ETV Bharat / sitara

রাতারাতি কীভাবে শাড়ি পরা শিখেছিল 'কাহানি'-র বিদ্যা ? যা বললেন সুজয়

ছবির একটি দৃশ্যে ঘরের মধ্যে বিদ্যা বাগচিকে শাড়ি পরতে দেখা গিয়েছিল । যদিও শাড়ি পরতে পারছিলেন না তিনি । কিন্তু, ক্লাইম্যাক্সেই তাঁকে লাল পাড় সাদা শাড়ি পরে রাস্তায় হাঁটতে দেখা যায় । যা নিয়ে প্রশ্ন তুলেছেন এক ফ্যান । এর উত্তরে সুজয় লেখেন, "যদি তিনি মঙ্গলে রকেট পাঠাতে পারেন তাহলে তাঁর কাছে রাতারাতি শাড়ি পরতে শেখা কোনও ব্যাপার নয় !"

dfg
dgf
author img

By

Published : Apr 28, 2020, 2:42 PM IST

মুম্বই : পরিচালক সুজয় ঘোষের 'কাহানি' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন । তাঁর চরিত্রর নাম ছিল বিদ্যা বাগচি । যদিও সিনেমায় তাঁর শাড়ি পরার দৃশ্য নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে দর্শকদের মনে । আর সেই দৃশ্য নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় একজন প্রশ্ন করেছিলেন সুজয় ঘোষকে । মজার ছলে সেই উত্তর দেন সুজয় ।

ছবির একটি দৃশ্যে ঘরের মধ্যে বিদ্যা বাগচিকে শাড়ি পরতে দেখা গিয়েছিল । যদিও শাড়ি পরতে পারছিলেন না তিনি । খুবই সমস্যা হচ্ছিল । কিন্তু, ক্লাইম্যাক্সেই তাঁকে লাল পাড় সাদা শাড়ি পরে রাস্তায় হাঁটতে দেখা যায় । যা নিয়ে প্রশ্ন তুলেছেন এক ফ্যান ।

টুইটারে তিনি লেখেন, "কাহানি দেখার সময় একটি দৃশ্যে বিদ্যা বাগচি শাড়ি পরতে পারছিলেন না । তাঁর সমস্যা হচ্ছিল । কিন্তু, ক্লাইম্যাক্সেই তাঁকে শাড়ি পরতে দেখা যায় । কীভাবে ?"

মজা করে এর উত্তরে সুজয় লেখেন, "যদি তিনি মঙ্গলে রকেট পাঠাতে পারেন তাহলে তাঁর কাছে রাতারাতি শাড়ি পরতে শেখা কোনও ব্যাপার নয় !" এই টুইটে 'মিশন মঙ্গল' ছবির উদাহরণ টেনে আনেন সুজয় । ISRO-র মঙ্গলযান পাঠানোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল ছবিটি । সেখানে তাপসী পান্নু, অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, কৃতি কুলহারি, শরমন জোশির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বিদ্যা ।

আর 'কাহানি' ছবিতে বিদ্যা বাগচির চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন । ছবিতে স্বামীর খোঁজে কলকাতায় আসেন তিনি । সেখানে থানায় তাঁর সঙ্গে পরিচয় হয় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে । এছাড়াও ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজয় । এর মধ্যে কীভাবে তাঁর সময় কাটছে সবই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি । কখনও কী সিনেমা দেখছেন সেটা লিখছেন । আবার কখনও প্রকৃতির ছবি তুলে পোস্ট করছেন ।

মুম্বই : পরিচালক সুজয় ঘোষের 'কাহানি' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন । তাঁর চরিত্রর নাম ছিল বিদ্যা বাগচি । যদিও সিনেমায় তাঁর শাড়ি পরার দৃশ্য নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে দর্শকদের মনে । আর সেই দৃশ্য নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় একজন প্রশ্ন করেছিলেন সুজয় ঘোষকে । মজার ছলে সেই উত্তর দেন সুজয় ।

ছবির একটি দৃশ্যে ঘরের মধ্যে বিদ্যা বাগচিকে শাড়ি পরতে দেখা গিয়েছিল । যদিও শাড়ি পরতে পারছিলেন না তিনি । খুবই সমস্যা হচ্ছিল । কিন্তু, ক্লাইম্যাক্সেই তাঁকে লাল পাড় সাদা শাড়ি পরে রাস্তায় হাঁটতে দেখা যায় । যা নিয়ে প্রশ্ন তুলেছেন এক ফ্যান ।

টুইটারে তিনি লেখেন, "কাহানি দেখার সময় একটি দৃশ্যে বিদ্যা বাগচি শাড়ি পরতে পারছিলেন না । তাঁর সমস্যা হচ্ছিল । কিন্তু, ক্লাইম্যাক্সেই তাঁকে শাড়ি পরতে দেখা যায় । কীভাবে ?"

মজা করে এর উত্তরে সুজয় লেখেন, "যদি তিনি মঙ্গলে রকেট পাঠাতে পারেন তাহলে তাঁর কাছে রাতারাতি শাড়ি পরতে শেখা কোনও ব্যাপার নয় !" এই টুইটে 'মিশন মঙ্গল' ছবির উদাহরণ টেনে আনেন সুজয় । ISRO-র মঙ্গলযান পাঠানোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল ছবিটি । সেখানে তাপসী পান্নু, অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, কৃতি কুলহারি, শরমন জোশির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বিদ্যা ।

আর 'কাহানি' ছবিতে বিদ্যা বাগচির চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালন । ছবিতে স্বামীর খোঁজে কলকাতায় আসেন তিনি । সেখানে থানায় তাঁর সঙ্গে পরিচয় হয় পরমব্রত চ্যাটার্জির সঙ্গে । এছাড়াও ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ।

লকডাউনের মধ্যে সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় সুজয় । এর মধ্যে কীভাবে তাঁর সময় কাটছে সবই ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তিনি । কখনও কী সিনেমা দেখছেন সেটা লিখছেন । আবার কখনও প্রকৃতির ছবি তুলে পোস্ট করছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.