ETV Bharat / sitara

'দঙ্গল'-এর পর ফের স্পোর্ট ফিল্মে আমির ? - আমির খানের খবর

'দঙ্গল'-এর পর নাকি ফের একটি স্পোর্ট ফিল্মে অভিনয় করবেন আমির খান । 'শুভ মঙ্গল সাবধান'-এর পরিচালক আর.এস.প্রসন্নর সঙ্গে নাকি কথাবার্তা চলছে অভিনেতার ।

aamir khan in sports film
aamir khan in sports film
author img

By

Published : Jan 29, 2021, 8:56 PM IST

মুম্বই : আমির খানকে বড় পরদায় না দেখতে পাওয়ার আক্ষেপ দিন দিন বাড়ছে দর্শকের । 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর পর আর দেখা নেই আমিরের । তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না আমির-অনুরাগীদের । এক ঝাঁক নতুন ছবি নিয়ে আসছেন অভিনেতা ।

'লাল সিং চড্ডা', 'মোগুল' বা গুলশন কুমারের বায়োপিক ছাড়াও একটি স্পোর্ট ফিল্মে অভিনয় করতে চলেছেন আমির । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'শুভ মঙ্গল সাবধান'-এর পরিচালক আর.এস.প্রসন্নর সঙ্গে নাকি এমন একটি ছবি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে অভিনেতার ।

aamir khan in sports film
প্রসন্ন

শোনা যাচ্ছে প্রসন্ন এবং আমিরের বেশ কয়েক দফা আলাপ-আলোচনা হয়ে গেছে ছবিটি নিয়ে । স্পোর্ট ফিল্ম হলেও সেখানে নাকি একটা কমিক অ্যাঙ্গল থাকবে । তবে পুরোটাই আলোচনার স্তরে রয়েছে ।

এদিকে গুরু দত্তের বায়োপিকে অভিনয় করার ব্যাপারেও আগ্রহ রয়েছে আমিরের । সব মিলে বেশ ব্যস্ততার মধ্যে কাটছে মিস্টার পারফেকশনিস্টের পোস্ট লকডাউন পিরিয়ড ।

মুম্বই : আমির খানকে বড় পরদায় না দেখতে পাওয়ার আক্ষেপ দিন দিন বাড়ছে দর্শকের । 'ঠাগস অফ হিন্দুস্তান'-এর পর আর দেখা নেই আমিরের । তবে খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না আমির-অনুরাগীদের । এক ঝাঁক নতুন ছবি নিয়ে আসছেন অভিনেতা ।

'লাল সিং চড্ডা', 'মোগুল' বা গুলশন কুমারের বায়োপিক ছাড়াও একটি স্পোর্ট ফিল্মে অভিনয় করতে চলেছেন আমির । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'শুভ মঙ্গল সাবধান'-এর পরিচালক আর.এস.প্রসন্নর সঙ্গে নাকি এমন একটি ছবি নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে অভিনেতার ।

aamir khan in sports film
প্রসন্ন

শোনা যাচ্ছে প্রসন্ন এবং আমিরের বেশ কয়েক দফা আলাপ-আলোচনা হয়ে গেছে ছবিটি নিয়ে । স্পোর্ট ফিল্ম হলেও সেখানে নাকি একটা কমিক অ্যাঙ্গল থাকবে । তবে পুরোটাই আলোচনার স্তরে রয়েছে ।

এদিকে গুরু দত্তের বায়োপিকে অভিনয় করার ব্যাপারেও আগ্রহ রয়েছে আমিরের । সব মিলে বেশ ব্যস্ততার মধ্যে কাটছে মিস্টার পারফেকশনিস্টের পোস্ট লকডাউন পিরিয়ড ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.