ETV Bharat / sitara

কৃষক আন্দোলনের জেরে বন্ধ 'গুড লাক জেরি'-র শুটিং - Good Luck Jerry shoot comes to a halt for farmer protest

গতকাল 'গুড লাক জেরি'-র শুটিং চলাকালীন সেখানে উপস্থিত হন আন্দোলনকারী কৃষকরা । সূত্রের খবর, সেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা । পাশাপাশি জাহ্নবীকে মুম্বই ফিরে যাওয়ার জন্য স্লোগানও দেন । পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা ।

asd
asd
author img

By

Published : Jan 24, 2021, 7:18 AM IST

Updated : Jan 24, 2021, 7:44 AM IST

পাতিয়ালা : আপকামিং ছবি 'গুড লাক জেরি' ছবির শুটিংয়ের জন্য এই মুহূর্তে পঞ্জাবে রয়েছেন জাহ্নবী কাপুর । গতকাল শুটিং চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা । এরপর বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় নির্মাতাদের তরফে । পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

চলতি মাসের শুরুর দিকেই 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে পৌঁছান জাহ্নবী । মার্চ পর্যন্ত সেখানে শুটিং হওয়ার কথা । ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । সাধারণ এক মেয়ের জীবন যুদ্ধের কাহিনি তুলে ধরা হবে ছবিতে ।

পরিকল্পনা মতোই চলছিল শুটিং । কিন্তু, তাল কাটে কয়েকদিন আগেই । চলতি মাসের মাঝামাঝি সময় শুটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েছিলেন কয়েকজন কৃষক । কৃষক আন্দোলন নিয়ে জাহ্নবীকে বক্তব্য রাখার আবেদন জানান তাঁরা । এরপর জাহ্নবী বক্তব্য রাখতে রাজি হওয়ায় সেখান থেকে ফিরে যান আন্দোলনকারী কৃষকরা ।

কিন্তু, তারপর কয়েকটা দিন কাটতে না কাটতেই গতকাল ফের ওই ছবির শুটিং সেটে হাজির হন আন্দোলনকারী কৃষকরা । সূত্রের খবর, সেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা । পাশাপাশি জাহ্নবীকে মুম্বই ফিরে যাওয়ার জন্য স্লোগানও দেন । পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা । ফিরে যান হোটেলে । এরপর সেই হোটেলের বাইরেও দেখানো হয় বিক্ষোভ ।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । যদিও বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

পাতিয়ালা : আপকামিং ছবি 'গুড লাক জেরি' ছবির শুটিংয়ের জন্য এই মুহূর্তে পঞ্জাবে রয়েছেন জাহ্নবী কাপুর । গতকাল শুটিং চলাকালীন সেখানে বিক্ষোভ দেখান কৃষকরা । এরপর বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় নির্মাতাদের তরফে । পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

চলতি মাসের শুরুর দিকেই 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে পৌঁছান জাহ্নবী । মার্চ পর্যন্ত সেখানে শুটিং হওয়ার কথা । ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । সাধারণ এক মেয়ের জীবন যুদ্ধের কাহিনি তুলে ধরা হবে ছবিতে ।

পরিকল্পনা মতোই চলছিল শুটিং । কিন্তু, তাল কাটে কয়েকদিন আগেই । চলতি মাসের মাঝামাঝি সময় শুটিং চলাকালীন সেখানে ঢুকে পড়েছিলেন কয়েকজন কৃষক । কৃষক আন্দোলন নিয়ে জাহ্নবীকে বক্তব্য রাখার আবেদন জানান তাঁরা । এরপর জাহ্নবী বক্তব্য রাখতে রাজি হওয়ায় সেখান থেকে ফিরে যান আন্দোলনকারী কৃষকরা ।

কিন্তু, তারপর কয়েকটা দিন কাটতে না কাটতেই গতকাল ফের ওই ছবির শুটিং সেটে হাজির হন আন্দোলনকারী কৃষকরা । সূত্রের খবর, সেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা । পাশাপাশি জাহ্নবীকে মুম্বই ফিরে যাওয়ার জন্য স্লোগানও দেন । পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা । ফিরে যান হোটেলে । এরপর সেই হোটেলের বাইরেও দেখানো হয় বিক্ষোভ ।

তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । যদিও বিক্ষোভের খবর পেয়েই ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন ।

Last Updated : Jan 24, 2021, 7:44 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.