইনস্টাগ্রামই এখন তাঁদের জানলা হয়ে উঠেছে । সম্প্রতি কাজল টুইটারের মাধ্য়মে একটি প্রশ্নোত্তর পর্ব খেললেন ফ্যানেদের সঙ্গে । সেখানে সকলের করা প্রশ্নের উত্তর দিলেন কাজল ।

এক ফ্যান অভিনেত্রীকে প্রশ্ন করেন, "এখন কি আপনি রান্না করছেন ? সময় কাটাতে আপনি আর অজয় দেবগন কী করছেন ?"

উত্তরে কাজল বলেন, "আমি রান্না করি না । তবে আমি খেতে ভালোবাসি । সারাদিন নিজের ভালোলাগার কাজ করে আর একটু ওয়ার্কআউট করে সময় কাটছে আমার ।"

  • Reiterating I don’t cook ! But I do like to eat. Just spend time doing things that u love and work out every day https://t.co/PLL2b3EdDR

    — Kajol (@itsKajolD) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপর এক ফ্যান প্রশ্ন করেন, "এই লকডাউনে অজয় দেবগন কতবার রান্না করেছেন আপনার জন্য ?"

এরও উত্তর দেন কাজল । বলেন, "আমি ওকে সারাদিন ধরে খোঁচাই রান্না করার জন্য । তবে এখনও অবধি ও রান্নাঘরে ঢোকেনি ।"

  • I keep telling Ajay to cook for me but so far he hasn’t been inspired to go into the kitchen! ;) https://t.co/wscOeeaF7K

    — Kajol (@itsKajolD) May 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুকটাক প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ফ্যানেরা অজয়-কাজলের অন্দরমহলের একটা ঝলক পেলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.