ETV Bharat / sitara

সলমানের সম্পর্কে গোপন তথ্য ফাঁস জ্যাকলিনের ! - সলমান খান

সকাল, দুপুর ও রাত সব সময় কাজ করেন সলমান । তাঁকে ঘুমাতে প্রায় দেখা যায় না বললেই চলে । ভাইজানের সম্পর্কে এই গোপন তথ্য ফাঁস করেছেন জ্যাকলিন ।

্ু
্িু
author img

By

Published : Feb 4, 2020, 7:55 PM IST

মুম্বই : সলমান খানের সঙ্গে ইতিমধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । আর সেই কারণেই ভাইজানকে অনেকটা কাছ থেকে চেনেন তিনি । সম্প্রতি সলমানের সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী ।

একটি সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, "আমার মনে হয় না সলমান সম্পর্কে বেশি কিছু জানি আমি । কিন্তু, আমি যেহেতু তাঁর সঙ্গে কাজ করেছি তাই ওনার সম্পর্কে একটা বিষয় জানি । উনি একেবারেই ঘুমান না । সকাল, দুপুর ও রাত সব সময় কাজ করেন । বিমানে থাকুন বা 'বিগ বস'-এর সেটে যান অথবা কোনও গানের শুট করুন না কেন । সব সব সময় কাজ করেন । আমরা সব সময় তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলি ।"

গতকাল ভোপালে যান জ্যাকলিন । তার জন্য় যথেষ্ট আনন্দিত ছিলেন অভিনেত্রী । গতকাল ওই শহরে পা রাখার আগেই বিমান থেকে একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ।

এ বছর IIFA অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে । 27 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান । তার জন্যই গতকাল সলমানের সঙ্গে ভোপাল যান জ্যাকলিন । সেখানে মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গেও কথা বলেন তাঁরা ।

IIFA অ্যাওয়ার্ড 2020 হোস্ট করবেন সলমান ও রীতেশ দেশমুখ । আর অনুষ্ঠানে পারফর্ম করবেন জ্যাকলিন ও ক্যাটরিনা কাইফ । এছাড়া অরিজিৎ সিং সহ আরও অনেকেই গান গাইবেন অনুষ্ঠানে ।

কাজের দিক থেকে শেষবার জ্যাকলিনকে দেখা গিয়েছিল 'ড্রাইভ' ছবিতে । সেখানে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি । এখন 'অ্যাটাক'-এর শুটিং নিয়ে ব্যস্ত জ্যাকলিন । এখানে জন আব্রাহাম ও রকুল প্রীতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

মুম্বই : সলমান খানের সঙ্গে ইতিমধ্যে একাধিক ছবিতে কাজ করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । আর সেই কারণেই ভাইজানকে অনেকটা কাছ থেকে চেনেন তিনি । সম্প্রতি সলমানের সম্পর্কে একটি গোপন তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী ।

একটি সাক্ষাৎকারে জ্যাকলিন বলেন, "আমার মনে হয় না সলমান সম্পর্কে বেশি কিছু জানি আমি । কিন্তু, আমি যেহেতু তাঁর সঙ্গে কাজ করেছি তাই ওনার সম্পর্কে একটা বিষয় জানি । উনি একেবারেই ঘুমান না । সকাল, দুপুর ও রাত সব সময় কাজ করেন । বিমানে থাকুন বা 'বিগ বস'-এর সেটে যান অথবা কোনও গানের শুট করুন না কেন । সব সব সময় কাজ করেন । আমরা সব সময় তাঁকে বিশ্রাম নেওয়ার কথা বলি ।"

গতকাল ভোপালে যান জ্যাকলিন । তার জন্য় যথেষ্ট আনন্দিত ছিলেন অভিনেত্রী । গতকাল ওই শহরে পা রাখার আগেই বিমান থেকে একটি ছবি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন ।

এ বছর IIFA অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে । 27 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান । তার জন্যই গতকাল সলমানের সঙ্গে ভোপাল যান জ্যাকলিন । সেখানে মুখ্যমন্ত্রী কমলনাথের সঙ্গেও কথা বলেন তাঁরা ।

IIFA অ্যাওয়ার্ড 2020 হোস্ট করবেন সলমান ও রীতেশ দেশমুখ । আর অনুষ্ঠানে পারফর্ম করবেন জ্যাকলিন ও ক্যাটরিনা কাইফ । এছাড়া অরিজিৎ সিং সহ আরও অনেকেই গান গাইবেন অনুষ্ঠানে ।

কাজের দিক থেকে শেষবার জ্যাকলিনকে দেখা গিয়েছিল 'ড্রাইভ' ছবিতে । সেখানে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি । এখন 'অ্যাটাক'-এর শুটিং নিয়ে ব্যস্ত জ্যাকলিন । এখানে জন আব্রাহাম ও রকুল প্রীতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.