ETV Bharat / sitara

উলটো করে বই ধরায় ট্রোলড জাহ্নবী - trolled

একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে উলটো করে বই ধরায় ট্রোলিংয়ের মুখে পড়লেন অভিনেত্রী জাহ্নবী কাপুর ।

জাহ্নবী কাপুর
author img

By

Published : Aug 24, 2019, 5:11 PM IST

দিল্লি : একটি অনুষ্ঠানে উলটো করে বই ধরায় ট্রোল করা হল অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ।

হিন্দি লেখক হরিন্দর সিক্কার বই "কলিং শেহমত" প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী । সেই অনুষ্ঠানের ছবি ইন্টারনেটে আসতেই ট্রোলিং মুখে পড়েন তিনি । ট্রোলার তাঁকে বলেন, "সাদাসিধে মেয়ে ।"

'কার্গিল গার্ল', 'রুহিআফজ়া' ও করণ জোহারের 'তখ্ত'-এ দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে । এছাড়াও একটি ওয়েব সিরিজ় 'ঘোস্ট স্টোরিজ়'-এও অভিনয় করবেন জাহ্নবী । সিরিজ়টি চারটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি । শর্ট ফিল্মগুলির পরিচালনা করেছেন জ়োয়া, অনুরাগ কাশ্যপ, করণ জোহার ও দিবাকর ব্যানার্জি ।

দিল্লি : একটি অনুষ্ঠানে উলটো করে বই ধরায় ট্রোল করা হল অভিনেত্রী জাহ্নবী কাপুরকে ।

হিন্দি লেখক হরিন্দর সিক্কার বই "কলিং শেহমত" প্রকাশের অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী । সেই অনুষ্ঠানের ছবি ইন্টারনেটে আসতেই ট্রোলিং মুখে পড়েন তিনি । ট্রোলার তাঁকে বলেন, "সাদাসিধে মেয়ে ।"

'কার্গিল গার্ল', 'রুহিআফজ়া' ও করণ জোহারের 'তখ্ত'-এ দেখা যাবে অভিনেত্রী জাহ্নবী কাপুরকে । এছাড়াও একটি ওয়েব সিরিজ় 'ঘোস্ট স্টোরিজ়'-এও অভিনয় করবেন জাহ্নবী । সিরিজ়টি চারটি শর্ট ফিল্ম নিয়ে তৈরি । শর্ট ফিল্মগুলির পরিচালনা করেছেন জ়োয়া, অনুরাগ কাশ্যপ, করণ জোহার ও দিবাকর ব্যানার্জি ।

Intro:Body:

Sanjay Dutta


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.