মুম্বই : সানি লিওনের পর এবার ক্রিকেট খেলতে দেখা গেল জাহ্নবী কাপুরকে । পাটিয়ালা সালোয়ার কামিজ় পরেই ক্রিকেট খেলেন তিনি ।
এই মুহূর্তে পরবর্তী ছবি 'গুড লাক জেরি'-র শুটিংয়ের জন্য পঞ্জাবে রয়েছেন জাহ্নবী । সেখানেই ছবির কলাকুশলীদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন অভিনেত্রী ।
সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । পাটিয়ালা সালোয়ার পরে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর বল আসার সঙ্গে সঙ্গেই হাসিমুখে তার মুখোমুখি হন তিনি । দাপটের সঙ্গে ছয়ও মারেন ।
কয়েকদিন আগে ক্রিকেট খেলার ভিডিয়ো পোস্ট করেছিলেন সানি । রিয়েলিটি শো 'স্প্লিটসভিলা 13'-এর শুটিংয়ের জন্য এখন কেরালায় রয়েছেন । আর সেখানেই শোয়ের কলাকুশলী ও সন্তানদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'গুড লাক জেরি' পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । জাহ্নবী ছাড়াও এই ছবিতে রয়েছেন দীপক ডোবরিয়াল, মীতা বশিস্ত, নীরজ সুদ ও সুশান্ত সিং ।
এই ছবি ছাড়াও এই মুহূর্তে আরও দুটি ছবি রয়েছে জাহ্নবীর হাতে । সেই তালিকায় রয়েছে 'রু আফজ়া' ও 'দোস্তানা 2'।
কাজের দিক থেকে শেষবার 'গুঞ্জন সাক্সেনা : দা কার্গিল গার্ল'-এ দেখা গিয়েছিল জাহ্নবীকে । ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পায় ছবিটি । এই ছবির জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন জাহ্নবী ।