ETV Bharat / sitara

'পাতাল লোক' থেকে কথা বললেন হাতিরাম... - জয়দীপ অহলওয়াত

'পাতাল লোক' নিয়ে দর্শকের মধ্য়ে শুরু হয়েছে উন্মাদনা । স্বর্গ, মর্ত্য আর পাতালের ফারাক খুঁজতে তাঁরা ভিড় জমাচ্ছেন অ্যামাজ়ন প্রাইমের পরদায় । সিরিজ়ের এই সাফল্যে আপ্লুত 'হাতিরাম চৌধুরি' থুড়ি জয়দীপ অহলওয়াত ।

Jaideep ahlawat in patal lok
Jaideep ahlawat in patal lok
author img

By

Published : May 19, 2020, 5:43 PM IST

মুম্বই : বড় বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতবর্ষটা কেমন ? যেখানে সমাজের 'কীটপতঙ্গ'-রা থাকে, যেখানকার উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের, অথচ ক্ষমতায় টিকে থাকতে গেলে সেই কীটপতঙ্গের সাহায্য প্রতিমুহূর্তে নিতে হয় স্বর্গ ও মর্ত্যের মানুষদের । আর এই তিন দুনিয়ার মধ্যে কোথাও ভারসম্যের এদিক ওদিক হলেই বিপর্যয় । এমনই একটা থিম নিয়ে তৈরি হয়েছে 'পাতাল লোক' । আর এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে জয়দীপ অহলওয়াত ।

IANS-কে অভিনেতা বললেন, "যখন হাতিরামের চরিত্রটি শোনানো হয়, আমি বুঝতে পারি যে, এত ভালো চরিত্র আমায় কোনওদিন অফার করা হয়নি । এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত ।"

Jaideep ahlawat in patal lok
ছবি সৌজন্যে IANS

"একজন পুলিশ অফিসার এক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে থেকেও নিজের মূল্যবোধকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইছে । এটা মানুষের খুব ভালো লেগেছে । এমন অনেকের মেসেজ পেয়েছি, যাঁরা জানিয়েছেন যে, আমার চরিত্রটির সঙ্গে তাঁরা অনেক মিল খুঁজে পেয়েছেন । নিজের কাজের প্রশংসা শুনলে খুব ভালো লাগে", বলে গেলেন জয়দীপ ।

Jaideep ahlawat in patal lok
ছবি সৌজন্যে IANS

15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । সিরিজ়টি পরিচালনার করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ । প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস প্রাইভেট লিমিটেড ।

মুম্বই : বড় বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতবর্ষটা কেমন ? যেখানে সমাজের 'কীটপতঙ্গ'-রা থাকে, যেখানকার উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের, অথচ ক্ষমতায় টিকে থাকতে গেলে সেই কীটপতঙ্গের সাহায্য প্রতিমুহূর্তে নিতে হয় স্বর্গ ও মর্ত্যের মানুষদের । আর এই তিন দুনিয়ার মধ্যে কোথাও ভারসম্যের এদিক ওদিক হলেই বিপর্যয় । এমনই একটা থিম নিয়ে তৈরি হয়েছে 'পাতাল লোক' । আর এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে জয়দীপ অহলওয়াত ।

IANS-কে অভিনেতা বললেন, "যখন হাতিরামের চরিত্রটি শোনানো হয়, আমি বুঝতে পারি যে, এত ভালো চরিত্র আমায় কোনওদিন অফার করা হয়নি । এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত ।"

Jaideep ahlawat in patal lok
ছবি সৌজন্যে IANS

"একজন পুলিশ অফিসার এক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে থেকেও নিজের মূল্যবোধকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইছে । এটা মানুষের খুব ভালো লেগেছে । এমন অনেকের মেসেজ পেয়েছি, যাঁরা জানিয়েছেন যে, আমার চরিত্রটির সঙ্গে তাঁরা অনেক মিল খুঁজে পেয়েছেন । নিজের কাজের প্রশংসা শুনলে খুব ভালো লাগে", বলে গেলেন জয়দীপ ।

Jaideep ahlawat in patal lok
ছবি সৌজন্যে IANS

15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । সিরিজ়টি পরিচালনার করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ । প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস প্রাইভেট লিমিটেড ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.