মুম্বই : গ্রীক গডের মতো শরীর বানিয়েছেন জন আব্রাহাম । তাঁর শরীর দেখে অ্যাপ্রিশিয়েট করবেন না, এমন মানুষ নেই । তাই মাঝেমধ্যেই 'বেয়ার বডি' অর্থাৎ খালি গায়ে ছবি পোস্ট করে সকলকে তাক লাগিয়ে দেন অভিনেতা ।
তবে আজ সকালের ছবিতে চমকের মাত্রাটা আরও চড়া । কোলের কাছে একটি বালিশ চেপে সোফায় বসে রয়েছেন জন । শরীরে আর একটিও সুতো নেই । পা-টিকে সামনে দিকে টানটান করে ছড়িয়ে একটা ফিল্মি ভঙ্গিতে ছবি শেয়ার করেছেন অভিনেতা ।
ক্যাপশনে লেখা, পোশাকের অপেক্ষায় বসে রয়েছেন তিনি । ঘরটিকে দেখে কোনও বিলাসবহুল ক্লোজ়েটই মনে হচ্ছে । হয়তো শুটিং শুরুর আগে তাঁর পোশাককে ইস্ত্রি করা হচ্ছে তখন !
জনের এই পোস্ট দেখে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা । কেউ তো আবার প্রশ্ন করেছেন যে, ছবিটি কার তোলা ? কে জনের এত কাছাকাছি আসার সুযোগ পায় ? দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">