ETV Bharat / sitara

'আংরেজ়ি মিডিয়াম'-এর পোস্টারে ইরফান-রাধিকা - radhika madan

'আংরেজ়ি মিডিয়াম' 2020-র 20 মার্চ মুক্তি পাবে । ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন ইরফান খান, করিনা কাপুর ও রাধিকা মদন । আজ প্রকাশ্যে এসেছে ছবির একটি নতুন পোস্টার ।

dfg
dfg
author img

By

Published : Feb 12, 2020, 2:04 PM IST

মুম্বই : প্রকাশ্যে এল 'আংরেজ়ি মিডিয়াম'-এর নতুন পোস্টার । সেখানে ঐতিহ্যবাহী ব্রিটিশ নিরাপত্তারক্ষীদের পোশাকে দেখা গেছে ইরফান খানকে । আর তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন রাধিকা মদন । তাঁর পরনে রয়েছে স্কুলের পোশাক । সঙ্গে পিঠে ব্যাগ । গতকাল মুক্তি পাবে ছবির ট্রেলার ।

পোস্টারের পাশাপাশি একটি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । যার ভয়েস ওভার দিয়েছেন ইরফান নিজেই । আর ওই ভিডিয়োর মাধ্যমে ছবি সম্পর্কে কিছু বার্তাও দেন তিনি । ছবির একাধিক দৃশ্যকে নিয়ে ভিডিয়োটি তৈরি করা হয় ।

এর আগে 2017 সালে মুক্তি পেয়েছিল ইরফানের 'হিন্দি মিডিয়াম' ছবিটি । সন্তানকে ভালো স্কুলে ভরতি করার ইচ্ছা থাকে সব অভিভাবকের । অনেকেই এখন ইংরেজি মিডিয়াম স্কুলকে বেশি পছন্দ করেন । কিন্তু, সেখানে সন্তানকে ভরতি করতে গিয়ে রীতিমতো কষ্ট করতে হয় অভিভাবকদের । সরকারি স্কুলে এখন অনেকটাই ব্যাক ফুটে । এই সব গল্পই তুলে ধরা হয় ছবিতে । আর এবার ওই স্কুলের গল্প নিয়ে ফিরছেন ইরফান । ছবির নাম 'আংরেজ়ি মিডিয়াম'।

ছবির শুটিং শুরু হয় বহুদিন আগেই । কিন্তু, তার মাঝে ইরফানের ক্যানসার ধরা পড়ে । যার জন্য বেশ কিছুদিন শুটিং করতে পারেননি তিনি । এরপর সুস্থ হয়ে শুটিং শুরু করেন তিনি ।

হোমি আদাজানিয়ার পরিচালনায় ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন করিনা কাপুর ও রাধিকা মদন । করিনাকে একজন পুলিশের চরিত্রে ও রাধিকাকে ইরফানের মেয়ের চরিত্রে দেখা যাবে । রয়েছেন ডিম্পল কাপাডিয়াও । পাশাপাশি ছবিতে ইরফানের ভাই ও খুড়তুতো ভাইয়ের চরিত্রে দেখা যাবে দীপক দোবরিয়াল ও মনু ঋষিকে । তাঁরা তিনজনই মিষ্টির দোকান চালান ।

সব ঠিক থাকলে চলতি বছরের 20 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : প্রকাশ্যে এল 'আংরেজ়ি মিডিয়াম'-এর নতুন পোস্টার । সেখানে ঐতিহ্যবাহী ব্রিটিশ নিরাপত্তারক্ষীদের পোশাকে দেখা গেছে ইরফান খানকে । আর তাঁকে জড়িয়ে ধরে রয়েছেন রাধিকা মদন । তাঁর পরনে রয়েছে স্কুলের পোশাক । সঙ্গে পিঠে ব্যাগ । গতকাল মুক্তি পাবে ছবির ট্রেলার ।

পোস্টারের পাশাপাশি একটি প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো । যার ভয়েস ওভার দিয়েছেন ইরফান নিজেই । আর ওই ভিডিয়োর মাধ্যমে ছবি সম্পর্কে কিছু বার্তাও দেন তিনি । ছবির একাধিক দৃশ্যকে নিয়ে ভিডিয়োটি তৈরি করা হয় ।

এর আগে 2017 সালে মুক্তি পেয়েছিল ইরফানের 'হিন্দি মিডিয়াম' ছবিটি । সন্তানকে ভালো স্কুলে ভরতি করার ইচ্ছা থাকে সব অভিভাবকের । অনেকেই এখন ইংরেজি মিডিয়াম স্কুলকে বেশি পছন্দ করেন । কিন্তু, সেখানে সন্তানকে ভরতি করতে গিয়ে রীতিমতো কষ্ট করতে হয় অভিভাবকদের । সরকারি স্কুলে এখন অনেকটাই ব্যাক ফুটে । এই সব গল্পই তুলে ধরা হয় ছবিতে । আর এবার ওই স্কুলের গল্প নিয়ে ফিরছেন ইরফান । ছবির নাম 'আংরেজ়ি মিডিয়াম'।

ছবির শুটিং শুরু হয় বহুদিন আগেই । কিন্তু, তার মাঝে ইরফানের ক্যানসার ধরা পড়ে । যার জন্য বেশ কিছুদিন শুটিং করতে পারেননি তিনি । এরপর সুস্থ হয়ে শুটিং শুরু করেন তিনি ।

হোমি আদাজানিয়ার পরিচালনায় ছবিতে ইরফান ছাড়াও রয়েছেন করিনা কাপুর ও রাধিকা মদন । করিনাকে একজন পুলিশের চরিত্রে ও রাধিকাকে ইরফানের মেয়ের চরিত্রে দেখা যাবে । রয়েছেন ডিম্পল কাপাডিয়াও । পাশাপাশি ছবিতে ইরফানের ভাই ও খুড়তুতো ভাইয়ের চরিত্রে দেখা যাবে দীপক দোবরিয়াল ও মনু ঋষিকে । তাঁরা তিনজনই মিষ্টির দোকান চালান ।

সব ঠিক থাকলে চলতি বছরের 20 মার্চ মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.