ETV Bharat / sitara

"বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে থাকুন", আর্জি জনের - john abraham latest news

এই কঠিন সময়ে বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে থাকার আর্জি জানালেন জন আব্রাহাম । সোশাল মিডিয়ায় করলেন পোস্ট...

john Abraham urges help for disablesjohn Abraham urges help for disables
john Abraham urges help for disables
author img

By

Published : May 22, 2020, 11:19 PM IST

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না । একের পর এক খারাপ খবরে দিন বিস্বাদ হয়ে যাচ্ছে । কোথাও কোরোনার থাবা, কোথাও প্রাকৃতিক দুর্যোগ । এই সময় বিশেষভাবে সক্ষম মানুষগুলোর কথা ভুললে চলবে না, মনে করিয়ে দিলেন জন আব্রাহাম ।

দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন জন । 'হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল' ও 'ডেফ চাইল্ড ওয়ার্ল্ডওয়াইড'-এই দুই সংস্থার বার্তা টুইটারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অভিনেতা ।

ভারতের প্রায় 30 মিলিয়ন মানুষ বিশেষভাবে সক্ষম । প্রতিদিনের জীবনে তাঁদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় । এই কঠিন সময় আমরা যেন তাঁদের পাশে থাকি, এমনই বার্তা দিয়েছে সংস্থা দুটি । কী কী সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের সেই নিয়েও বিস্তারিত বলা আছে সেই বার্তায় ।

পোস্টটি শেয়ার করে জন লিখেছেন, "প্রতিদিন ভারতে কোভিড 19 কেসের সংখ্যা বাড়ছে । বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে এই সময় দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ, তাঁরা যেন পিছিয়ে না যায়, তাঁরা যেন প্রয়োজনীয় জিনিসপত্র পায়..."

দেখে নিন জনের টুইট..

মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না । একের পর এক খারাপ খবরে দিন বিস্বাদ হয়ে যাচ্ছে । কোথাও কোরোনার থাবা, কোথাও প্রাকৃতিক দুর্যোগ । এই সময় বিশেষভাবে সক্ষম মানুষগুলোর কথা ভুললে চলবে না, মনে করিয়ে দিলেন জন আব্রাহাম ।

দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন জন । 'হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল' ও 'ডেফ চাইল্ড ওয়ার্ল্ডওয়াইড'-এই দুই সংস্থার বার্তা টুইটারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অভিনেতা ।

ভারতের প্রায় 30 মিলিয়ন মানুষ বিশেষভাবে সক্ষম । প্রতিদিনের জীবনে তাঁদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় । এই কঠিন সময় আমরা যেন তাঁদের পাশে থাকি, এমনই বার্তা দিয়েছে সংস্থা দুটি । কী কী সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের সেই নিয়েও বিস্তারিত বলা আছে সেই বার্তায় ।

পোস্টটি শেয়ার করে জন লিখেছেন, "প্রতিদিন ভারতে কোভিড 19 কেসের সংখ্যা বাড়ছে । বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে এই সময় দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ, তাঁরা যেন পিছিয়ে না যায়, তাঁরা যেন প্রয়োজনীয় জিনিসপত্র পায়..."

দেখে নিন জনের টুইট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.