ETV Bharat / sitara

'মেয়ে নাকি ?', ফেস মাস্ক লাগিয়ে ট্রোলের মুখে ইরফান-পুত্র বাবিল

ভ্যালেন্টাইন'স ডে-তে মুখে ফেসমাস্ক লাগিয়ে রূপচর্চা করছিলেন বাবিল খান । আর সেই থেকেই তাঁকে টার্গেট করে চলছে একের পর এক আক্রমণ । মেয়ে বলে কটাক্ষও শুনতে হয়েছে বাবিলকে । এই প্রসঙ্গে জবাব দিলেন তিনি ।

Irrfan Khan son babil called girl
Irrfan Khan son babil called girl
author img

By

Published : Feb 26, 2021, 6:40 PM IST

মুম্বই : মুখ বুজে অন্যায় মেনে নেওয়ার পাত্র নন বাবিল খান । উদারমনস্ক ও শিক্ষিত বাবা ইরফান খানের আদর্শ তাঁর রক্তে মিশে গেছে । সামান্য ফেসমাস্ক লাগালে যদি 'মেয়ে' তকমা দেওয়া হয়, তাহলে সেই তকমার বিরুদ্ধে তিনি অবশ্যই রুখে দাঁড়াবেন..এমনটাই ইরফানের শিক্ষা ।

ভ্যালেন্টাইন'স ডে-তে মুখে ফেসমাস্ক লাগিয়ে রূপচর্চা করছিলেন বাবিল খান । না, তাঁর কোনও প্রেমিকা নেই, এমনিই ত্বকের যত্ন নিচ্ছিলেন তিনি । তবে সমাজের সীমিত বোধ অনুযায়ী এই আচরণ নাকি মেয়েসুলভ ।

Irrfan Khan son babil called girl
বাবার পাশে...

লাগাতার আক্রান্ত হয়ে অবশেষে মুখ খুললেন বাবিল । বললেন, "নিজের ভিতরে থাকা নারীকে চেনার মধ্যেই পুরুষত্বের জয় । এক নারীর মনকে উপলব্ধি না করলে, তা কেবলমাত্র এক বিষাক্ত পুরুষত্বের জন্ম দেয় ।"

এই বয়সে বাবিলের এমন উপলব্ধি দেখে অনেকেই প্রশংসা করেছেন । বাবিল লিখেছেন, "হ্যাঁ, আমি ত্বকচর্চা করতে ভালোবাসি, নিজেকে সেক্সি দেখাতে ভালোবাসি ।" আর এই নিয়ে কোনও আক্ষেপ নেই ইরফান-পুত্রের ।

মুম্বই : মুখ বুজে অন্যায় মেনে নেওয়ার পাত্র নন বাবিল খান । উদারমনস্ক ও শিক্ষিত বাবা ইরফান খানের আদর্শ তাঁর রক্তে মিশে গেছে । সামান্য ফেসমাস্ক লাগালে যদি 'মেয়ে' তকমা দেওয়া হয়, তাহলে সেই তকমার বিরুদ্ধে তিনি অবশ্যই রুখে দাঁড়াবেন..এমনটাই ইরফানের শিক্ষা ।

ভ্যালেন্টাইন'স ডে-তে মুখে ফেসমাস্ক লাগিয়ে রূপচর্চা করছিলেন বাবিল খান । না, তাঁর কোনও প্রেমিকা নেই, এমনিই ত্বকের যত্ন নিচ্ছিলেন তিনি । তবে সমাজের সীমিত বোধ অনুযায়ী এই আচরণ নাকি মেয়েসুলভ ।

Irrfan Khan son babil called girl
বাবার পাশে...

লাগাতার আক্রান্ত হয়ে অবশেষে মুখ খুললেন বাবিল । বললেন, "নিজের ভিতরে থাকা নারীকে চেনার মধ্যেই পুরুষত্বের জয় । এক নারীর মনকে উপলব্ধি না করলে, তা কেবলমাত্র এক বিষাক্ত পুরুষত্বের জন্ম দেয় ।"

এই বয়সে বাবিলের এমন উপলব্ধি দেখে অনেকেই প্রশংসা করেছেন । বাবিল লিখেছেন, "হ্যাঁ, আমি ত্বকচর্চা করতে ভালোবাসি, নিজেকে সেক্সি দেখাতে ভালোবাসি ।" আর এই নিয়ে কোনও আক্ষেপ নেই ইরফান-পুত্রের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.