ETV Bharat / sitara

কৃষকদের চাষের জন্য নিজের ফার্মহাউজ় খুলে দিলেন জুহি - landless farmers to farm at juhi Wada farmhouse

মুম্বইয়ের প্রত্যন্ত অঞ্চলে জুহির পরিবারের একটি ফার্মহাউজ় রয়েছে । সেখানকার জমিতে অর্গানিক উপায় চাষবাস করে বিশেষজ্ঞদের একটা টিম । আর এবার সেই জায়গা জমিহারা কৃষকদের জন্য খুলে দিলেন জুহি । তিনি চান এবছর সেখানে ধানের চাষ করুক কৃষকরা ।

sdf
sdf
author img

By

Published : May 21, 2020, 11:29 AM IST

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সমস্যায় পড়েছেন অনেকেই । এই পরিস্থিতিতে এবার জমিহারা কৃষকদের সাহায্যের জন্য এগিয়ে এলেন জুহি চাওলা ।

মুম্বইয়ের প্রত্যন্ত অঞ্চলে জুহির পরিবারের একটি ফার্মহাউজ় রয়েছে । সেখানকার জমিতে অর্গানিক উপায় চাষবাস করে বিশেষজ্ঞদের একটা টিম । আর এবার সেই জায়গা জমিহারা কৃষকদের জন্য খুলে দিলেন জুহি । তিনি চান এবছর সেখানে ধানের চাষ করুক কৃষকরা ।

এ প্রসঙ্গে জুহি বলেন, "এখন আমরা সবাই লকডাউনের মধ্যে রয়েছি । তাই এই মুহূর্তে জমিহারা কৃষকদের চাষাবাদের জন্য আমি নিজের জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । তাঁরা সেখানে ধান চাষ করতে পারেন । পরিবর্তে ধানের কিছু অংশ তাঁরা নিতে পারেন ।"

তিনি আরও বলেন, "তবে এটা কোনও নতুন বিষয় নয় । আমাদের মতো শহুরে মানুষদের থেকে কৃষকরা জমি, মাটি, হাওয়া ও আবহাওয়া অনেক বেশি ভালো করে চেনেন । আমার ওই ফার্মে কেমিকেল ব্যবহার করে কোনও চাষ করা হয় না । শুধুমাত্রই অর্গানিক উপায়ে চাষ করা হয় । আর যে বিশেষজ্ঞ টিম সেখানে কাজ করছে তাদেরও এই কথা বলা রয়েছে ।"

তবে জমিহারা কৃষকদের জন্য ফার্ম খুলে দিয়ে খুবই খুশি জুহি । তিনি বলেন, "এটা খুবই কঠিন একটা সময় আমাদের সবার জন্য । এই সময় আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে । লকডাউনে আমার মাথায় অনেক নতুন ধারণা এসেছে ।"

মুম্বই : দেশে কোরোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই সমস্যায় পড়েছেন অনেকেই । এই পরিস্থিতিতে এবার জমিহারা কৃষকদের সাহায্যের জন্য এগিয়ে এলেন জুহি চাওলা ।

মুম্বইয়ের প্রত্যন্ত অঞ্চলে জুহির পরিবারের একটি ফার্মহাউজ় রয়েছে । সেখানকার জমিতে অর্গানিক উপায় চাষবাস করে বিশেষজ্ঞদের একটা টিম । আর এবার সেই জায়গা জমিহারা কৃষকদের জন্য খুলে দিলেন জুহি । তিনি চান এবছর সেখানে ধানের চাষ করুক কৃষকরা ।

এ প্রসঙ্গে জুহি বলেন, "এখন আমরা সবাই লকডাউনের মধ্যে রয়েছি । তাই এই মুহূর্তে জমিহারা কৃষকদের চাষাবাদের জন্য আমি নিজের জমি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি । তাঁরা সেখানে ধান চাষ করতে পারেন । পরিবর্তে ধানের কিছু অংশ তাঁরা নিতে পারেন ।"

তিনি আরও বলেন, "তবে এটা কোনও নতুন বিষয় নয় । আমাদের মতো শহুরে মানুষদের থেকে কৃষকরা জমি, মাটি, হাওয়া ও আবহাওয়া অনেক বেশি ভালো করে চেনেন । আমার ওই ফার্মে কেমিকেল ব্যবহার করে কোনও চাষ করা হয় না । শুধুমাত্রই অর্গানিক উপায়ে চাষ করা হয় । আর যে বিশেষজ্ঞ টিম সেখানে কাজ করছে তাদেরও এই কথা বলা রয়েছে ।"

তবে জমিহারা কৃষকদের জন্য ফার্ম খুলে দিয়ে খুবই খুশি জুহি । তিনি বলেন, "এটা খুবই কঠিন একটা সময় আমাদের সবার জন্য । এই সময় আমাদের বুদ্ধি করে কাজ করতে হবে । লকডাউনে আমার মাথায় অনেক নতুন ধারণা এসেছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.