ETV Bharat / sitara

কৃষক আন্দোলনের জেরে পঞ্জাবে বন্ধ শুটিং, মুম্বই ফিরলেন জাহ্নবী - বন্ধ গুড লাক জেরির শুটিং

কৃষক আন্দোলনের সমর্থনে বেশ কয়েকদিন ধরেই জাহ্নবীকে মন্তব্য করতে বলা হয়েছিল । কিন্তু, মন্তব্য না করায় একাধিকবার শুটিং ফ্লোরে বিক্ষোভ দেখান কৃষকরা । বিক্ষোভের জেরে বন্ধ করে দেওয়া হয় শুটিং । তাই বাধ্য হয়ে শুটিং শেষ না করেই সম্প্রতি মুম্বই ফেরেন জাহ্নবী ।

েে্ি
্েিু
author img

By

Published : Feb 1, 2021, 8:00 AM IST

মুম্বই : কৃষক আন্দোলনের জেরে পঞ্জাবে ফের বন্ধ করে দেওয়া হল 'গুড লাক জেরি'-র শুটিং । আর তার জেরে বাধ্য হয়ে মুম্বই ফিরলেন জাহ্নবী কাপুর ।

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 26 নভেম্বর থেকে দিল্লির একাধিক সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি । আর তার মধ্যেই সম্প্রতি আপকামিং ছবি 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে গিয়েছিলেন জাহ্নবী । শুটিংয়ের সময় একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ।

কয়েকদিন আগেই শুটিং ফ্লোরের বাইরে বিক্ষোভ দেখান কৃষকরা । আন্দোলনের সমর্থনে জাহ্নবীকে মন্তব্য রাখার দাবি জানিয়েছিলেন । এরপর পরিস্থিতি বেগতিক দেখে মন্তব্য দিতে রাজি হয়ে গিয়েছিলেন জাহ্নবী । যদিও পরে আন্দোলনের সমর্থনে কোনও মন্তব্যই করেননি তিনি ।

তারপর কয়েকটা দিন কাটতে না কাটতেই 24 জানুয়ারি ফের পাটিয়ালায় ওই ছবির শুটিং সেটে হাজির হন আন্দোলনকারী কৃষকরা । সূত্রের খবর, সেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা । পাশাপাশি জাহ্নবীকে মুম্বই ফিরে যাওয়ার জন্য স্লোগানও দেন । পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা । ফিরে যান হোটেলে । এরপর হোটেলের বাইরেও বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা ।

তবে কয়েকদিন শুটিং বন্ধ রাখার পর ফের পাটিয়ালার পঞ্জাব বাগ এলাকায় এই ছবির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা । আর সেই খবর কৃষক সংগঠনগুলির কাছে পৌঁছানো মাত্রই ফের শুটিং ফ্লোরে চড়াও হন তাঁরা । বিক্ষোভের জেরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় শুটিং । এরপর বাধ্য হয়ে মুম্বই ফেরেন জাহ্নবী ।

এ প্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন, "কারও সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই । আন্দোলনের সমর্থনে তিনি মন্তব্য করলেই কোনও সমস্যা হত না । একবার তিনি মন্তব্য করুন । তারপরই তাঁরা এখানে শুটিং করতে পারবেন ।"

জানুয়ারির শুরুর দিকেই 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে পৌঁছান জাহ্নবী । মার্চ পর্যন্ত সেখানে শুটিং হওয়ার কথা ছিল । ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । সাধারণ এক মেয়ের জীবন যুদ্ধের কাহিনি তুলে ধরা হবে ছবিতে ।

মুম্বই : কৃষক আন্দোলনের জেরে পঞ্জাবে ফের বন্ধ করে দেওয়া হল 'গুড লাক জেরি'-র শুটিং । আর তার জেরে বাধ্য হয়ে মুম্বই ফিরলেন জাহ্নবী কাপুর ।

তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে 26 নভেম্বর থেকে দিল্লির একাধিক সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা । এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি । আর তার মধ্যেই সম্প্রতি আপকামিং ছবি 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে গিয়েছিলেন জাহ্নবী । শুটিংয়ের সময় একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে ।

কয়েকদিন আগেই শুটিং ফ্লোরের বাইরে বিক্ষোভ দেখান কৃষকরা । আন্দোলনের সমর্থনে জাহ্নবীকে মন্তব্য রাখার দাবি জানিয়েছিলেন । এরপর পরিস্থিতি বেগতিক দেখে মন্তব্য দিতে রাজি হয়ে গিয়েছিলেন জাহ্নবী । যদিও পরে আন্দোলনের সমর্থনে কোনও মন্তব্যই করেননি তিনি ।

তারপর কয়েকটা দিন কাটতে না কাটতেই 24 জানুয়ারি ফের পাটিয়ালায় ওই ছবির শুটিং সেটে হাজির হন আন্দোলনকারী কৃষকরা । সূত্রের খবর, সেটের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা । পাশাপাশি জাহ্নবীকে মুম্বই ফিরে যাওয়ার জন্য স্লোগানও দেন । পরিস্থিতি বেগতিক দেখে বাধ্য হয়ে শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নির্মাতারা । ফিরে যান হোটেলে । এরপর হোটেলের বাইরেও বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা ।

তবে কয়েকদিন শুটিং বন্ধ রাখার পর ফের পাটিয়ালার পঞ্জাব বাগ এলাকায় এই ছবির শুটিং শুরু করেছিলেন নির্মাতারা । আর সেই খবর কৃষক সংগঠনগুলির কাছে পৌঁছানো মাত্রই ফের শুটিং ফ্লোরে চড়াও হন তাঁরা । বিক্ষোভের জেরে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় শুটিং । এরপর বাধ্য হয়ে মুম্বই ফেরেন জাহ্নবী ।

এ প্রসঙ্গে এক আন্দোলনকারী বলেন, "কারও সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই । আন্দোলনের সমর্থনে তিনি মন্তব্য করলেই কোনও সমস্যা হত না । একবার তিনি মন্তব্য করুন । তারপরই তাঁরা এখানে শুটিং করতে পারবেন ।"

জানুয়ারির শুরুর দিকেই 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে পৌঁছান জাহ্নবী । মার্চ পর্যন্ত সেখানে শুটিং হওয়ার কথা ছিল । ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । সাধারণ এক মেয়ের জীবন যুদ্ধের কাহিনি তুলে ধরা হবে ছবিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.