মুম্বই : কোরোনা সংক্রমণ ঠেকাতে জারি হয়েছিল লকডাউন । আর সেই সময় বন্ধ ছিল কারখানা, অফিস । এছাড়া, রাস্তায় গাড়ি চলছিল না বললেই চলে । প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছিলেন না কেউই । আর সেই কারণে বাতাস ছিল একেবারেই পরিষ্কার । বায়ু দূষণের মাত্রাও ছিল কম । কিন্তু, এখন ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন সবাই । ফের বাতাসের মধ্যে বাড়ছে বায়ু দূষণের মাত্রা । যা দেখে রীতিমতো হতাশ জুহি চাওলা ।
সম্প্রতি টুইটারে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন জুহি । সেখানে মুম্বই শহরের মেঘলা আকাশের ছবি তুলে ধরা হয়েছে । এরপর আজ টুইট করে তিনি লেখেন, "মুম্বইয়ের বাতাসের কি হয়েছে ?? আমি আমার বাড়ির বারান্দায় হাঁটছিলাম...আর নিশ্বাসের সময় শুধুমাত্র ধুলো আমার নাকের মধ্যে ঢুকছিল...শুধুমাত্র ধুলো । লকডাউন হয়তো এর থেকে খারাপ ছিল না, মনে আছে সেই সময় বাতাস পুরোপুরি পরিষ্কা ছিল ।"
-
What has happened to the air in Mumbai ..?? I tried to walk in my balcony... and I felt like I was inhaling dust... only dust 🥺Maybe the lockdown wasn’t so bad after all, I remember the air being so blissfully clear 😇🤩🤩
— Juhi Chawla (@iam_juhi) January 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What has happened to the air in Mumbai ..?? I tried to walk in my balcony... and I felt like I was inhaling dust... only dust 🥺Maybe the lockdown wasn’t so bad after all, I remember the air being so blissfully clear 😇🤩🤩
— Juhi Chawla (@iam_juhi) January 12, 2021What has happened to the air in Mumbai ..?? I tried to walk in my balcony... and I felt like I was inhaling dust... only dust 🥺Maybe the lockdown wasn’t so bad after all, I remember the air being so blissfully clear 😇🤩🤩
— Juhi Chawla (@iam_juhi) January 12, 2021
এই পোস্ট করার সঙ্গে সঙ্গেই সেখানে কমেন্ট করতে শুরু করেন নেটিজ়েনরা । অনেকই জুহিকে সমর্থন জানিয়েছেন । কয়েকজন আবার তাঁর সমালোচনায় সরব হন ।
-
There is no clean air in Mumbai, just a lousy heavy dusty smog!!! pic.twitter.com/a9MM1qWIFT
— Juhi Chawla (@iam_juhi) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">There is no clean air in Mumbai, just a lousy heavy dusty smog!!! pic.twitter.com/a9MM1qWIFT
— Juhi Chawla (@iam_juhi) January 10, 2021There is no clean air in Mumbai, just a lousy heavy dusty smog!!! pic.twitter.com/a9MM1qWIFT
— Juhi Chawla (@iam_juhi) January 10, 2021
কেউ লেখেন, "আপনি বাতাসও কিনতে পারবেন, তাই চিন্তা করবেন না । তাঁদের কথা চিন্তা করুন যাঁরা মুম্বইয়ের বস্তি বা ফুটপাথে থাকেন ।" তো কেউ লেখেন, "লকডাউনের সময় কতজন আত্মহত্যা করেছিলেন আমার সেটা মনে আছে"। আবার কেউ লেখেন, "পরিষ্কার বাতাসের জন্য লকডাউন কোনও সমাধান হতে পারে না । প্যানডেমিকের মধ্যে এটা সবথেকে কঠিন সময় ছিল । পরিষ্কার বাতাসে শ্বাস নেওয়ার জন্য আপনার কাছে অনেক সুযোগ রয়েছে । আপনি নিজের ফার্মহাউসে গিয়ে পরিষ্কার বাতাসে শ্বাস নিন ।"