ETV Bharat / sitara

সুশান্ত মামলা : দেশ ছাড়ার পরিকল্পনা করছেন সন্দীপ ? - Sushant singh Rajput case update

বলিউড প্রযোজক এবং সুশান্তের বন্ধু সন্দীপ সিং । অভিনেতার মৃত্যু মামলায় একাধিকবার জড়িয়েছে সন্দীপের নাম । এবার শোনা গেল এক চাঞ্চল্যকর তথ্য । IANS সূত্রে জানা যাচ্ছে যে, সন্দীপ নাকি লন্ডন পালানোর পরিকল্পনা করছেন ।

Sushant singh Rajput case update
Sushant singh Rajput case update
author img

By

Published : Aug 25, 2020, 5:27 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের ফ্যামিলি ফ্রেন্ড নীলোৎপল মৃণাল সোশাল মিডিয়ায় একটি টুইট করেছেন । তিনি জানিয়েছেন যে, সুশান্তের বন্ধু সন্দীপ নাকি লন্ডন পালানোর পরিকল্পনা করছেন । যদিও এই খবরের সত্যতা কতটা সেটা জানা যায়নি ।

নীলোৎপল লিখেছেন, "ভারত ছাড়ার পরিকল্পনা করছেন সন্দীপ । এই মাসের শেষেই তিনি লন্ডন পালানোর পরিকল্পনা করেছেন । ভিসাও তৈরি হয়ে গেছে ।" যদিও সন্দীপের পদবীর উল্লেখ করেননি নীলোৎপল, তবুও নেটিজেনদের মতে তিনি সন্দীপ সিংয়ের কথাই বলছিলেন ।

CBI এই তদন্তের ভার নেওয়ার পর সন্দীপকে এখনও তলব করেনি তারা । আর সেই কারণেই টুইটার ইউজ়ারদের মনে হচ্ছে সন্দীপ হয়তো ইতিমধ্যেই দুবাই চলে গেছেন, নয়তো খুব তাড়াতাড়ি লন্ডন যেতে চলেছেন ।

Sushant singh Rajput case update
.

সুশান্তের মৃত্যুর পর সন্দীপ তাঁর সোশাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে অনেক কথা লেখেন । লোখান্ডওয়ালাতে সুশান্ত আর অঙ্কিতার সঙ্গে থাকাকালীন তাঁর সুন্দর স্মৃতিগুলোই রোমন্থন করেছিলেন তিনি ।

কিন্তু, তারপর সন্দীপকে নিয়ে নানা ধরনের কথা সামনে এসেছে । যেগুলো এই মামলার জন্য খুব একটা অনুকূল নয় । সত্যিটা খুঁজে বার করছে CBI ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের ফ্যামিলি ফ্রেন্ড নীলোৎপল মৃণাল সোশাল মিডিয়ায় একটি টুইট করেছেন । তিনি জানিয়েছেন যে, সুশান্তের বন্ধু সন্দীপ নাকি লন্ডন পালানোর পরিকল্পনা করছেন । যদিও এই খবরের সত্যতা কতটা সেটা জানা যায়নি ।

নীলোৎপল লিখেছেন, "ভারত ছাড়ার পরিকল্পনা করছেন সন্দীপ । এই মাসের শেষেই তিনি লন্ডন পালানোর পরিকল্পনা করেছেন । ভিসাও তৈরি হয়ে গেছে ।" যদিও সন্দীপের পদবীর উল্লেখ করেননি নীলোৎপল, তবুও নেটিজেনদের মতে তিনি সন্দীপ সিংয়ের কথাই বলছিলেন ।

CBI এই তদন্তের ভার নেওয়ার পর সন্দীপকে এখনও তলব করেনি তারা । আর সেই কারণেই টুইটার ইউজ়ারদের মনে হচ্ছে সন্দীপ হয়তো ইতিমধ্যেই দুবাই চলে গেছেন, নয়তো খুব তাড়াতাড়ি লন্ডন যেতে চলেছেন ।

Sushant singh Rajput case update
.

সুশান্তের মৃত্যুর পর সন্দীপ তাঁর সোশাল মিডিয়ায় অভিনেতাকে নিয়ে অনেক কথা লেখেন । লোখান্ডওয়ালাতে সুশান্ত আর অঙ্কিতার সঙ্গে থাকাকালীন তাঁর সুন্দর স্মৃতিগুলোই রোমন্থন করেছিলেন তিনি ।

কিন্তু, তারপর সন্দীপকে নিয়ে নানা ধরনের কথা সামনে এসেছে । যেগুলো এই মামলার জন্য খুব একটা অনুকূল নয় । সত্যিটা খুঁজে বার করছে CBI ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.