মুম্বই : কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভরতি করা হয়েছে ইরফান খানকে । তাঁর কোলোনে সংক্রমণ ধরা পড়েছে । IANS-কে জানালেন অভিনেতার মুখপাত্র ।
তিনি জানালেন, "হ্যাঁ, ইরফান খানকে কোকিলাবেন হাসপাতালের ICU-তে রাখা হয়েছে । কোলোনে একটা সংক্রমণ হয়েছে । আমরা সমস্ত আপডেট দিতে থাকব । আপাতত ডাক্তারদের কড়া নজরদারিতে রয়েছেন অভিনেতা ।"
তিনি আরও জানান, "এত বছর ধরে মনের জোর আর সাহসে ভর করে ও সমস্ত লড়াই জিতে এসেছে । এবারও ইচ্ছেশক্তি আর অনুরাগীদের ভালোবাসায় ইরফান খান আবার সুস্থ হয়ে উঠবেন আশা করছি ।"
মনের জোর যে ইরফানের অন্যতম সম্বল সেটা সবাই জানেন । নাহলে ক্যানসারের চিকিৎসা চলতে চলতে 'আংরেজ়ি মিডিয়াম'-এর শুটিং করতে পারতেন না তিনি । সম্প্রতি OTT প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি । ফের একবার ইরফানের অভিনয় দক্ষতা নজর কেড়েছে সবার ।