মুম্বই : দেশে গণপিটুনির ঘটনা বাড়তে থাকায় কয়েকদিন আগে 49 জন শিল্পী প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন । এই ঘটনাগুলি বন্ধের জন্য একটি কঠোর আইন আনার কথা চিঠিতে উল্লেখ করেন তাঁরা ।
পরিচালক শেখর কাপুর হয়তো এই শিল্পীদের সমর্থন করেননি । তা তিনি টুইটের মাধ্যমে জানিয়ে দেন । তাঁর টুইট পছন্দ হয়নি গীতিকার জাভেদ আখতারের । তিনি তাঁর রাগ রিটুইট করে জানান । পাশাপাশি শেখরকে মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর পরামর্শ দেন ।
-
Started life as refugee of Partition. Parents gave everything to make a life for kids. Was always in fear of ‘intellectuals’. They made me feel insignicant. Small. Then suddenly embraced me after my films. I still fear them. Their embrace is like a bite of snake. Still a refugee.
— Shekhar Kapur (@shekharkapur) July 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Started life as refugee of Partition. Parents gave everything to make a life for kids. Was always in fear of ‘intellectuals’. They made me feel insignicant. Small. Then suddenly embraced me after my films. I still fear them. Their embrace is like a bite of snake. Still a refugee.
— Shekhar Kapur (@shekharkapur) July 27, 2019Started life as refugee of Partition. Parents gave everything to make a life for kids. Was always in fear of ‘intellectuals’. They made me feel insignicant. Small. Then suddenly embraced me after my films. I still fear them. Their embrace is like a bite of snake. Still a refugee.
— Shekhar Kapur (@shekharkapur) July 27, 2019
এই কথার পরই শুরু হয় দু'জনের মধ্যে শব্দের লড়াই ।
শেখর কাপুর টুইট করেন, "দেশভাগের সময় উদ্বাস্তু হিসেবে জীবন শুরু করেছি । বাবা-মা বাচ্চাদের জীবন ঠিক রাখার জন্য সব কিছু করেছেন । সবসময় বুদ্ধিজীবীদের ভয় পেয়েছি । তাঁরা সবসময় আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন । তারপর আবার আমার ছবির জন্যই আমাকে আলিঙ্গন করেছেন । আমি এখনও তাঁদের ভয় পাই । তাঁদের আলিঙ্গন সাপের ছোবলের মতো । আমি এখনও উদ্বাস্তু ।"
-
What do you mean by still a refugee Does it mean that you feel like an outsider n not an Indian n you don’t feel that this is your motherland .If in India you are still a refugee where will you not feel like a refugee ,In Pakistan? Cut this melodrama you poor rich but lonely guy
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">What do you mean by still a refugee Does it mean that you feel like an outsider n not an Indian n you don’t feel that this is your motherland .If in India you are still a refugee where will you not feel like a refugee ,In Pakistan? Cut this melodrama you poor rich but lonely guy
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019What do you mean by still a refugee Does it mean that you feel like an outsider n not an Indian n you don’t feel that this is your motherland .If in India you are still a refugee where will you not feel like a refugee ,In Pakistan? Cut this melodrama you poor rich but lonely guy
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019
শেখর কাপুরের এই টুইট পছন্দ হয়নি জাভেদ আখতারের । তিনি উত্তরে টুইট করেন, "এখনও উদ্বাস্তু বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন । এর মানে কি আপনি নিজেকে ভারতীয় নয়, বহিরাগত মনে করেন । আপনি কি ভারতকে নিজের মাতৃভূমি মনে করেন না । যদি ভারতেও আপনি নিজেকে উদ্বাস্তু মনে করেন, তাহলে কোথায় আপনি নিজেকে উদ্বাস্তু মনে করবেন না, পাকিস্তানে ? বেচারা বড়লোক কিন্তু একাকী মানুষ এই মেলোড্রামা বন্ধ করুন ।"
-
.who are these intellectuals who embraced you and you found that embrace like a snake’s bite ? Shyam Benegal , Adoor Gopal Krishna , Ram chandra Guha ? Really ? . Shekhar saheb you are not well . You need help . Come on , there is no shame in meeting a good psychiatrist .
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">.who are these intellectuals who embraced you and you found that embrace like a snake’s bite ? Shyam Benegal , Adoor Gopal Krishna , Ram chandra Guha ? Really ? . Shekhar saheb you are not well . You need help . Come on , there is no shame in meeting a good psychiatrist .
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019.who are these intellectuals who embraced you and you found that embrace like a snake’s bite ? Shyam Benegal , Adoor Gopal Krishna , Ram chandra Guha ? Really ? . Shekhar saheb you are not well . You need help . Come on , there is no shame in meeting a good psychiatrist .
— Javed Akhtar (@Javedakhtarjadu) July 28, 2019
জাভেদ আখতার এখানেই চুপ থাকেননি । তিনি আরও টুইট করেন । "কারা এই বুদ্ধিজীবী, যারা আপনাকে আলিঙ্গন করায় আপনার সাপের ছোবল মনে হয়েছে ? শ্যাম বেনেগাল, আদুর গোপাল কৃষ্ণা, রামচন্দ্র গুহ ? সত্যি ? শেখর সাহেব আপনি সুস্থ নেই । আপনার সাহায্যর দরকার । মেনে নিন । একজন ভালো মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করাতে লজ্জার কিছু নেই ।"