মুম্বই : গাড়ি থেকে নেমে একটি স্যালোঁতে ঢুকছিলেন জাহ্নবী কাপুর। কিন্তু সামনেই দাঁড়িয়ে একটি বাচ্চা ছেলে। পাশে ছিলেন সম্ভবত তার মা, যিনি বেলুন বিক্রি করছেন। বাচ্চাকে দেখে থমকে দাঁড়ালেন শ্রীদেবী কন্যা।
মহিলাটি বলে ওঠেন, "দিওয়ালিতে একটু সাহায্য করে দিন...", জাহ্নবী তখনই ফিরলেন গাড়ির দিকে। বের করে নিয়ে এলেন দু'টো বিস্কুটের প্যাকেট।
কিন্তু, ছেলেটির মা বলতে থাকেন যে, "পয়সা নেই ম্যাডাম.. বাচ্চার জন্য একটু সাহায্য করে দিন।" জাহ্নবী আবারও থমকালেন। ব্যাগে হাত দিলেন। কিন্তু, পাপারাৎজ়িদের অনুরোধ করলেন যেন তাঁরা ক্যামেরা বন্ধ করে দেন। ফলে ক্যামেরার ওপারে কী হল সেটা আর জানা গেল না।
দেখে নিন সেই ভিডিয়ো...