ETV Bharat / sitara

প্রযোজক থেকে পদ্মশ্রী প্রাপক, 'কুইন অফ টেলিভিশন' একতার পথচলা

একতা কাপুর পরিচিত 'কনটেন্ট কুইন' ও 'কুইন অফ টেলিভিশন' হিসেবে । 26 জানুয়ারি তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় । আন্তর্জাতিক নারী দিবসের আগে টিভি, ফিল্ম ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা একমাত্র মহিলা প্রযোজককে আমাদের তরফে স্যালুট ।

author img

By

Published : Mar 5, 2020, 7:04 AM IST

dgf
dfg

কখনও অনুরাগ-প্রেরণা, আবার কখনও তুলসী-মিহির । সন্ধে হলেই এই চরিত্রগুলির কন্ঠস্বর ভেসে আসত প্রায় প্রতিটি ঘর থেকেই । কান পাতলেই শোনা যেত 'কসোটি জ়িন্দেগি কি', 'কিউকি সাস ভি কাভি বহু থি'-র টাইটেল সং । একতা কাপুরের সৌজন্যে একসময় এটাই ছিল- 'কাহানি ঘর ঘর কি' ।

একতা কাপুর পরিচিত 'কনটেন্ট কুইন' ও 'কুইন অফ টেলিভিশন' হিসেবে । 26 জানুয়ারি তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় । শুধুমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই নয়, ফিল্ম ও ওয়েব প্ল্যাটফর্মেও তাঁর সমান দাপট । বালাজি টেলিফিল্মসের ব্যানারে 130টি ধারাবাহিক তৈরি করেছেন তিনি । পারিবারিক গল্প থেকে রহস্য । টেলিভিশনের জগতে এক নতুন দিশা দেখিয়েছেন একতা । শুধু নিত্য নতুন গল্প পরিবেশনই নয়, ভবিষ্যতের একাধিক বলিউড তারকারও উত্থান হয়েছে তাঁর ধারাবাহিক থেকেই । সেই তালিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত, বিদ্যা বালনরা ।

শুধু ছোটো পরদা নয় । বড় পরদার মাধ্যমেও দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি । গোবিন্দা ও সুস্মিতা অভিনীত 'কিউকি ম্যায় ঝুট নেহি বোলতা'-র মতো কমেডি ড্রামাও প্রযোজনা করেছেন । যদিও বড় পরদায় সাফল্য খুব সহজে আসেনি । ফ্লপের তালিকা বাড়তে থাকায় ভুগছিলেন হতাশায় । তবে আশা ছাড়েননি তিনি । লড়াই চালিয়ে যান । একটা সময় তাঁর কাছে সাফল্য আসে । একাধিক হিট ছবি বের হয় তাঁর হাত দিয়ে ।

2001 সালে এশিয়া উইক ম্যাগাজ়িনের 50 জন প্রভাবশালী মহিলা কমিউনিকেটরের তালিকাতেও ছিল তাঁর নাম । পেয়েছেন ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড থেকে ফোর্বস টাইকুন অফ টুমরোর মতো পুরস্কার । আন্তর্জাতিক নারী দিবসের আগে টিভি, ফিল্ম ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা একমাত্র মহিলা প্রযোজককে আমাদের তরফে স্যালুট ।

দেখুন ভিডিয়ো

কখনও অনুরাগ-প্রেরণা, আবার কখনও তুলসী-মিহির । সন্ধে হলেই এই চরিত্রগুলির কন্ঠস্বর ভেসে আসত প্রায় প্রতিটি ঘর থেকেই । কান পাতলেই শোনা যেত 'কসোটি জ়িন্দেগি কি', 'কিউকি সাস ভি কাভি বহু থি'-র টাইটেল সং । একতা কাপুরের সৌজন্যে একসময় এটাই ছিল- 'কাহানি ঘর ঘর কি' ।

একতা কাপুর পরিচিত 'কনটেন্ট কুইন' ও 'কুইন অফ টেলিভিশন' হিসেবে । 26 জানুয়ারি তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হয় । শুধুমাত্র টেলিভিশন ইন্ডাস্ট্রিতেই নয়, ফিল্ম ও ওয়েব প্ল্যাটফর্মেও তাঁর সমান দাপট । বালাজি টেলিফিল্মসের ব্যানারে 130টি ধারাবাহিক তৈরি করেছেন তিনি । পারিবারিক গল্প থেকে রহস্য । টেলিভিশনের জগতে এক নতুন দিশা দেখিয়েছেন একতা । শুধু নিত্য নতুন গল্প পরিবেশনই নয়, ভবিষ্যতের একাধিক বলিউড তারকারও উত্থান হয়েছে তাঁর ধারাবাহিক থেকেই । সেই তালিকায় রয়েছেন সুশান্ত সিং রাজপুত, বিদ্যা বালনরা ।

শুধু ছোটো পরদা নয় । বড় পরদার মাধ্যমেও দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন তিনি । গোবিন্দা ও সুস্মিতা অভিনীত 'কিউকি ম্যায় ঝুট নেহি বোলতা'-র মতো কমেডি ড্রামাও প্রযোজনা করেছেন । যদিও বড় পরদায় সাফল্য খুব সহজে আসেনি । ফ্লপের তালিকা বাড়তে থাকায় ভুগছিলেন হতাশায় । তবে আশা ছাড়েননি তিনি । লড়াই চালিয়ে যান । একটা সময় তাঁর কাছে সাফল্য আসে । একাধিক হিট ছবি বের হয় তাঁর হাত দিয়ে ।

2001 সালে এশিয়া উইক ম্যাগাজ়িনের 50 জন প্রভাবশালী মহিলা কমিউনিকেটরের তালিকাতেও ছিল তাঁর নাম । পেয়েছেন ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি অ্যাওয়ার্ড থেকে ফোর্বস টাইকুন অফ টুমরোর মতো পুরস্কার । আন্তর্জাতিক নারী দিবসের আগে টিভি, ফিল্ম ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা একমাত্র মহিলা প্রযোজককে আমাদের তরফে স্যালুট ।

দেখুন ভিডিয়ো
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.