ETV Bharat / sitara

প্রকাশ্যে জাহ্নবীর 'গুড লাক জেরি' লুক - গুড লাক জেরি

এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । ইনস্টাগ্রামে ফার্স্টলুক শেয়ার করেন তিনি ।

sdf
sdf
author img

By

Published : Jan 11, 2021, 5:00 PM IST

মুম্বই : পরবর্তী ছবি 'গুড লাক জেরি'-র শুটিং শুরু করলেন জাহ্নবী কাপুর । এই ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই মুম্বই থেকে পঞ্জাবে পাড়ি দেন তিনি । চলতি বছরের মার্চ পর্যন্ত পঞ্জাবে এই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে । ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত ।

এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিস্থিতির শিকার হয়ে নিজের পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । আর এভাবেই এক সাধারণ মেয়ের লড়াইয়ের কাহিনি ফুটে উঠবে এই ছবিতে ।

ইনস্টাগ্রামে ছবিতে নিজের ফার্স্টলুক শেয়ার করেন জাহ্নবী । সেখানে তাঁর পরনে নীল রঙের সালোয়ার ও কমলা ওড়না । মাথায় বিনুনি । আর হাসি মুখে রাস্তা দিয়ে নিজের মনে হেঁটে চলেছেন তিনি ।

জাহ্নবীর এই লুকের সঙ্গে তাঁর মা শ্রীদেবীর অনেক মিল পেয়েছেন অনুরাগীরা ।

ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে দীপক ডোবরিয়াল, মিতা বশিস্ত, নীরজ সুদ ও সুশান্ত সিংসহ আরও অনেককে । এটি আসলে তামিল ছবি 'কোলামাভু কোকিলা'-র হিন্দি রিমেক । সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা । হিন্দিতে সেই চরিত্রেই দেখা যাবে জাহ্নবীকে । ছবিটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই ।

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন জাহ্নবী । একসঙ্গে 'দোস্তানা 2' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা । এছাড়াও দেখা যাবে নবাগত লক্ষ্য লালওয়ানিকে ।

তবে এই দুটি ছবি ছাড়াও আরও দুটি ছবি রয়েছে জাহ্নবীর হাতে । তার মধ্যে 'রু আফজ়া' ও 'তখত' অন্যতম । 'রু আফজ়া'-তে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । অন্যদিনে একাধিক তারকাকে নিয়ে তৈরি হতে চলেছে 'তখত'। সেখানে জাহ্নবীর পাশাপাশি দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল, অনিল কাপুর, করিনা কাপুর খান, আলিয়া ভাট ও ভূমি পেদনেকরকে ।

মুম্বই : পরবর্তী ছবি 'গুড লাক জেরি'-র শুটিং শুরু করলেন জাহ্নবী কাপুর । এই ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগেই মুম্বই থেকে পঞ্জাবে পাড়ি দেন তিনি । চলতি বছরের মার্চ পর্যন্ত পঞ্জাবে এই ছবির শুটিং হবে বলে জানা গিয়েছে । ছবিটি পরিচালনা করবেন সিদ্ধার্থ সেনগুপ্ত ।

এই ছবিতে উত্তর ভারতের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে জাহ্নবীকে । পরিস্থিতির শিকার হয়ে নিজের পরিবারকে বাঁচানোর জন্য অনেক লড়াই করতে হয় তাকে । আর এভাবেই এক সাধারণ মেয়ের লড়াইয়ের কাহিনি ফুটে উঠবে এই ছবিতে ।

ইনস্টাগ্রামে ছবিতে নিজের ফার্স্টলুক শেয়ার করেন জাহ্নবী । সেখানে তাঁর পরনে নীল রঙের সালোয়ার ও কমলা ওড়না । মাথায় বিনুনি । আর হাসি মুখে রাস্তা দিয়ে নিজের মনে হেঁটে চলেছেন তিনি ।

জাহ্নবীর এই লুকের সঙ্গে তাঁর মা শ্রীদেবীর অনেক মিল পেয়েছেন অনুরাগীরা ।

ছবিতে জাহ্নবী ছাড়াও দেখা যাবে দীপক ডোবরিয়াল, মিতা বশিস্ত, নীরজ সুদ ও সুশান্ত সিংসহ আরও অনেককে । এটি আসলে তামিল ছবি 'কোলামাভু কোকিলা'-র হিন্দি রিমেক । সেখানে মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন নয়নতারা । হিন্দিতে সেই চরিত্রেই দেখা যাবে জাহ্নবীকে । ছবিটি প্রযোজনা করবেন আনন্দ এল রাই ।

সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে গোয়ায় ঘুরতে গিয়েছিলেন জাহ্নবী । একসঙ্গে 'দোস্তানা 2' ছবিতে স্ক্রিন শেয়ার করবেন তাঁরা । এছাড়াও দেখা যাবে নবাগত লক্ষ্য লালওয়ানিকে ।

তবে এই দুটি ছবি ছাড়াও আরও দুটি ছবি রয়েছে জাহ্নবীর হাতে । তার মধ্যে 'রু আফজ়া' ও 'তখত' অন্যতম । 'রু আফজ়া'-তে রাজকুমার রাওয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । অন্যদিনে একাধিক তারকাকে নিয়ে তৈরি হতে চলেছে 'তখত'। সেখানে জাহ্নবীর পাশাপাশি দেখা যাবে রণবীর সিং, ভিকি কৌশল, অনিল কাপুর, করিনা কাপুর খান, আলিয়া ভাট ও ভূমি পেদনেকরকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.