ETV Bharat / sitara

বেলুনওয়ালার ছেলেকে বিস্কুট এগিয়ে দিলেন জাহ্নবী... - জাহ্নবী কাপুর বিস্কুট

বেলুন বিক্রয়কারী এক মহিলার বাচ্চা ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হাত পেতে। জাহ্নবী তার দিকে এগিয়ে দিলেন বিস্কুটের প্যাকেট।

Janvi Kapoor Gives a packet of biscuit to begger
author img

By

Published : Oct 30, 2019, 9:12 PM IST

মুম্বই : গাড়ি থেকে নেমে একটি স্যালোঁতে ঢুকছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু সামনেই দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে। পাশে ছিলেন সম্ভবত তার মা, যিনি বেলুন বিক্রি করছেন। বাচ্চাকে দেখে থমকে দাঁড়ালেন শ্রীদেবী কন্যা।

মহিলাটি বলে ওঠেন, "দিওয়ালিতে একটু সাহায্য করে দিন...", জাহ্নবী তখনই ফিরলেন গাড়ির দিকে। বের করে নিয়ে এলেন দু'টো বিস্কুটের প্যাকেট।

কিন্তু, ছেলেটির মা বলতে থাকেন যে, "পয়সা নেই ম্যাডাম.. বাচ্চার জন্য একটু সাহায্য করে দিন।" জাহ্নবী আবারও থমকালেন। ব্যাগে হাত দিলেন। কিন্তু, পাপারাৎজ়িদের অনুরোধ করলেন যেন তাঁরা ক্যামেরা বন্ধ করে দেন। ফলে ক্যামেরার ওপারে কী হল সেটা আর জানা গেল না।

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..

মুম্বই : গাড়ি থেকে নেমে একটি স্যালোঁতে ঢুকছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু সামনেই দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে। পাশে ছিলেন সম্ভবত তার মা, যিনি বেলুন বিক্রি করছেন। বাচ্চাকে দেখে থমকে দাঁড়ালেন শ্রীদেবী কন্যা।

মহিলাটি বলে ওঠেন, "দিওয়ালিতে একটু সাহায্য করে দিন...", জাহ্নবী তখনই ফিরলেন গাড়ির দিকে। বের করে নিয়ে এলেন দু'টো বিস্কুটের প্যাকেট।

কিন্তু, ছেলেটির মা বলতে থাকেন যে, "পয়সা নেই ম্যাডাম.. বাচ্চার জন্য একটু সাহায্য করে দিন।" জাহ্নবী আবারও থমকালেন। ব্যাগে হাত দিলেন। কিন্তু, পাপারাৎজ়িদের অনুরোধ করলেন যেন তাঁরা ক্যামেরা বন্ধ করে দেন। ফলে ক্যামেরার ওপারে কী হল সেটা আর জানা গেল না।

দেখে নিন সেই ভিডিয়ো...

দেখুন ভিডিয়ো..
Intro:Body:

বেলুনওয়ালার ছেলেকে বিস্কুট এগিয়ে দিলেন জাহ্নবী...



বেলুন বিক্রয়কারী এক মহিলার বাচ্চা ছেলে গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল হাত পেতে। জাহ্নবী তার দিকে এগিয়ে দিলেন বিস্কুটের প্যাকেট।



মুম্বই : গাড়ি থেকে নেমে একটি স্যালোঁতে ঢুকছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু সামনেই দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে। পাশে ছিলেন সম্ভবত তার মা, যিনি বেলুন বিক্রি করছেন। বাচ্চাকে দেখে থমকে দাঁড়ালেন শ্রীদেবী কন্য়া।



মহিলাটি বলে ওঠেন, "দিওয়ালিতে একটু সাহায্য করে দিন...", জাহ্নবী তখনই ফিরলেন গাড়ির দিকে। বের করে নিয়ে এলেন দু'টো বিস্কুটের প্যাকেট।



কিন্তু, ছেলেটির মা বলতে থাকেন যে, "পয়সা নেই ম্যাডাম.. বাচ্চার জন্য একটু সাহায্য করে দিন।" জাহ্নবী আবারও থমকালেন। ব্যাগে হাত দিলেন। কিন্তু, পাপারাৎজ়িদের অনুরোধ করলেন যেন তাঁরা ক্যামেরা বন্ধ করে দেন। ফলে ক্যামেরার ওপারে কী হল সেটা আর জানা গেল না।



দেখে নিন সেই ভিডিয়ো...




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.