মুম্বই : লকডাউনে প্রত্যেকেরই জীবন বদলে দিয়েছে । সবার লাইফস্টাইল, জীবন সম্পর্কে ধারণা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা বদলেছে সবকিছুই । ব্যতিক্রম নন জ্যাকলিন ফার্নান্ডেজ় । এই লকডাউনে তাঁরও বেশ কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি হয়েছে ।
IANS-কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাকলিন বললেন, "এই অতিমারীতে আমি বুঝতে শিখেছি যে জীবনটা কত ছোটো ! প্রত্যেকটা দিন আমাদের মূল্যবান মনে করতে হবে । প্রত্যেকটা দিন বাঁচতে হবে আমাদের ।"
প্রকৃতিকে ভালোবাসতে গেলে আগে নিজেদের অস্তিত্বকে মূল্য দিতে হবে, উপলব্ধি জ্য়াকলিনের । অভিনেত্রী বললেন, "মানুষ হিসেবে আগে নিজেদের অস্তিত্বকে মূল্য দিতে হবে, তাহলেই আমরা প্রকৃতি মাকে ভালোবাসতে পারব । আমরা যা পেয়েছি, তার জন্য কৃতজ্ঞ হতে হবে, এই বিশ্বকে তা ফিরিয়ে দিতে হবে ।"
কাজের ক্ষেত্রে জ্যাকলিনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'মিসেস সিরিয়াল কিলার' । নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই থ্রিলার দর্শক ও সমালোচক কারও মন জিততে পারেনি । জ্য়াকলিনের অভিনয়ের তুমুল সমালোচনা হয়েছে ।
জন আব্রাহামের পরবর্তী ফিল্ম 'অ্যাটাক'-এ অভিনয় করতে চলেছেন অভিনেত্রী ।