মুম্বই : বড় বড় শহরের চাকচিক্যের বাইরে আসল ভারতবর্ষটা কেমন ? যেখানে সমাজের 'কীটপতঙ্গ'-রা থাকে, যেখানকার উন্নয়ন নিয়ে কোনও মাথাব্যথা নেই সরকারের, অথচ ক্ষমতায় টিকে থাকতে গেলে সেই কীটপতঙ্গের সাহায্য প্রতিমুহূর্তে নিতে হয় স্বর্গ ও মর্ত্যের মানুষদের । আর এই তিন দুনিয়ার মধ্যে কোথাও ভারসম্যের এদিক ওদিক হলেই বিপর্যয় । এমনই একটা থিম নিয়ে তৈরি হয়েছে 'পাতাল লোক' । আর এই সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে জয়দীপ অহলওয়াত ।
IANS-কে অভিনেতা বললেন, "যখন হাতিরামের চরিত্রটি শোনানো হয়, আমি বুঝতে পারি যে, এত ভালো চরিত্র আমায় কোনওদিন অফার করা হয়নি । এত ভালো প্রতিক্রিয়া পেয়ে আমি আপ্লুত ।"
![Jaideep ahlawat in patal lok](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/adf1e35f4525d7bfebbe24bffcfea1f4_1905newsroom_1589890011_757.jpg)
"একজন পুলিশ অফিসার এক দুর্নীতিগ্রস্ত সিস্টেমের মধ্যে থেকেও নিজের মূল্যবোধকে টিকিয়ে রাখতে চাইছে, অন্যায়ের বিরুদ্ধে শাস্তি চাইছে । এটা মানুষের খুব ভালো লেগেছে । এমন অনেকের মেসেজ পেয়েছি, যাঁরা জানিয়েছেন যে, আমার চরিত্রটির সঙ্গে তাঁরা অনেক মিল খুঁজে পেয়েছেন । নিজের কাজের প্রশংসা শুনলে খুব ভালো লাগে", বলে গেলেন জয়দীপ ।
![Jaideep ahlawat in patal lok](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/99d895ac6b72afee6c7361ae2a05a515_1905newsroom_1589890011_614.jpg)
15 মে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেয়েছে 'পাতাল লোক' । সিরিজ়টি পরিচালনার করেছেন প্রসিত রায় ও অবিনাশ অরুণ । প্রযোজনা করেছে অনুষ্কা শর্মার সংস্থা ক্লিন স্লেট ফিল্মস প্রাইভেট লিমিটেড ।