ETV Bharat / sitara

জয়ার মন্তব্যের জের, ট্রোলড বচ্চন পরিবার - Jaya trolls for Parliament speech

ইন্ডাস্ট্রির মাদক যোগ নিয়ে গতকাল অধিবেশন চলাকালীন মন্তব্য করেছিলেন অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণ । আর আজ তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন । এর জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় গোটা বচ্চন পরিবারকেই ।

asd
sda
author img

By

Published : Sep 15, 2020, 8:37 PM IST

মুম্বই : বেশ কয়েকদিন ধরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকযোগ নিয়ে সরগরম রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি । আর সেই আঁচ এসে পড়েছে রাজনীতিতেও । বলিউডের মাদক যোগ নিয়ে প্রথমদিন থেকেই সরগরম সংসদের বাদল অধিবেশন । গতকাল ইন্ডাস্ট্রির মাদক যোগ নিয়ে অধিবেশন চলাকালীন মন্তব্য করেছিলেন অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণ । আর আজ তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন । এর জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় গোটা বচ্চন পরিবারকেই । যদিও এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে পাশে পেয়েছেন জয়া ।

ভরা রাজ্যসভায় জয়া বলেন, "কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে । গতকাল সংসদে একজন বলিউডের বিপক্ষে কথা বলেছেন । তিনি নিজেও ওই জগতেরই মানুষ । এটা লজ্জার ঘটনা । শুধুমাত্র কয়েকজনের জন্য পুরো ইন্ডাস্ট্রিকেই কালিমালিপ্ত করা হচ্ছে ।"

এরপর রবিকে কড়া ভাষায় অভিনেত্রী মনে করিয়ে দেন, বলিউড লাখ লাখ মানুষের রুজিরুটির জোগান দেয় । এই কঠিন সময়ে যখন দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকারত্ব আকাশ ছুঁয়েছে, সরকার সেগুলির কোনও সমাধান না খুঁজতে পেরেই বলিউডের দুর্নাম করে মানুষের মন ভোলানোর চেষ্টা করছে ।

যদিও জয়া বচ্চনের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । জয়ার এই মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় গোটা বচ্চন পরিবারকেই । একজন টুইটার ইউজ়ার লেখেন, "পালগড়ে গণপিচুনি, সুশান্ত সিং রাজপুতের খুন, দিশার খুন, মাদক পাচার ও বলিউড মাফিয়া, কঙ্গনার অফিস ভাঙা, প্রাক্তন নৌসেনা অফিসারের উপর হামলা : এই সব ক্ষেত্রেই নীরব ছিলেন জয়া । কিন্তু, এখন রবি কিষণকে কটাক্ষ করছেন বলিউডের মাদক যোগ ফাঁস হয়েছে বলে...এই বচ্চনরা সম্মানের যোগ্য নয়..."।

asd
সৌজন্যে : টুইটার

আরও একজন লেখেন, "সুশান্তের মৃত্যু ও মাদক পাচারকারী ও মুভি মাফিয়াদের প্রসঙ্গে বচ্চনদের বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম । কিন্তু, এতদিন তাঁরা চুপ করে ছিলেন । তবে আজ সুশান্ত যোদ্ধাদেরই তাঁরা সমালোচনা করছেন ।"

সর্দার খান নামে একজন ইউজ়ার লেখেন, "জয়া ম্যাম আপনি তখন কোথায় ছিলেন যখন কর ফাঁকি দেওয়ার জন্য অমিতাভজি তাঁর সম্পত্তির কথা লুকিয়েছিলেন ? পানামা পেপার্স কেলেঙ্কারিতে যা সামনে এসেছিল । সেটা 'যেই হাত খাওয়ায় তাতে কামড় বসানোর' আদর্শ উদাহরণ ছিল না কি ? এখানে হাত বলতে আমাদের দেশের কথা বলা হয়েছে ।"

sad
সৌজন্যে : টুইটার

আরও এক নেটিজ়েনের কথায়, "অমিতাভ ও অভিষেক দয়া করে জয়াজিকে বলুন যে ইন্ডাস্ট্রির কোনও সুরক্ষার প্রয়োজন নেই । জয়া বচ্চনের এতটা দম নেই যে উনি ইন্ডাস্ট্রির মাদক যোগ ও কাস্টিং কাউচ নিয়ে কথা বলবেন ?"

মুম্বই : বেশ কয়েকদিন ধরেই সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সঙ্গে মাদকযোগ নিয়ে সরগরম রয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি । আর সেই আঁচ এসে পড়েছে রাজনীতিতেও । বলিউডের মাদক যোগ নিয়ে প্রথমদিন থেকেই সরগরম সংসদের বাদল অধিবেশন । গতকাল ইন্ডাস্ট্রির মাদক যোগ নিয়ে অধিবেশন চলাকালীন মন্তব্য করেছিলেন অভিনেতা তথা BJP সাংসদ রবি কিষণ । আর আজ তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব হন অভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন । এর জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় গোটা বচ্চন পরিবারকেই । যদিও এই পরিস্থিতিতে ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে পাশে পেয়েছেন জয়া ।

ভরা রাজ্যসভায় জয়া বলেন, "কোনও কোনও মানুষের স্বভাব, যে থালায় খায়, সেই থালাতেই ফুটো করে । গতকাল সংসদে একজন বলিউডের বিপক্ষে কথা বলেছেন । তিনি নিজেও ওই জগতেরই মানুষ । এটা লজ্জার ঘটনা । শুধুমাত্র কয়েকজনের জন্য পুরো ইন্ডাস্ট্রিকেই কালিমালিপ্ত করা হচ্ছে ।"

এরপর রবিকে কড়া ভাষায় অভিনেত্রী মনে করিয়ে দেন, বলিউড লাখ লাখ মানুষের রুজিরুটির জোগান দেয় । এই কঠিন সময়ে যখন দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকারত্ব আকাশ ছুঁয়েছে, সরকার সেগুলির কোনও সমাধান না খুঁজতে পেরেই বলিউডের দুর্নাম করে মানুষের মন ভোলানোর চেষ্টা করছে ।

যদিও জয়া বচ্চনের এই মন্তব্য মোটেই ভালোভাবে নেননি নেটিজ়েনদের একাংশ । জয়ার এই মন্তব্যের জন্য সোশাল মিডিয়ায় ট্রোলড হতে হয় গোটা বচ্চন পরিবারকেই । একজন টুইটার ইউজ়ার লেখেন, "পালগড়ে গণপিচুনি, সুশান্ত সিং রাজপুতের খুন, দিশার খুন, মাদক পাচার ও বলিউড মাফিয়া, কঙ্গনার অফিস ভাঙা, প্রাক্তন নৌসেনা অফিসারের উপর হামলা : এই সব ক্ষেত্রেই নীরব ছিলেন জয়া । কিন্তু, এখন রবি কিষণকে কটাক্ষ করছেন বলিউডের মাদক যোগ ফাঁস হয়েছে বলে...এই বচ্চনরা সম্মানের যোগ্য নয়..."।

asd
সৌজন্যে : টুইটার

আরও একজন লেখেন, "সুশান্তের মৃত্যু ও মাদক পাচারকারী ও মুভি মাফিয়াদের প্রসঙ্গে বচ্চনদের বক্তব্য আমরা শুনতে চেয়েছিলাম । কিন্তু, এতদিন তাঁরা চুপ করে ছিলেন । তবে আজ সুশান্ত যোদ্ধাদেরই তাঁরা সমালোচনা করছেন ।"

সর্দার খান নামে একজন ইউজ়ার লেখেন, "জয়া ম্যাম আপনি তখন কোথায় ছিলেন যখন কর ফাঁকি দেওয়ার জন্য অমিতাভজি তাঁর সম্পত্তির কথা লুকিয়েছিলেন ? পানামা পেপার্স কেলেঙ্কারিতে যা সামনে এসেছিল । সেটা 'যেই হাত খাওয়ায় তাতে কামড় বসানোর' আদর্শ উদাহরণ ছিল না কি ? এখানে হাত বলতে আমাদের দেশের কথা বলা হয়েছে ।"

sad
সৌজন্যে : টুইটার

আরও এক নেটিজ়েনের কথায়, "অমিতাভ ও অভিষেক দয়া করে জয়াজিকে বলুন যে ইন্ডাস্ট্রির কোনও সুরক্ষার প্রয়োজন নেই । জয়া বচ্চনের এতটা দম নেই যে উনি ইন্ডাস্ট্রির মাদক যোগ ও কাস্টিং কাউচ নিয়ে কথা বলবেন ?"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.