মুম্বই : এক সময়ে ইমরান হাশমিকে বলিউডের সিরিয়াল কিসার বলে অভিহিত করা হত । কারণ সিনেমা যেমনই হোক, কনটেন্ট যা-ই হোক, ইমরানকে সেখানে হিরোইনকে চুমু খেতে দেখা যাবেই । এবার কি ইমরানের পথ অনুসরণ করছেন আদিত্য ?
হ্যাঁ, আদিত্য রায় কাপুরকে এই প্রশ্ন করা হল ট্রেলার লঞ্চ ইভেন্টে । কারণ একটাই, 'আশিকী 2' বা 'ওকে জানু'-র মতো ছবিতে তাঁকে হিরোইনকে চুম্বন করতে দেখা গেছে বারে বারে । প্রশ্নের উত্তরে কী বললেন অভিনেতা ?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আদিত্য বললেন, "'আশিকী 2' ছবিতে আমি কোটের তলায় কী করছিলাম কেউ দেখতে পায়নি কিন্তু.. তবে যদি আমি ইমরানের পথ অনুসরণ করতে পারি তাহলে খুব সম্মানিত বোধ করব । আমি সমস্ত প্রতিকূলতাকে পিছনে ঠেলার চেষ্টা করছি । তবে পরের ছবিগুলোতে কী হবে আমি জানি না ।"
আনজানি আগাশেইন পরিচালিত এই 'মলঙ্গ' ছবিতে অনিল কাপুর এক পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন । তাঁকেও ছাড়ে না মিডিয়া । সাংবাদিকরা অনিলকে প্রশ্ন করে, আদিত্য-দিশার এই রোম্যান্স দেখে তাঁর হিংসা হয়েছে কিনা ।
উত্তরে অনিল বলেন, "আপনি কী চান, আমি বাড়িতে পিটুনি খাই ? তবে সত্যি বলতে খারাপ তো একটু লাগেই ।" ইভেন্টে উপস্থিত সবাই হেসে ওঠেন । দেখে নিন ভিডিয়ো...