মুম্বই : প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবনের বিশেষ বিশেষ মুহূর্ত মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় শেয়ার করছেন ছেলে বাবিল খান । অভিনেতার অনুরাগীদের সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছেন টুকরো টুকরো ফ্ল্যাশব্যাক । সম্প্রতি আরও একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বাবিল ।
পাহাড়ি কোনও এলাকায় একদল স্কুলের বাচ্চাদের সঙ্গে দাঁড়িয়ে ইরফান । বাচ্চারা কার্যত তাঁকে ঘিরে রেখেছে । তারকাসুলভ কোনও আচরণ নেই ইরফানের মধ্যে । বরং তিনি বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন ।
বাবিল লিখেছেন, "যখনই ফার্মহাউজ়ে সময় কাটাত বাবা, তখনই এই বাচ্চারা আর স্কুলের হেডমাস্টারমশাই ওঁর সঙ্গে দেখা করে যেত.." টুপি পরা ইরফান হাসিমুখে সময়টা উপভোগ করছেন । বিশ্বাস হচ্ছে না যে, মানুষটা আর নেই ।
ইরফানের জীবনের এমন একটি বিশেষ মুহূর্তের ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা । ইশান খট্টর মন্তব্য করেছেন, "মূল্যবান" । এছাড়াও আরও অনেকে অনেক মন্তব্য করেছেন । দেখে নিন বাবিলের পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">