ETV Bharat / sitara

হিন্দি ছবি করলে টাকা অনেক বেশি, বললেন জিশু - জিশু সেনগুপ্তের খবর

টলিউডের সঙ্গে বলিউডেও অনেক কাজ করছেন জিশু সেনগুপ্ত । কী পার্থক্য এই দুই ইন্ডাস্ট্রির ? অভিজ্ঞ জিশুর উত্তর "টাকা"...

Jisshu Sengupta on bollywood films
Jisshu Sengupta on bollywood films
author img

By

Published : Dec 12, 2020, 4:31 PM IST

কলকাতা : বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ জিশু সেনগুপ্ত । যদিও তাঁকে এখনও অবধি কোনও মুখ্য চরিত্রে দেখা যায়নি, তবুও তাঁর চরিত্রগুলো বেশ গুরুত্বপূর্ণ । আর টলিপাড়ায় তো তিনি অনেক বছরই রাজত্ব করছেন । দুই ইন্ডাস্ট্রির মধ্যে ফারাক কোথায় ?

জিশু বললেন, "টাকা । এটাই একমাত্র ফারাক । বাংলা ইন্ডাস্ট্রি ছোটো আর হিন্দি ইন্ডাস্ট্রির একটা আন্তর্জাতিক বাজার আছে । তাই এই দুই ইন্ডাস্ট্রির মূল পার্থক্য শুধুমাত্র টাকা । ফিল্মিংয়ের বাকি প্রক্রিয়া প্রায় একই ।"

আর কাজের প্যাটার্নের দিক থেকে কত আলাদা দুই ইন্ডাস্ট্রি ? জিশু বললেন, "মানুষ এখানে যেমনভাবে কাজ করে, ওখানেও তেমনই । ফারাক শুধু ছবির স্কেল আর টাকায় ।"

Jisshu Sengupta on bollywood films
.

সম্প্রতি মুক্তি পেয়েছে জিশু অভিনীত 'দুর্গামতী' । অ্যামাজ়ন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ভূমি পেদনেকর । রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এক হরর থ্রিলার এটি ।

কলকাতা : বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ জিশু সেনগুপ্ত । যদিও তাঁকে এখনও অবধি কোনও মুখ্য চরিত্রে দেখা যায়নি, তবুও তাঁর চরিত্রগুলো বেশ গুরুত্বপূর্ণ । আর টলিপাড়ায় তো তিনি অনেক বছরই রাজত্ব করছেন । দুই ইন্ডাস্ট্রির মধ্যে ফারাক কোথায় ?

জিশু বললেন, "টাকা । এটাই একমাত্র ফারাক । বাংলা ইন্ডাস্ট্রি ছোটো আর হিন্দি ইন্ডাস্ট্রির একটা আন্তর্জাতিক বাজার আছে । তাই এই দুই ইন্ডাস্ট্রির মূল পার্থক্য শুধুমাত্র টাকা । ফিল্মিংয়ের বাকি প্রক্রিয়া প্রায় একই ।"

আর কাজের প্যাটার্নের দিক থেকে কত আলাদা দুই ইন্ডাস্ট্রি ? জিশু বললেন, "মানুষ এখানে যেমনভাবে কাজ করে, ওখানেও তেমনই । ফারাক শুধু ছবির স্কেল আর টাকায় ।"

Jisshu Sengupta on bollywood films
.

সম্প্রতি মুক্তি পেয়েছে জিশু অভিনীত 'দুর্গামতী' । অ্যামাজ়ন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ভূমি পেদনেকর । রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি এক হরর থ্রিলার এটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.