ETV Bharat / sitara

জাভেদই সেই প্রথম ভারতীয়... - জাভেদ আখতারের খবর

জাভেদ আখতারই সেই প্রথম ভারতীয়, যিনি রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড পেলেন ।

javed akhtar wins award
javed akhtar wins award
author img

By

Published : Jun 8, 2020, 10:57 AM IST

মুম্বই : মুকুটে আরও এক সোনার পালক জুড়ল জাভেদ আখতারের । সামাজিক ও মানবিক কাজ এবং বক্তব্য পেশের জন্য তাঁকে দেওয়া হল রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড ।

শাবানা আজ়মি শেয়ার করেছেন এই খবর । তিনি লিখেছেন, "রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 জিতলেন জাভেদ আখতার । ক্রিটিকাল ভাবনা, বিচারবুদ্ধি দিয়ে ধর্মীয় মতবাদকে বিশ্লেষণ করা, মানবিক অধিকার নিয়ে সোচ্চার হওয়া ও মানবিক গুণকে সমর্থন করার জন্য এই অ্যাওয়ার্ড ।"

javed akhtar wins award
শাবানার পোস্ট..

প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়ে কেমন লাগছে জাভেদের ? এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানালেন জাভেদ ।

তিনি বললেন, "আমি সবসময়েই নিজের ভাবনা নিয়ে নিশ্চিত ছিলাম । তবে এই পুরস্কার পেয়ে অবশ্যই খুশি, কারণ এই প্রথমবার ধর্ম নিয়ে আমার ভাবনার জন্য, যুক্তির জন্য, দৃষ্টিভঙ্গির জন্য পুরস্কার দেওয়া হল, তাও আবার অত বড় প্রতিষ্ঠান থেকে । আমার জন্য এটা একটা চূড়ান্ত স্বীকৃতি ।"

javed akhtar wins award
লেখায় মগ্ন..

এই জয় পৃথিবীর কাছে এটাই প্রমাণ করবে যে, ভারতে এমন অনেক মত প্রকাশ করা যায় যেগুলো হয়তো ততটা জনপ্রিয় নয় । "কিন্তু, গণতন্ত্র আমাদের সেই স্বাধীনতা দিয়েছে, আর তা আমরা সবসময় রক্ষা করে চলব ।", আত্মবিশ্বাসী জাভেদ ।

মুম্বই : মুকুটে আরও এক সোনার পালক জুড়ল জাভেদ আখতারের । সামাজিক ও মানবিক কাজ এবং বক্তব্য পেশের জন্য তাঁকে দেওয়া হল রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড ।

শাবানা আজ়মি শেয়ার করেছেন এই খবর । তিনি লিখেছেন, "রিচার্ড ডকিন্স অ্যাওয়ার্ড 2020 জিতলেন জাভেদ আখতার । ক্রিটিকাল ভাবনা, বিচারবুদ্ধি দিয়ে ধর্মীয় মতবাদকে বিশ্লেষণ করা, মানবিক অধিকার নিয়ে সোচ্চার হওয়া ও মানবিক গুণকে সমর্থন করার জন্য এই অ্যাওয়ার্ড ।"

javed akhtar wins award
শাবানার পোস্ট..

প্রথম ভারতীয় হিসেবে এই পুরস্কার পেয়ে কেমন লাগছে জাভেদের ? এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে জানালেন জাভেদ ।

তিনি বললেন, "আমি সবসময়েই নিজের ভাবনা নিয়ে নিশ্চিত ছিলাম । তবে এই পুরস্কার পেয়ে অবশ্যই খুশি, কারণ এই প্রথমবার ধর্ম নিয়ে আমার ভাবনার জন্য, যুক্তির জন্য, দৃষ্টিভঙ্গির জন্য পুরস্কার দেওয়া হল, তাও আবার অত বড় প্রতিষ্ঠান থেকে । আমার জন্য এটা একটা চূড়ান্ত স্বীকৃতি ।"

javed akhtar wins award
লেখায় মগ্ন..

এই জয় পৃথিবীর কাছে এটাই প্রমাণ করবে যে, ভারতে এমন অনেক মত প্রকাশ করা যায় যেগুলো হয়তো ততটা জনপ্রিয় নয় । "কিন্তু, গণতন্ত্র আমাদের সেই স্বাধীনতা দিয়েছে, আর তা আমরা সবসময় রক্ষা করে চলব ।", আত্মবিশ্বাসী জাভেদ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.