মুম্বই : পঙ্কজ ত্রিপাঠীর ঝুলিতে একের পর এক ইন্টারেস্টিং যুক্ত হচ্ছে । কখনও তিনি নৃশংস গ্যাংস্টার, কখনও তিনি স্নেহশীল বাবা, কখনও তিনি আত্মবিশ্বাসের অভাবে ভোগা আইনজীবী আবার কখনও তিনি এক জীবিত মৃত । 'কাগজ' ছবিতে পঙ্কজ এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যে বেঁচে থাকলেও আইনের চোখে তাকে মৃত ঘোষণা করা হয়েছে ।
পঙ্কজ অভিনীত এই চরিত্রের নাম ভারত । জীবন-মরণের মাঝে এক অদ্ভুত জীবন ভারতের । নিজের শ্রাদ্ধে সে নিজেই যোগদান করে, জীবিত থাকার প্রমাণপত্র যোগাড় করতে সে আদালত, রাজনৈতিক দল, গ্রামের মোড়ল সকলের দ্বারস্থ হয় ।
সতীশ কৌশিক পরিচালিত এই ছবির ব্যাপারে অভিনেতা বলেন, "'কাগজ' ছবিটি দক্ষ হাতে লেখা একটি সত্যি ঘটনা । সাধারণ মানুষের আইডেন্টিটি ক্রাইসিসকে বেশ একটা মজার মোড়কে তুলে ধরা হয়েছে এখানে । সম্প্রতি আমি যে ধরনের কাজ করেছি, তার থেকে অনেকটাই আলাদা এই প্রজেক্ট ।"
আজই মুক্তি পেয়েছে 'কাগজ'-এর ট্রেলার । পঙ্কজ ছাড়াও এই ছবিতে রয়েছেন মোনাল গজ্জর, অমর উপাধ্যায়, সতীশ কৌশিকের মতো অভিনেতারাও । 2021 সালের 7 জানুয়ারি জ়ি ফাইভে মুক্তি পাবে 'কাগজ' । দেখে নিন ট্রেলার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">