ETV Bharat / sitara

এই কঠিন সময়ে বনরাজ ভাটিয়াকে সাহায্য করুন : কবির বেদী - Kabir Bedi urges people to donate for Vanraj Bhatia

রবিবার পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করেন অভিনেতা কবির বেদী । তারপরই টুইট করে সকলকে তাঁকে সাহায্য করার জন্য আহ্বান জানান তিনি ।

কবির বেদী
author img

By

Published : Sep 17, 2019, 1:02 PM IST

মুম্বই : পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার জন্য সবাইকে অনুদানের অনুরোধ করলেন অভিনেতা কবির বেদী । কিছুদিন আগেই বনরাজ জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টে এক টাকাও নেই ।

কবির গতকাল টুইট করে জানান, 92 বছর বয়সি জাতীয় পুরস্কার প্রাপ্ত বনরাজের সঙ্গে দেখা করেন তিনি ।

কবির লেখেন, "আমি গতকাল বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করি । তিনি বরাবরের মতো প্রফুল্ল । কিন্তু হ্যাঁ, এই কঠিন সময়ে সব বন্ধুদের উচিত তাঁকে সাহায্য করা । গিরিশ কর্নাদের নাটক অগ্নি মতু মালে (দা ফায়ার অ্যান্ড দা ওয়াটার)-র উপর তিনি নিজেই একটি অপেরা তৈরি করেছিলেন । এবং তিনি এখন 92 ।"

  • I visited #VanrajBhatia yesterday. He is lively and spirited as ever. But, yes, ALL friends should help him at this difficult time. On his own, he has composed an opera on Girish Karnad’s play “Agni Matu Male” (The Fire and the Water). And he’s 92! https://t.co/rFAjqKsFdL

    — KABIR BEDI (@iKabirBedi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1988 সালে গোবিন্দ নিহালানির 'তামাস'-র সংগীত পরিচালনা করে সেরা মিউজ়িকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভাটিয়া । 2012 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ।

ভাটিয়ার ডিস্কোগ্রাফির অন্তর্গত ছবিগুলির মধ্যে রয়েছে কুন্দন সাহার 'জানে ভি দো ইয়ারো', অপর্ণা সেনের '৩৬ চৌরঙ্গি লেন', প্রকাশ ঝার 'হিপ হিপ হুররে' ।

আরও পড়ুন : "আমার কাছে এক টাকাও নেই", বললেন পদ্মশ্রী বনরাজ ভাটিয়া

1974-র 'অঙ্কুর' থেকে শুরু করে 1996-র 'সরদারি বেগম' পর্যন্ত শ্যাম বেনেগলের সঙ্গে কাজ করেছেন বনরাজ । এই জুটির কয়েকটি জনপ্রিয় প্রোজেক্টে রয়েছে 'মন্থন', 'ভূমিকা', 'জুনুন', 'কলিযুগ', 'মান্ডি', 'ত্রিকাল' ও 'সূরজ কা সাতওয়া ঘোড়া' ।

1989-এ সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও পান তিনি । ভাটিয়া লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ মিউজ়িক থেকে ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজ়ক শেখেন ।

মুম্বই : পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার জন্য সবাইকে অনুদানের অনুরোধ করলেন অভিনেতা কবির বেদী । কিছুদিন আগেই বনরাজ জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টে এক টাকাও নেই ।

কবির গতকাল টুইট করে জানান, 92 বছর বয়সি জাতীয় পুরস্কার প্রাপ্ত বনরাজের সঙ্গে দেখা করেন তিনি ।

কবির লেখেন, "আমি গতকাল বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করি । তিনি বরাবরের মতো প্রফুল্ল । কিন্তু হ্যাঁ, এই কঠিন সময়ে সব বন্ধুদের উচিত তাঁকে সাহায্য করা । গিরিশ কর্নাদের নাটক অগ্নি মতু মালে (দা ফায়ার অ্যান্ড দা ওয়াটার)-র উপর তিনি নিজেই একটি অপেরা তৈরি করেছিলেন । এবং তিনি এখন 92 ।"

  • I visited #VanrajBhatia yesterday. He is lively and spirited as ever. But, yes, ALL friends should help him at this difficult time. On his own, he has composed an opera on Girish Karnad’s play “Agni Matu Male” (The Fire and the Water). And he’s 92! https://t.co/rFAjqKsFdL

    — KABIR BEDI (@iKabirBedi) September 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

1988 সালে গোবিন্দ নিহালানির 'তামাস'-র সংগীত পরিচালনা করে সেরা মিউজ়িকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভাটিয়া । 2012 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ।

ভাটিয়ার ডিস্কোগ্রাফির অন্তর্গত ছবিগুলির মধ্যে রয়েছে কুন্দন সাহার 'জানে ভি দো ইয়ারো', অপর্ণা সেনের '৩৬ চৌরঙ্গি লেন', প্রকাশ ঝার 'হিপ হিপ হুররে' ।

আরও পড়ুন : "আমার কাছে এক টাকাও নেই", বললেন পদ্মশ্রী বনরাজ ভাটিয়া

1974-র 'অঙ্কুর' থেকে শুরু করে 1996-র 'সরদারি বেগম' পর্যন্ত শ্যাম বেনেগলের সঙ্গে কাজ করেছেন বনরাজ । এই জুটির কয়েকটি জনপ্রিয় প্রোজেক্টে রয়েছে 'মন্থন', 'ভূমিকা', 'জুনুন', 'কলিযুগ', 'মান্ডি', 'ত্রিকাল' ও 'সূরজ কা সাতওয়া ঘোড়া' ।

1989-এ সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও পান তিনি । ভাটিয়া লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ মিউজ়িক থেকে ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজ়ক শেখেন ।

Intro:Body:

Kabir Bedi


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.