মুম্বই : শুটিং সেটে অ্যাকশনের দৃশ্য করতে গিয়ে আহত হলেন জন আব্রাহম। হাতে চোঁট লেগেছে জনের।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, 'পাগলপন্থী' ছবির শুটিং চলাকালীন আহত হন জন। হাতে চোঁট লাগায় প্রায় দু সপ্তাহ কাজ করতে পারবেন না তিনি। জানা গেছে, অ্যাকশনের দৃশ্য়টি একটি ট্রাকের সঙ্গে শট দেওয়ার কথা ছিল। শেষের দৃশ্যটি শুট করতে গিয়েই আহত হন জন।
'পাগলপন্থী' প্রযোজক বলেন, "এটা খুবই সহজ একটা শট ছিল। কিন্তু, দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটি ঘটে।" তিনি জানিয়েছেন যে ২০ দিন পর সম্পূর্ণ সুস্থ হলেই ফের শুটিং শুরু করবেন জন।
তবে এই প্রথম নয় এর আগে কঙ্গনা, ভিকি কৌশল বা দীপিকা পাডুকোনের মতো অনেকেই ছবির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন।