ETV Bharat / sitara

অক্টোবরে OTT-তে মুক্তি পাবে 'খালি পিলি' - Khaali Peeli OTT release

2 অক্টোবর অনন্যা পান্ডে ও ইশান খাট্টার অভিনীত 'খালি পিলি' মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে । আজ একথা ঘোষণা করেন ছবি নির্মাতা আলি আব্বাস জ়াফার ।

sd
ds
author img

By

Published : Sep 7, 2020, 3:29 PM IST

মুম্বই : অনন্যা পান্ডে ও ইশান খাট্টার অভিনীত 'খালি পিলি' মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে । 2 অক্টোবর জ়ি প্লেক্সে মুক্তি পাবে ছবিটি । আজ সোশাল মিডিয়ায় একথা ঘোষণা করেন ছবি নির্মাতা আলি আব্বাস জ়াফার ।

এই ছবিটি প্রযোজনা করেছেন আলি । আজ টুইটারে ছবির একটি পোস্টার শেয়ার করেন তিনি । লেখেন, "2 অক্টোবর সে আসছে ! জনগণ প্রস্তুত হয়ে যান, #খালিপিলি-র জন্য, জ়ি প্লেক্সে আসছে ছবিটি ।"

তবে শুধু আলিই নন । নিজেদের ইনস্টাগ্রামে এই ছবি মুক্তির দিন ঘোষণা করে পোস্ট করেন ইশান ও অনন্যা দু'জনেই ।

ছবিটি পরিচালনা করেছেন মকবুল খান । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করেন আলি আব্বাস জ়াফার, হিমাংশু মেহরা, জ়ি স্টুডিয়ো ও জয়দীপ আহলাওয়াত ।

ইশান ও অনন্যা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াতও । 12 জুন হলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, দেশে কোরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি হয় লকডাউন । বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল । আর সেই কারণেই পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ । অবশেষে 2 অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজ়ার । অ্যাকশন, রহস্য ও রোম্যান্সে ভরপুর এই টিজ়ারে একেবারে নতুন লুকে দেখা গিয়েছে অনন্যা ও ইশানকে । তবে এই ছবি দর্শকদের মন কতটা জিততে পারে এখন সেটাই দেখার ।

মুম্বই : অনন্যা পান্ডে ও ইশান খাট্টার অভিনীত 'খালি পিলি' মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্মে । 2 অক্টোবর জ়ি প্লেক্সে মুক্তি পাবে ছবিটি । আজ সোশাল মিডিয়ায় একথা ঘোষণা করেন ছবি নির্মাতা আলি আব্বাস জ়াফার ।

এই ছবিটি প্রযোজনা করেছেন আলি । আজ টুইটারে ছবির একটি পোস্টার শেয়ার করেন তিনি । লেখেন, "2 অক্টোবর সে আসছে ! জনগণ প্রস্তুত হয়ে যান, #খালিপিলি-র জন্য, জ়ি প্লেক্সে আসছে ছবিটি ।"

তবে শুধু আলিই নন । নিজেদের ইনস্টাগ্রামে এই ছবি মুক্তির দিন ঘোষণা করে পোস্ট করেন ইশান ও অনন্যা দু'জনেই ।

ছবিটি পরিচালনা করেছেন মকবুল খান । আর যৌথভাবে ছবিটি প্রযোজনা করেন আলি আব্বাস জ়াফার, হিমাংশু মেহরা, জ়ি স্টুডিয়ো ও জয়দীপ আহলাওয়াত ।

ইশান ও অনন্যা ছাড়াও এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াতও । 12 জুন হলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, দেশে কোরোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি হয় লকডাউন । বন্ধ করে দেওয়া হয় সিনেমা হল । আর সেই কারণেই পিছিয়ে যায় ছবি মুক্তির তারিখ । অবশেষে 2 অক্টোবর ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে ছবির টিজ়ার । অ্যাকশন, রহস্য ও রোম্যান্সে ভরপুর এই টিজ়ারে একেবারে নতুন লুকে দেখা গিয়েছে অনন্যা ও ইশানকে । তবে এই ছবি দর্শকদের মন কতটা জিততে পারে এখন সেটাই দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.