ETV Bharat / sitara

'বচ্চন পান্ডে'-র দলে যোগ দিলেন জ্যাকলিন - Bachchan Pandey Jacqueline Fernandez

'বচ্চন পান্ডে' ছবিতে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারশি ও কৃতি শ্যাননের সঙ্গে যোগ দিলেন জ্যাকলিন । আজ সোশাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন তিনি ।

asd
asd
author img

By

Published : Dec 1, 2020, 10:31 AM IST

মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'। সেখানে আরশাদ ওয়ারশি ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর এবার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হওয়ার ইচ্ছা রয়েছে তার । এদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে । আর ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরশাদ ।

asd
.

শোনা যাচ্ছিল, কৃতি ছাড়াও এই ছবিতে আরও এক অভিনেত্রীকে দেখা যাবে । যদিও আগে তাঁর নাম ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । এরপর আজ জ্যাকলিনের নাম ঘোষণা করা হয় । ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা ।

ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করেন জ্যাকলিন । লেখেন, "বচ্চন পান্ডের দলে যোগ দিয়ে খুবই আনন্দিত ।"

এই ছবি প্রসঙ্গে জ্যাকলিন বলেন, "এর আগে নাদিয়াওয়ালার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি । অক্ষয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি । তাঁর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে । আশাকরি দর্শকদেরও ভালো লাগবে । জানুয়ারি থেকে শুটিং শুরু করব । তবে আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না । শুধু এইটুকু বলতে পারি যে একেবারে আলাদা লুকে দেখা যাবে আমাকে । এই লুকে আগে কখনও অভিনয় করিনি ।"

2021-এর 6 জানুয়ারি থেকে জয়সালমিরে ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । চলবে মার্চ পর্যন্ত । সূত্রের খবর, গাদিসার লেক ও জয়সালকটে ছবির শুটিং করা হবে ।

মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী ছবি 'বচ্চন পান্ডে'। সেখানে আরশাদ ওয়ারশি ও কৃতি শ্যাননের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । আর এবার এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত হলেন জ্যাকলিন ফার্নান্ডেজ় ।

ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় । যদিও গ্যাংস্টার নয় জীবনে অভিনেতা হওয়ার ইচ্ছা রয়েছে তার । এদিকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে কৃতিকে । কিন্তু, সাংবাদিক সে কোনও দিনই হতে চায়নি । বরং তার পরিচালক হওয়ার ইচ্ছে রয়েছে । আর ছবিতে অক্ষয়ের বন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরশাদ ।

asd
.

শোনা যাচ্ছিল, কৃতি ছাড়াও এই ছবিতে আরও এক অভিনেত্রীকে দেখা যাবে । যদিও আগে তাঁর নাম ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে । এরপর আজ জ্যাকলিনের নাম ঘোষণা করা হয় । ছবিটি পরিচালনা করবেন ফারহাদ সামজি । আর প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াওয়ালা ।

ইনস্টাগ্রামে এই খবরটি শেয়ার করেন জ্যাকলিন । লেখেন, "বচ্চন পান্ডের দলে যোগ দিয়ে খুবই আনন্দিত ।"

এই ছবি প্রসঙ্গে জ্যাকলিন বলেন, "এর আগে নাদিয়াওয়ালার সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি । অক্ষয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি । তাঁর সঙ্গে কাজ করতে খুব ভালো লাগে । আশাকরি দর্শকদেরও ভালো লাগবে । জানুয়ারি থেকে শুটিং শুরু করব । তবে আমার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলতে চাই না । শুধু এইটুকু বলতে পারি যে একেবারে আলাদা লুকে দেখা যাবে আমাকে । এই লুকে আগে কখনও অভিনয় করিনি ।"

2021-এর 6 জানুয়ারি থেকে জয়সালমিরে ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে । চলবে মার্চ পর্যন্ত । সূত্রের খবর, গাদিসার লেক ও জয়সালকটে ছবির শুটিং করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.