ETV Bharat / sitara

উত্তরাধিকার আর নেপোটিজ়ম কিন্তু এক নয়, মনে করালেন জাভেদ - জাভেদ আখতারের খবর

উত্তরাধিকার আর নেপোটিজ়ম কনসেপ্ট দু'টো আলাদা । কিন্তু, সাধারণ মানুষ এই দু'টো ব্যাপারকে গুলিয়ে ফেলছে, মনে করছেন জাভেদ আখতার ।

Javed Akhtar on nepotism
Javed Akhtar on nepotism
author img

By

Published : Sep 18, 2020, 1:58 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিউড সহ যে কোনও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে উত্তাল দেশ । অনেকেই তাঁদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরছেন, অনেকে আবার বিষয়টি নিয়ে একটু আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন । জাভেদ আখতারও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মত জানালেন ।

জাভেদ নাকি বলেছেন যে, উত্তরাধিকারকে নেপোটিজ়মের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না । তিনি বলেন, নেপোটিজ়ম বিষয়টা বেশিদিন চলা সম্ভব নয়, কারণ দিনের শেষে টিকিট কিনবেন দর্শক । আর দর্শককে প্রভাবিত করা বা জোর করা সম্ভব নয় ।

জাভেদ এটাও বলেন যে, একসঙ্গে কাজ করতে করতে মানুষে মানুষে যোগাযোগ বাড়ে, একটা বন্ডিং তৈরি হয় । তার ভিত্তিতে কেউ কাউকে কাজ দিতে পারে । তারা নিজেদের কমফর্ট জ়োনের মধ্যে থেকে কাজ করতে চায় । তাতে কাজটাও ভালো হয় ।

আরও পড়ুন : 'সিরিয়াস মেন'-এ নওয়াজ়ুদ্দিন এবার উচ্চাকাঙ্খী বাবা, মুক্তি পেল ট্রেলার

বলিউডে মাদক চক্র নিয়েও বেশকিছুদিন ধরে একটা শোরগোল চলছে । কঙ্গনা রানাওয়াতের দাবি যে, সমস্ত এ-লিস্টার অভিনেতারাই ড্রাগ নেন । তিনি বেশ কয়েকজনের নামও নিয়েছেন । কিন্তু, জাভেদ আবার সম্পূর্ণ অন্য কথা বললেন ।

তিনি বললেন যে, আজ অবধি কোনও পার্টিতে কাউকে ড্রাগ নিতে দেখেননি তিনি । বলিউডকে নিয়ে কুৎসা ছড়ানোর চেষ্টা চলছে আর সেটা বন্ধ হওয়া উচিত, মত এই বর্ষীয়ান গীতিকার ও লেখকের ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিউড সহ যে কোনও ইন্ডাস্ট্রিতে নেপোটিজ়ম নিয়ে উত্তাল দেশ । অনেকেই তাঁদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরছেন, অনেকে আবার বিষয়টি নিয়ে একটু আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন । জাভেদ আখতারও এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নিজের মত জানালেন ।

জাভেদ নাকি বলেছেন যে, উত্তরাধিকারকে নেপোটিজ়মের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না । তিনি বলেন, নেপোটিজ়ম বিষয়টা বেশিদিন চলা সম্ভব নয়, কারণ দিনের শেষে টিকিট কিনবেন দর্শক । আর দর্শককে প্রভাবিত করা বা জোর করা সম্ভব নয় ।

জাভেদ এটাও বলেন যে, একসঙ্গে কাজ করতে করতে মানুষে মানুষে যোগাযোগ বাড়ে, একটা বন্ডিং তৈরি হয় । তার ভিত্তিতে কেউ কাউকে কাজ দিতে পারে । তারা নিজেদের কমফর্ট জ়োনের মধ্যে থেকে কাজ করতে চায় । তাতে কাজটাও ভালো হয় ।

আরও পড়ুন : 'সিরিয়াস মেন'-এ নওয়াজ়ুদ্দিন এবার উচ্চাকাঙ্খী বাবা, মুক্তি পেল ট্রেলার

বলিউডে মাদক চক্র নিয়েও বেশকিছুদিন ধরে একটা শোরগোল চলছে । কঙ্গনা রানাওয়াতের দাবি যে, সমস্ত এ-লিস্টার অভিনেতারাই ড্রাগ নেন । তিনি বেশ কয়েকজনের নামও নিয়েছেন । কিন্তু, জাভেদ আবার সম্পূর্ণ অন্য কথা বললেন ।

তিনি বললেন যে, আজ অবধি কোনও পার্টিতে কাউকে ড্রাগ নিতে দেখেননি তিনি । বলিউডকে নিয়ে কুৎসা ছড়ানোর চেষ্টা চলছে আর সেটা বন্ধ হওয়া উচিত, মত এই বর্ষীয়ান গীতিকার ও লেখকের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.