ETV Bharat / sitara

কেন উত্তরাখণ্ডে 'জোসেফ বর্ন ইন গ্রেস'-এর শুটিং করা হয়েছিল ?

উমাকান্ত মহাপাত্রর গল্প 'জোসেফ' অবলম্বনে তৈরি করা হয়েছে 'জোসেফ বর্ন ইন গ্রেস' । এই ছবির জন্য বস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি । ETV ভারতের সঙ্গে একান্ত আলাপচারিতায় 'জোসেফ...'-এর যাত্রা নিয়ে কিছু কথা বললেন ছবিটির পরিচালক সুশান্ত মিশ্র ।

asd
asd
author img

By

Published : Oct 26, 2020, 11:03 PM IST

Updated : Oct 27, 2020, 3:26 PM IST

ভুবনেশ্বর : 'জোসেফ বর্ন ইন গ্রেস'। আদতে একটি হিন্দি ছবি হলেও এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ওড়িশা । কারণ ছবির পরিচালক ও প্রযোজক দু'জনেই ওড়িশার বাসিন্দা । ইতিমধ্যেই 6 টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে এই ছবি । পাশাপাশি 11টি চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়েছে । এই ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি বস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি ।

উমাকান্ত মহাপাত্রর গল্প 'জোসেফ' অবলম্বনে তৈরি করা হয়েছে 'জোসেফ বর্ন ইন গ্রেস' । ছবিটি পরিচালনা করেছেন সুশান্ত মিশ্র । ছবির গল্প সম্পর্কে ETV ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একটি বাচ্চা ছেলেকে জঙ্গল থেকে উদ্ধার করে তাকে দত্তক নেন এক মিশনারি চিকিৎসক । আর সেই চিকিৎসকের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে ভিক্টরবাবুকে । কিন্তু, সেই ছেলেটি বড় হওয়ার পর অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করে । প্রায় সারাক্ষণই মদের নেশায় বুঁদ হয়ে থাকত সে । যা চিকিৎসকের অর্থাৎ তার বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় । এভাবেই এগোতে থাকে ছবির গল্প । উত্তরাখণ্ডের রানিক্ষেতে এই ছবির শুটিং করা হয়েছে ।

ছবির শুটিং প্রসঙ্গে সুশান্তবাবু বলেন, "ছবির শুটিং শুরু হয়েছিল 2018 সালের জুলাই মাসের দিকে । এরপর 2020 সালে এটি সেন্সর করা হয় । এই ছবির জন্য বস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি ।" এছাড়াও একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ।

বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ছবিটিকে সম্মানিত করা হয়েছে তাতে খুবই খুশি পরিচালক । এ প্রসঙ্গে তিনি বলেন, "ছবিটিকে এত সম্মান দেওয়ায় আমরা খুবই খুশি । গোটা টিমের কঠিন পরিশ্রমের জেরেই এটা সম্ভব হয়েছে । আর এই ছবিটি প্রযোজনা করার জন্য প্রযোজক অশোক মহাপাত্রকে অনেক ধন্যবাদ ।"

কিন্তু, হঠাৎ রানিক্ষেতে গিয়ে কেন ছবিটি শুট করলেন তাঁরা ? এ প্রসঙ্গে সুশান্তবাবু বলেন, "আসলে উমাকান্তবাবু যখন অরুণাচলে কর্মরত ছিলেন সেখানেই এই ধরনের একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন । তার উপর ভিত্তি করেই গল্পটি লেখেন তিনি । আর সেখানে পাহাড় ও হিমালয়ের কথা উল্লেখ করা রয়েছে । তাই এই ছবির মাধ্যমে যাতে গল্পটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলা যায় তার জন্যই রানিক্ষেতে গিয়ে শুট করেছি ।"

ভুবনেশ্বর : 'জোসেফ বর্ন ইন গ্রেস'। আদতে একটি হিন্দি ছবি হলেও এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ওড়িশা । কারণ ছবির পরিচালক ও প্রযোজক দু'জনেই ওড়িশার বাসিন্দা । ইতিমধ্যেই 6 টি আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে এই ছবি । পাশাপাশি 11টি চলচ্চিত্র উৎসবেও ছবিটি দেখানো হয়েছে । এই ছবিতে অভিনয়ের জন্য সম্প্রতি বস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি ।

উমাকান্ত মহাপাত্রর গল্প 'জোসেফ' অবলম্বনে তৈরি করা হয়েছে 'জোসেফ বর্ন ইন গ্রেস' । ছবিটি পরিচালনা করেছেন সুশান্ত মিশ্র । ছবির গল্প সম্পর্কে ETV ভারতকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, একটি বাচ্চা ছেলেকে জঙ্গল থেকে উদ্ধার করে তাকে দত্তক নেন এক মিশনারি চিকিৎসক । আর সেই চিকিৎসকের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে ভিক্টরবাবুকে । কিন্তু, সেই ছেলেটি বড় হওয়ার পর অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগতে শুরু করে । প্রায় সারাক্ষণই মদের নেশায় বুঁদ হয়ে থাকত সে । যা চিকিৎসকের অর্থাৎ তার বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়ায় । এভাবেই এগোতে থাকে ছবির গল্প । উত্তরাখণ্ডের রানিক্ষেতে এই ছবির শুটিং করা হয়েছে ।

ছবির শুটিং প্রসঙ্গে সুশান্তবাবু বলেন, "ছবির শুটিং শুরু হয়েছিল 2018 সালের জুলাই মাসের দিকে । এরপর 2020 সালে এটি সেন্সর করা হয় । এই ছবির জন্য বস্টনের ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন ভিক্টর ব্যানার্জি ।" এছাড়াও একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে এই ছবি ।

বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে ছবিটিকে সম্মানিত করা হয়েছে তাতে খুবই খুশি পরিচালক । এ প্রসঙ্গে তিনি বলেন, "ছবিটিকে এত সম্মান দেওয়ায় আমরা খুবই খুশি । গোটা টিমের কঠিন পরিশ্রমের জেরেই এটা সম্ভব হয়েছে । আর এই ছবিটি প্রযোজনা করার জন্য প্রযোজক অশোক মহাপাত্রকে অনেক ধন্যবাদ ।"

কিন্তু, হঠাৎ রানিক্ষেতে গিয়ে কেন ছবিটি শুট করলেন তাঁরা ? এ প্রসঙ্গে সুশান্তবাবু বলেন, "আসলে উমাকান্তবাবু যখন অরুণাচলে কর্মরত ছিলেন সেখানেই এই ধরনের একটি ঘটনার সাক্ষী হয়েছিলেন । তার উপর ভিত্তি করেই গল্পটি লেখেন তিনি । আর সেখানে পাহাড় ও হিমালয়ের কথা উল্লেখ করা রয়েছে । তাই এই ছবির মাধ্যমে যাতে গল্পটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলা যায় তার জন্যই রানিক্ষেতে গিয়ে শুট করেছি ।"

Last Updated : Oct 27, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.