ETV Bharat / sitara

নতুন বিলাসবহুল বাড়িতে গিয়ে কাজের শেষ নেই জ্যাকলিনের - জ্যাকলিন ফার্নান্ডেজ়

সম্প্রতি নতুন বাড়িতে শিফ্ট করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । সেই বাড়িকে সাজানোর হাজারটা পরিকল্পনা রয়েছে অভিনেত্রীর । তাই প্রফেশনাল ব্যস্ততা সামলেও প্রতিদিন এক ঘণ্টা করে বাড়ির কাজ করছেন জ্যাকলিন ।

Jacqueline Fernandez work for house
Jacqueline Fernandez work for house
author img

By

Published : Feb 9, 2021, 3:46 PM IST

মুম্বই : দীর্ঘদিন ধরে বান্দ্রায় একটি ভাড়াবাড়িতে থাকতেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । সম্প্রতি বাড়ি বদল করে জুহুতে এসেছেন তিনি । আর এখানে এসে যেন কাজের শেষ নেই অভিনেত্রীর ।

বললেন, "আমি প্রতিদিন একঘণ্টা করে বাড়ির কাজ তরি । বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাজার করা এই ব্যাপারগুলোয় নজর রাখি ।"

তবে স্বাধীনচেতা জ্যাকলিনের কাছে এই দায়িত্বগুলো খুব আনন্দের । বরাবর স্বাধীনভাবে থাকতে চেয়েছেন তিনি । নতুন বাড়ির সর্বেসর্বা হয়ে বেশ ভালো লাগছে তাঁর ।

জ্যাকলিন বললেন, "একা থাকলে একটা স্বাধীনতা আসে ঠিকই । তবে একইসঙ্গে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় । তাই ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রাখাটা জরুরি ।"

শোনা যাচ্ছে জ্যাকলিনের এই নতুন বাড়িতে আগে প্রিয়াঙ্কা চোপড়া থাকতেন । সাত কোটি মূল্যের এই বাড়িতে নাকি এক বিশাল লিভিং এরিয়া এবং সুন্দর একটি বারান্দা রয়েছে ।

মুম্বই : দীর্ঘদিন ধরে বান্দ্রায় একটি ভাড়াবাড়িতে থাকতেন জ্যাকলিন ফার্নান্ডেজ় । সম্প্রতি বাড়ি বদল করে জুহুতে এসেছেন তিনি । আর এখানে এসে যেন কাজের শেষ নেই অভিনেত্রীর ।

বললেন, "আমি প্রতিদিন একঘণ্টা করে বাড়ির কাজ তরি । বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বাজার করা এই ব্যাপারগুলোয় নজর রাখি ।"

তবে স্বাধীনচেতা জ্যাকলিনের কাছে এই দায়িত্বগুলো খুব আনন্দের । বরাবর স্বাধীনভাবে থাকতে চেয়েছেন তিনি । নতুন বাড়ির সর্বেসর্বা হয়ে বেশ ভালো লাগছে তাঁর ।

জ্যাকলিন বললেন, "একা থাকলে একটা স্বাধীনতা আসে ঠিকই । তবে একইসঙ্গে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় । তাই ক্যারিয়ার আর ব্যক্তিগত জীবনের মধ্যে সামঞ্জস্য রাখাটা জরুরি ।"

শোনা যাচ্ছে জ্যাকলিনের এই নতুন বাড়িতে আগে প্রিয়াঙ্কা চোপড়া থাকতেন । সাত কোটি মূল্যের এই বাড়িতে নাকি এক বিশাল লিভিং এরিয়া এবং সুন্দর একটি বারান্দা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.