ETV Bharat / sitara

যদি অভিনয়ের সুযোগ না আসে ? ভয়ে বিয়ে গোপন করেছিলেন জুহি - জুহি চাওলার বিয়ে

জয় মেহতার সঙ্গে 1995 সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় জুহি চাওলার । তবে কাজ না পাওয়া আশঙ্কায় সেই বিয়েকে লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী । সম্প্রতি এক চ্যাট শোয়ে জানালেন তিনি ।

Juhi Chawla kept wedding secret
Juhi Chawla kept wedding secret
author img

By

Published : Mar 18, 2020, 10:21 AM IST

মুম্বই : বিয়ের পর নাকি অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায় । আর যদি তিনি সন্তানের মা হয়ে যান তাহলে তো কথাই নেই ! পরদায় আর কোনওদিন মুখ্য চরিত্র পাবেন না তিনি...এমনই একটা অবস্থা ছিল ভারতীয় সিনেমার । সেই অবস্থার শিকার জুহি চাওলা । বিয়ের পর আর অভিনয়ের সুযোগ না পাওয়ার আশঙ্কায় বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন তিনি ।

সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে এমনটাই বললেন জুহি চাওলা । তিনি বলেন, "আমি সেই সময়ে ক্যারিয়ারে বেশ ভালো জায়গায় ছিলাম । জয়ের সঙ্গে যখন সম্পর্কটা শুরু হল, আমি ভয়ে পেয়ে গেছিলাম । মনে হয়েছিল এতদিন যা অর্জন করেছি সব হারিয়ে ফেলব । "

Juhi Chawla kept wedding secret
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

এই আশঙ্কায় বিয়ের খবর গোপন করেন জুহি । সেই সময়ে এই ধরনের সেনসেশনল খবর লুকিয়ে রাখা অপেক্ষাকৃত সহজ ছিল বলে মনে করেন অভিনেত্রী । তাঁর মতে, "সেই সময়ে তো ইন্টারনেট ছিল না । প্রত্যেকের ফোনে ক্যামেরা ছিল না । তাই খবর লুকিয়ে রাখা সহজ ছিল ।"

জুহি আর জয় দুই সন্তানের বাবা-মা । মেয়ে জাহ্নবী মেহতা ও ছেলে অর্জুন মেহতাকে নিয়ে তাঁদের সুখের সংসার । তবে জুহিকে প্রেমে ফেলতে কম কাঠখড় পোড়াতে হয়নি জয়কে । এই সুখের দিনটি দেখার পিছনে তাই জয়ের অবদানকে অস্বীকার করতে পারেন না অভিনেত্রী ।

Juhi Chawla kept wedding secret
মেয়ে জাহ্নবীর সঙ্গে

তিনি বলেন, "আমার মা মারা যাওয়ার পর জয় আমার পাশে দাঁড়িয়েছিল ।আমি যেখানে যেতাম চলে যেত, যখনই দেখা হত ফুল আর গিফ্টে ভরিয়ে দিত । একবার আমার জন্মদিনে তো এক ট্রাক ভরতি গোলাপ এনে দিয়েছিল ও । আমি চমকে গেছিলাম । এর এক বছর পর জয় আমায় প্রোপোজ় করে ।"

জুহি চাওলার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ।

মুম্বই : বিয়ের পর নাকি অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায় । আর যদি তিনি সন্তানের মা হয়ে যান তাহলে তো কথাই নেই ! পরদায় আর কোনওদিন মুখ্য চরিত্র পাবেন না তিনি...এমনই একটা অবস্থা ছিল ভারতীয় সিনেমার । সেই অবস্থার শিকার জুহি চাওলা । বিয়ের পর আর অভিনয়ের সুযোগ না পাওয়ার আশঙ্কায় বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন তিনি ।

সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে এমনটাই বললেন জুহি চাওলা । তিনি বলেন, "আমি সেই সময়ে ক্যারিয়ারে বেশ ভালো জায়গায় ছিলাম । জয়ের সঙ্গে যখন সম্পর্কটা শুরু হল, আমি ভয়ে পেয়ে গেছিলাম । মনে হয়েছিল এতদিন যা অর্জন করেছি সব হারিয়ে ফেলব । "

Juhi Chawla kept wedding secret
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

এই আশঙ্কায় বিয়ের খবর গোপন করেন জুহি । সেই সময়ে এই ধরনের সেনসেশনল খবর লুকিয়ে রাখা অপেক্ষাকৃত সহজ ছিল বলে মনে করেন অভিনেত্রী । তাঁর মতে, "সেই সময়ে তো ইন্টারনেট ছিল না । প্রত্যেকের ফোনে ক্যামেরা ছিল না । তাই খবর লুকিয়ে রাখা সহজ ছিল ।"

জুহি আর জয় দুই সন্তানের বাবা-মা । মেয়ে জাহ্নবী মেহতা ও ছেলে অর্জুন মেহতাকে নিয়ে তাঁদের সুখের সংসার । তবে জুহিকে প্রেমে ফেলতে কম কাঠখড় পোড়াতে হয়নি জয়কে । এই সুখের দিনটি দেখার পিছনে তাই জয়ের অবদানকে অস্বীকার করতে পারেন না অভিনেত্রী ।

Juhi Chawla kept wedding secret
মেয়ে জাহ্নবীর সঙ্গে

তিনি বলেন, "আমার মা মারা যাওয়ার পর জয় আমার পাশে দাঁড়িয়েছিল ।আমি যেখানে যেতাম চলে যেত, যখনই দেখা হত ফুল আর গিফ্টে ভরিয়ে দিত । একবার আমার জন্মদিনে তো এক ট্রাক ভরতি গোলাপ এনে দিয়েছিল ও । আমি চমকে গেছিলাম । এর এক বছর পর জয় আমায় প্রোপোজ় করে ।"

জুহি চাওলার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.