ETV Bharat / sitara

"এত টাকা, ভালো জামা কিনতে পার না?", পোশাক নিয়ে ট্রোলড আমির-কন্যা ইরা - আমির খান

ট্রোলিং যেন সোশাল মিডিয়ার একটা প্র্যাক্টিস হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। নেটিজেনরা যেন সেলেব্রিটিদের খুঁত ধরার জন্য মুখিয়ে থাকেন। বান্দ্রায় একটি ইভেন্টে গিয়ে নিজের পোশাকের জন্য ট্রোলড হলেন আমির খানের মেয়ে ইরা খান।

ইরা খানের জামা
author img

By

Published : Aug 26, 2019, 1:43 PM IST

মুম্বই : "এত টাকা, ভালো জামা কিনতে পার না?" এই ভাষায় ট্রোলাররা আক্রমণ করলেন ইরাকে। কালো লেদারের পোশাক আর লাল লিপস্টিকে পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ইরা। তাঁর পোশাককে তুলনা করা হল 'গ্ল্যাডিয়েটর'-এর ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে।

সম্প্রতি থিয়েটার পরিচালনার কাজে হাত দিয়েছেন ইরা। সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। আর তাঁকে নিয়েও সোশাল মিডিয়া বেশ অ্যাক্টিভ। তিনি কোথায় যাচ্ছেন, কী পরে যাচ্ছেন এই সব নিয়ে রীতিমতো চর্চা চলে সেখানে।

ইরার পোশাক দেখে কেউ লিখেছেন, "কি বাজে পোশাক!" তো কেউ লিখেছেন, "দেখে মনে হচ্ছে তুমি গ্ল্যাডিয়েটর-ইস্ক পর্ণ ছবির অডিশন দিতে যাচ্ছ।" ভিডিয়োতে দেখুন ইরার সেই পোশাক...

এই পোশাকের জন্যই ট্রোলড ইরা

মুম্বই : "এত টাকা, ভালো জামা কিনতে পার না?" এই ভাষায় ট্রোলাররা আক্রমণ করলেন ইরাকে। কালো লেদারের পোশাক আর লাল লিপস্টিকে পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ইরা। তাঁর পোশাককে তুলনা করা হল 'গ্ল্যাডিয়েটর'-এর ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে।

সম্প্রতি থিয়েটার পরিচালনার কাজে হাত দিয়েছেন ইরা। সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। আর তাঁকে নিয়েও সোশাল মিডিয়া বেশ অ্যাক্টিভ। তিনি কোথায় যাচ্ছেন, কী পরে যাচ্ছেন এই সব নিয়ে রীতিমতো চর্চা চলে সেখানে।

ইরার পোশাক দেখে কেউ লিখেছেন, "কি বাজে পোশাক!" তো কেউ লিখেছেন, "দেখে মনে হচ্ছে তুমি গ্ল্যাডিয়েটর-ইস্ক পর্ণ ছবির অডিশন দিতে যাচ্ছ।" ভিডিয়োতে দেখুন ইরার সেই পোশাক...

এই পোশাকের জন্যই ট্রোলড ইরা
Intro:Body:

"এত টাকা, ভালো জামা কিনতে পার না?", পোশাক নিয়ে ট্রোলড আমির-কন্যা ইরা



ট্রোলিং যেন সোশাল মিডিয়ার একটা প্র্যাক্টিস হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি। নেটিজেনরা যেন সেলেব্রিটিদের খুঁত ধরার জন্য মুখিয়ে থাকেন। বান্দ্রায় একটি ইভেন্টে গিয়ে নিজের পোশাকের জন্য ট্রোলড হলেন আমির খানের মেয়ে ইরা খান।



মুম্বই : "এত টাকা, ভালো জামা কিনতে পার না?" এই ভাষায় ট্রোলাররা আক্রমণ করলেন ইরাকে। কালো লেদারের পোশাক আর লাল লিপস্টিকে পাপারাৎজ়িদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন ইরা। তাঁর পোশাককে তুলনা করা হল 'গ্ল্যাডিয়েটর'-এর ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে।



সম্প্রতি থিয়েটার পরিচালনার কাজে হাত দিয়েছেন ইরা। সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ তিনি। আর তাঁকে নিয়েও সোশাল মিডিয়া বেশ অ্যাক্টিভ। তিনি কোথায় যাচ্ছেন, কী পরে যাচ্ছেন এই সব নিয়ে রীতিমতো চর্চা চলে সেখানে।



ইরার পোশাক দেখে কেউ লিখেছেন, "কি বাজে পোশাক!" তো কেউ লিখেছেন, "দেখে মনে হচ্ছে তুমি গ্ল্যাডিয়েটর-ইস্ক পর্ণ ছবির অডিশন দিতে যাচ্ছ।"   








Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.