মুম্বই : সময়টা ভালো যাচ্ছে না । একের পর এক খারাপ খবরে দিন বিস্বাদ হয়ে যাচ্ছে । কোথাও কোরোনার থাবা, কোথাও প্রাকৃতিক দুর্যোগ । এই সময় বিশেষভাবে সক্ষম মানুষগুলোর কথা ভুললে চলবে না, মনে করিয়ে দিলেন জন আব্রাহাম ।
দুই আন্তর্জাতিক সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন জন । 'হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল' ও 'ডেফ চাইল্ড ওয়ার্ল্ডওয়াইড'-এই দুই সংস্থার বার্তা টুইটারের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন অভিনেতা ।
ভারতের প্রায় 30 মিলিয়ন মানুষ বিশেষভাবে সক্ষম । প্রতিদিনের জীবনে তাঁদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয় । এই কঠিন সময় আমরা যেন তাঁদের পাশে থাকি, এমনই বার্তা দিয়েছে সংস্থা দুটি । কী কী সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের সেই নিয়েও বিস্তারিত বলা আছে সেই বার্তায় ।
পোস্টটি শেয়ার করে জন লিখেছেন, "প্রতিদিন ভারতে কোভিড 19 কেসের সংখ্যা বাড়ছে । বিশেষভাবে সক্ষম মানুষদের পাশে এই সময় দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ, তাঁরা যেন পিছিয়ে না যায়, তাঁরা যেন প্রয়োজনীয় জিনিসপত্র পায়..."
দেখে নিন জনের টুইট..
-
With the number of #COVID19 cases increasing every day in #India it is very important people with disabilities are not left behind & get the support they need.Follow my friends at @DeafChildWW @HI_INNESKA & local organizations like @APD_India & @yadindia . pic.twitter.com/FuFBj9YgZf
— John Abraham (@TheJohnAbraham) May 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">With the number of #COVID19 cases increasing every day in #India it is very important people with disabilities are not left behind & get the support they need.Follow my friends at @DeafChildWW @HI_INNESKA & local organizations like @APD_India & @yadindia . pic.twitter.com/FuFBj9YgZf
— John Abraham (@TheJohnAbraham) May 22, 2020With the number of #COVID19 cases increasing every day in #India it is very important people with disabilities are not left behind & get the support they need.Follow my friends at @DeafChildWW @HI_INNESKA & local organizations like @APD_India & @yadindia . pic.twitter.com/FuFBj9YgZf
— John Abraham (@TheJohnAbraham) May 22, 2020