ETV Bharat / sitara

কন্যাসন্তান চেয়েছিলেন ইরফান-সুতপা - ইরফান খানের খবর

আজ 'কন্যা দিবস', ইংরেজিতে যাকে বলে Daughters' Day । এই বিশেষ দিনটিতে একটি গোপন কথা শেয়ার করলেন ইরফান খানের পত্নী সুতপা শিকদার । জানালেন যে, তাঁরা দু'জনেই এক কন্যাসন্তান চেয়েছিলেন ।

irrfan khan wanted daughter
irrfan khan wanted daughter
author img

By

Published : Sep 27, 2020, 6:08 PM IST

মুম্বই : বাবিল আর অয়ন, ইরফান-সুতপার দুই ছেলে । তবে তাঁরা দু'জনেই তীব্রভাবে চেয়েছিলেন যে একটি কন্যাসন্তান হোক তাঁদের । তাই দ্বিতীয় ছেলে হওয়ার পর মন ভেঙে যায় সুতপার । মন ভাঙে হয়তো ইরফানেরও ।

একটি বিজ্ঞাপন ক্যাম্পেনের জন্য সুতপা ফেসবুকে শেয়ার করেছেন কিছু কথা । নারীদের ক্ষমতায়ন নিয়ে তৈরি সেই ক্যাম্পেনে সুতপার কথাগুলো খুবই অনুপ্রেরণাদায়ক । কী লিখেছেন তিনি ?

"আমি আর ইরফান তীব্রভাবে চেয়েছিলাম যে, আমাদের একটি কন্যাসন্তান হোক । এতটাই তীব্র ছিল সেই ইচ্ছে যে, দ্বিতীয় ডেলিভারির পর ডাক্তার 'ছেলে' শব্দটি উচ্চারণ অবধি করতে পারেননি । বলেছিলেন, "কনগ্র্যাচুলেশনস ! আপনাদের সন্তান সুস্থ আছে" । আমার কষ্ট হয়েছিল....হ্যাঁ আমি ভেঙে পড়েছিলাম ।"

শুধু কন্যাসন্তান হয়নি বলে নয়, সুতপা ভেঙে পড়েছিলেন আরও একটি কারণে । কারণ ইরফানের মতো বাবার থেকে বঞ্চিত হল এক কন্যাসন্তান, ভেবেই মন খারাপ হয়েছিল সুতপার ।

এক কন্যাসন্তানকে বড় করা, তার পেরেন্টিং করা সহজ ব্যাপার নয় । তাকে স্বাধীনতা দিয়ে দিলেই নিজেদের দায়িত্ব শেষ হয়ে যায় না, মনে করেন সুতপা । আর ঠিক এই কারণেই ইরফানের মতো একজন বাবার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি । তাঁর মতো বাবা পাওয়া হল না কোনও এক মেয়ের...এটা মেনে নেওয়া সুতপার জন্য খুবই কষ্টকর ছিল ।

দেখে নিন সুতপার পোস্ট...

irrfan khan wanted daughter
সৌজন্যে ফেসবুক

মুম্বই : বাবিল আর অয়ন, ইরফান-সুতপার দুই ছেলে । তবে তাঁরা দু'জনেই তীব্রভাবে চেয়েছিলেন যে একটি কন্যাসন্তান হোক তাঁদের । তাই দ্বিতীয় ছেলে হওয়ার পর মন ভেঙে যায় সুতপার । মন ভাঙে হয়তো ইরফানেরও ।

একটি বিজ্ঞাপন ক্যাম্পেনের জন্য সুতপা ফেসবুকে শেয়ার করেছেন কিছু কথা । নারীদের ক্ষমতায়ন নিয়ে তৈরি সেই ক্যাম্পেনে সুতপার কথাগুলো খুবই অনুপ্রেরণাদায়ক । কী লিখেছেন তিনি ?

"আমি আর ইরফান তীব্রভাবে চেয়েছিলাম যে, আমাদের একটি কন্যাসন্তান হোক । এতটাই তীব্র ছিল সেই ইচ্ছে যে, দ্বিতীয় ডেলিভারির পর ডাক্তার 'ছেলে' শব্দটি উচ্চারণ অবধি করতে পারেননি । বলেছিলেন, "কনগ্র্যাচুলেশনস ! আপনাদের সন্তান সুস্থ আছে" । আমার কষ্ট হয়েছিল....হ্যাঁ আমি ভেঙে পড়েছিলাম ।"

শুধু কন্যাসন্তান হয়নি বলে নয়, সুতপা ভেঙে পড়েছিলেন আরও একটি কারণে । কারণ ইরফানের মতো বাবার থেকে বঞ্চিত হল এক কন্যাসন্তান, ভেবেই মন খারাপ হয়েছিল সুতপার ।

এক কন্যাসন্তানকে বড় করা, তার পেরেন্টিং করা সহজ ব্যাপার নয় । তাকে স্বাধীনতা দিয়ে দিলেই নিজেদের দায়িত্ব শেষ হয়ে যায় না, মনে করেন সুতপা । আর ঠিক এই কারণেই ইরফানের মতো একজন বাবার প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি । তাঁর মতো বাবা পাওয়া হল না কোনও এক মেয়ের...এটা মেনে নেওয়া সুতপার জন্য খুবই কষ্টকর ছিল ।

দেখে নিন সুতপার পোস্ট...

irrfan khan wanted daughter
সৌজন্যে ফেসবুক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.