মুম্বই : বিয়ের পর নাকি অভিনেত্রীদের ক্যারিয়ার শেষ হয়ে যায় । আর যদি তিনি সন্তানের মা হয়ে যান তাহলে তো কথাই নেই ! পরদায় আর কোনওদিন মুখ্য চরিত্র পাবেন না তিনি...এমনই একটা অবস্থা ছিল ভারতীয় সিনেমার । সেই অবস্থার শিকার জুহি চাওলা । বিয়ের পর আর অভিনয়ের সুযোগ না পাওয়ার আশঙ্কায় বিয়ের খবর লুকিয়ে রেখেছিলেন তিনি ।
সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে এমনটাই বললেন জুহি চাওলা । তিনি বলেন, "আমি সেই সময়ে ক্যারিয়ারে বেশ ভালো জায়গায় ছিলাম । জয়ের সঙ্গে যখন সম্পর্কটা শুরু হল, আমি ভয়ে পেয়ে গেছিলাম । মনে হয়েছিল এতদিন যা অর্জন করেছি সব হারিয়ে ফেলব । "
এই আশঙ্কায় বিয়ের খবর গোপন করেন জুহি । সেই সময়ে এই ধরনের সেনসেশনল খবর লুকিয়ে রাখা অপেক্ষাকৃত সহজ ছিল বলে মনে করেন অভিনেত্রী । তাঁর মতে, "সেই সময়ে তো ইন্টারনেট ছিল না । প্রত্যেকের ফোনে ক্যামেরা ছিল না । তাই খবর লুকিয়ে রাখা সহজ ছিল ।"
জুহি আর জয় দুই সন্তানের বাবা-মা । মেয়ে জাহ্নবী মেহতা ও ছেলে অর্জুন মেহতাকে নিয়ে তাঁদের সুখের সংসার । তবে জুহিকে প্রেমে ফেলতে কম কাঠখড় পোড়াতে হয়নি জয়কে । এই সুখের দিনটি দেখার পিছনে তাই জয়ের অবদানকে অস্বীকার করতে পারেন না অভিনেত্রী ।
তিনি বলেন, "আমার মা মারা যাওয়ার পর জয় আমার পাশে দাঁড়িয়েছিল ।আমি যেখানে যেতাম চলে যেত, যখনই দেখা হত ফুল আর গিফ্টে ভরিয়ে দিত । একবার আমার জন্মদিনে তো এক ট্রাক ভরতি গোলাপ এনে দিয়েছিল ও । আমি চমকে গেছিলাম । এর এক বছর পর জয় আমায় প্রোপোজ় করে ।"
জুহি চাওলার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'এক লড়কি কো দেখা তো অ্যায়সা লাগা' ।