ETV Bharat / sitara

কাজলের নতুন বন্ধু - Kajol friend at home

লকডাউনের মধ্যে একটা মূর্তির সঙ্গে বন্ধুত্ব হয় কাজলের । সম্প্রতি তার ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Jul 1, 2020, 9:49 PM IST

মুম্বই : কোরোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । ওই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় শুটিং । বাড়ি থেকে বের হচ্ছিলেন না কেউই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । একই অবস্থা ছিল কাজলের ।

লকডাউনটা বাড়িতেই কাটিয়েছেন তিনি । ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজই করছিলেন তিনি । আর সেই সময় বাড়ির মধ্যেই খুঁজে পেয়েছেন নতুন বন্ধুকে । তার একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কাজল ।

আসলে লকডাউনের মধ্যে একটা মূর্তির সঙ্গে বন্ধুত্ব হয় কাজলের । তার ছবিও পোস্ট করেন তিনি । সেখানে টেবিলের মধ্যে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা গিয়েছে মূর্তিটিকে । আর তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী । যেন মূর্তির সঙ্গে কত কথা বলছেন তিনি ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "কোয়ারানটিনের 100 দিন : বাড়ির মধ্যে নতুন বন্ধু তৈরি করলাম ।"

ডিজিটালে ডেবিউ করতে চলেছেন কাজল । 'ত্রিভাঙ্গা' ছবিতে অভিনয় করবেন তিনি । সেটি পরিচালনা করছেন রেণুকা সাহানে । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিথিলা পালকর, তানভি আজ়মি ও কুণাল রয় কাপুর । নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : কোরোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে জারি করা হয় লকডাউন । ওই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হয় শুটিং । বাড়ি থেকে বের হচ্ছিলেন না কেউই । হোম কোয়ারানটিনে ছিলেন তারকারা । একই অবস্থা ছিল কাজলের ।

লকডাউনটা বাড়িতেই কাটিয়েছেন তিনি । ওই সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে । হাতে কোনও কাজ না থাকায় বাড়ির কাজই করছিলেন তিনি । আর সেই সময় বাড়ির মধ্যেই খুঁজে পেয়েছেন নতুন বন্ধুকে । তার একটি ছবি সম্প্রতি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কাজল ।

আসলে লকডাউনের মধ্যে একটা মূর্তির সঙ্গে বন্ধুত্ব হয় কাজলের । তার ছবিও পোস্ট করেন তিনি । সেখানে টেবিলের মধ্যে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা গিয়েছে মূর্তিটিকে । আর তার সামনে ঝুঁকে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী । যেন মূর্তির সঙ্গে কত কথা বলছেন তিনি ।

এই ছবির ক্যাপশনে লেখেন, "কোয়ারানটিনের 100 দিন : বাড়ির মধ্যে নতুন বন্ধু তৈরি করলাম ।"

ডিজিটালে ডেবিউ করতে চলেছেন কাজল । 'ত্রিভাঙ্গা' ছবিতে অভিনয় করবেন তিনি । সেটি পরিচালনা করছেন রেণুকা সাহানে । ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিথিলা পালকর, তানভি আজ়মি ও কুণাল রয় কাপুর । নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.